তোমার ভালোবাসায় অনড়

নিরব সাগর ১৪ মার্চ ২০২০, শনিবার, ০৭:০০:৫৪পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

মনটা ভেঙ্গে হয়েছে জরজর,
চোখেতে জল ঝরে ঝরঝর।
জীবনটা এখন হয়েছে নরভর,
তবুও এখনো তোমার প্রেমে
রয়েছি অনড়।

তুমি তো হয়েছো পর,
আমায় করেছো যাযাবর।
রাখোনি আমার কোন খবর ,
আমি কিন্তূ এখনো তোমার
প্রেমে অনড়।

এখনো তোমায় করতে পারিনি পর,
তোমার ভালোবাসাতে হয়ে গেছি
নিশাচর।
মোর বুকেতে বেধেছি তোমার
ভালোবাসার কবর,
বন্ধু,
আজ ও কিন্তূ আমি তোমার
ভালোবাসায় অনড়।

৬৬৫জন ৫৫২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ