
এতো ভাল লাগে কেন, ভালবাসতে তোমায় ~
আকাশের বুকে স্বপ্ন আঁকি, মিলে দুজনায় ~
দৃষ্টি যেন ফিরে না, তোমার হাসি মুখে ~
ছুঁয়ে যায় এই বুক, অজানা সুখে ~
অনন্ত নিশ্বাসে নিই, তোমার রেশমী চুলের ঘ্রাণ ~
মুগ্ধ হই, নিরব রই, জেগে উঠে ঘুমন্ত প্রাণ ~
চুঁই ছুই মন চায়, তোমার উষ্ণ অধর ~
প্রেম জাগে, ঘোর আবেগে, ফুটে উঠে অন্তর ~
হাতে হাত ধরে, ডোল ভাঙার তীরে, গোধুলী লগনে ~
অনন্ত কাল হাঁটি, এই স্বপ্ন আটি, সংগোপনে যতনে ~
পাখীর পালকে, ভালবাসার আলোকে, লিখি যেন দুটি নাম ~
একাত্মায় মিশে, কাশফুল উঠে হেঁসে, প্রকৃতি সুঠাম ~
প্রতি ভোরে, তোমার তরে, আমি উঠি ফুটে ~
তোমার ভালবাসা, আমার ভাগ্যে, আজীবন যেন জুটে ।।
~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০৬/০১/২০২০
চলন্ত পথে, ভৈরব ।
১৮টি মন্তব্য
ব্লগ সঞ্চালক
প্রিয় কামরুল ইসলাম,
পূর্বানুমতি ব্যতিত অন্যের ছবি ব্যবহারে সতর্ক হোন। এটি কখনো কখনো সাইবার ক্রাইমের আওতায় পড়তে পারে।
শুভ ব্লগিং।
কামরুল ইসলাম
ধন্যবাদ
তৌহিদ
কামরুল ভাই, আপনি দারুন লিখেন কিন্তু! তবে আপনার প্রতি লেখায় মডেলদের ছবি চরম দৃষ্টিকটু। মেয়েদের ছবি ছাড়া কি কবিতা সম্পন্ন হয়না?
যাদের ছবি দিচ্ছেন তারা কিংবা যে মাধ্যমের কাছ থেকে ছবি কপি করে নিচ্ছেন তারা ক্ল্বেইম করলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন ভাই। এর আগেও অনেকবার আপনাকে বলেছি। অথচ আপনি ইগ্নোর করে যাচ্ছেন। সোনেলা ব্লগকে কি ফেসবুক টাইপ মনে হয় আপনার?
লিখুন নিজের মতন তবে ছবিও দিন লেখা এবং ব্লগের সাথে সামঞ্জস্য রেখে। ভালো থাকবেন।
কামরুল ইসলাম
এগুলো বিভিন্ন মডেলদের ছবি, ফেবুতে ভাইরাল,
তাই দিয়ে থাকি,
ছবি দেওয়া কবিতার মূখ্য বিষয় না,
আর দিবো না ভাই ,
সুপর্ণা ফাল্গুনী
মিষ্টি প্রেমের কবিতা। শুভ হোক আপনার ভালোবাসা
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
“প্রতি ভোরে, তোমার তরে, আমি উঠি ফুটে ~
তোমার ভালবাসা, আমার ভাগ্যে, আজীবন যেন জুটে ।।”
বন্ধু আমার কবিতা লেখে
কাল্পনিক ছবি দেখে
পড়তে মোদের ভালই লাগে
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা,
অনেক শুভ কামনা
সুরাইয়া পারভীন
আহা! দারুণ প্রেমের কবিতা
চমৎকার লিখেছেন
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সাবিনা ইয়াসমিন
এমন করে ভালোবাসা দিলে কবির কপালেও ফিরতি ভালোবাসা জুটবে বৈকি।
চুই ছুঁই মন আবার কেমন হয় কামরুল ভাই?
কামরুল ইসলাম
আপু, ছুঁই ছুঁই হবে,
বাসে বসে লিখেছিলাম, তাই খেয়াল করতে পারিনি, ভুল হয়ে গেছে,
আপনাকে সংখ্য ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
জিসান শা ইকরাম
কবিতা ভালো লেগেছে ভাই।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
এস.জেড বাবু
ভাল লেগেছে লিখা।
শুভকামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই