
মনটা ভেঙ্গে হয়েছে জরজর,
চোখেতে জল ঝরে ঝরঝর।
জীবনটা এখন হয়েছে নরভর,
তবুও এখনো তোমার প্রেমে
রয়েছি অনড়।
তুমি তো হয়েছো পর,
আমায় করেছো যাযাবর।
রাখোনি আমার কোন খবর ,
আমি কিন্তূ এখনো তোমার
প্রেমে অনড়।
এখনো তোমায় করতে পারিনি পর,
তোমার ভালোবাসাতে হয়ে গেছি
নিশাচর।
মোর বুকেতে বেধেছি তোমার
ভালোবাসার কবর,
বন্ধু,
আজ ও কিন্তূ আমি তোমার
ভালোবাসায় অনড়।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনার ভালোবাসা অমর হোক। ভালো থাকবেন সবসময় শুভ কামনা
নিরব সাগর
আপনার প্রতি দোয়া রইলো।
আলমগীর সরকার লিটন
সুন্দর ছন্দময় অনেক শুভ কামনা রইল কবি দা
নিরব সাগর
ধন্যবাদ লিটন দা।
বন্যা লিপি
তুমি তো হয়েছে পর,
আমায় করেছো যাযাবর।
রাখোনি আমার কোন খবর ,
আমি কিন্তূ এখনো তোমার
প্রেমে অনড়……
যে পর হয়েই গেছে, তার জন্য আর অনড় থেকে কি হবে কবি? ছান্দিক পদ্য ভালো লিখেছেন।
নিরব সাগর
তার জন্য নয়, তার প্রেমে অনড়। চলে গেলে তো ধরে রাখা যায় না । চাইলেও অনেক কিছু ভুলে যাওয়া যায় না ।
কৃতজ্ঞতা আপনার প্রতি প্রশংসা করার জন্য।
ফয়জুল মহী
দারুণ লেখা ,বেশ ভালো লাগলো ।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সুপায়ন বড়ুয়া
“এখনো তোমায় করতে পারিনি পর,
তোমার ভালোবাসাতে হয়ে গেছি
নিশাচর।”
ভালবাসার এমন আকুতি
জানায় নীরব সাগর।
ভালো লাগলো। শুভ কামনা।
নিরব সাগর
ভালোবাসা মানুষকে অসহায় করে ধরে তাইতো প্রকাশ করা ছাড়া আর কিছুই থাকবে না।
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা,পড়ে মুগ্ধ হলাম।
শুভ কামনা রইল
নিরব সাগর
ধন্যবাদ রইলো প্রিয়।
কামাল উদ্দিন
কঠিন প্রেম, তবে আমি মনে করিনা এক জায়গায় অনড় থেকে জীবনটা বৃথা করে দেওয়ার কোন মানে আছে।
নিরব সাগর
বৃথা শুধুই অনড় ভালোবাসা।
হালিম নজরুল
তুমি তো হয়েছো পর,
আমায় করেছো যাযাবর।
রাখোনি আমার কোন খবর ,
আমি কিন্তূ এখনো তোমার
প্রেমে অনড়।
নিরব সাগর
আমি ওখন তাদের প্রেমে অনড়।