
আমার রোদ,
কতদিন তোমাকে দেখি না,তুমি জানো,এই শীতে লেপ,কাঁথা,কম্বলের উসুম উসুম উস্নতা স্বত্বেও তোমাকে আমি মিস করি। তোমার তীব্র ক্ষরতায় গাঁ ভাসাতেই আমার খুব ভালো লাগে। এই শীত এসে যাওয়াতে তোমায় আরও বেশি করে মনে পরছে। তোমার আর শীতের কারনে আমি নিজেই তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি, যখনি আমি তোমাকে ছুঁতে যাই ঠিক তখনি শীত এসে বাগরা বাঁধায়, তখন নিজেকে খুব একা লাগে,মনে হয় আমি বুঝি বিষাক্ত বাতাসে নিজেকে হারিয়ে ফেলেছি। জানো রোদ,যখন সকালে তুমি একটুখানি আকাশে দেখা দেও তখন এই শীতে খুব প্রশান্তি লাগে,মনে হয় তোমার মাঝের সব ভিটামিন ডি একাই খেয়ে ফেলি। তুমি যখন তোমার হালকা আভা ছড়াও তখন বারান্দায় গাছগুলোর সাথে আমি নিরবে কথা বলি হাতে থাকে এক কাপ কফির মগ। অলস দুপুরেও তোমাকে দেখার আশায় বারান্দার ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে ফোনে জোড়ে রবীন্দ্রসঙ্গীত শোনার ফিলিংস ও কিন্তু দারুন আমার। বিকেলেএ স্নিগ্ধ আলোতেও তোমার অনুভূতি আমি ভীষনভাবে টের পাই। কিন্তু ইদনীং তোমার দেখা পাওয়া ভার, তাই তোমাকে আজ লিখছি কাছে পাওয়ার আশায়।তোমাকে দেখার তৃষ্ণায় দুচোখ আমার খাঁ খাঁ করছে। আমি প্রতিদিন ভোরে জেগে উঠি শুধু তোমাকে দেখার আশায়। ভালো থেক, আশা করি খুব শীঘ্রই দেখা হবে কোন এক কাননে, আমি সেই দিনের অপেক্ষায়।❤️❤️❤️।
শেষ করছি একটা গানের লাইন দিয়ে
‘কেন রোদের মতো হাসলে না?
আমায় ভালোবাসলে না?
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
এই মন কেমনের জন্মদিন…
চুপ করে থাকা কঠিন।
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।
তোমার অচেনা পথিক
২০টি মন্তব্য
পপি তালুকদার
সকালের সুন্দর রোদ কিংবা পড়ন্ত বিকালের রোদ সত্যি কার না ভালো লাগে! সকালের নরম রোদের আলতো ছোয়া মনকে ফুরফুরে করে দেয়।রোদের কাছে চিঠি ভালো লাগলো।শুভ রাত্রি।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপু প্রথম আর সুন্দর করে মন্তব্য দেয়ার জন্য । আলতো রোদ সত্যি মনকে চনমনে করে। ভালো থাকবেন। শুভকামনা ।
রোকসানা খন্দকার রুকু
রোদেরও কি আক্কেল ফেলে গেছে তো গেছেই। আমার কেমন যেন ঘোর সন্দেহ হচ্ছে এ রোদ কোন পুরুষ রোদ। এসব তাদেরই মানায়॥ 🤪🤪
হ্দয়ের আকুতি সেতো হ্দয়বানরাই বোঝে। চিঠি সুন্দর হয়েছে। আর একটু বড় হলে টেষ্ট বেশি হত। আমিও আসছি চিঠি নিয়ে।
শুভ কামনা🥰🥰
রেজওয়ানা কবির
তোমার চিঠি পড়ার অপেক্ষায় থাকলাম আপু।
রেজওয়ানা কবির
অবশ্যই পুরুষ রোদ ঠিক ধরেছো, এইজন্যই এত,,,,,আর অল্প জিনিসের টেস্ট বেশি হলে মুখে লেগেই থাকে তাই অল্পকথায় লেখা। আর এখন থেকে অল্প লেখার চেষ্টা করছি কারন আমার রোদ বেশি লেখা পছন্দ করে না 🤪।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। ভালো থেক। শুভকামনা ।
ছাইরাছ হেলাল
অপেক্ষা আর৪ আক্ষেপ নিয়ে লেখা চিঠিটি সুন্দর লাগলো।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া,অনেক অনেক ভালো থাকুন। শুভকামনা ।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর এখন আর কি এভাবে চিঠি লেখে অনেক শুভেচ্ছা রইল
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া,আসলে চিঠি লেখার মাঝে অদ্ভুত এক অনুভূতি কাজ করে তাই।।।
সুপর্ণা ফাল্গুনী
আপনার প্রিয়জন, প্রিয়রোদ সবসময়ই আপনার সাথেই থাকুক ভালোবাসার উষ্ণতা হয়ে কি শীত, কি গরম। চমৎকার চিঠি। নিরন্তর শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়
রেজওয়ানা কবির
প্রিয় মানুষ সাথে থাকার মাঝে আনন্দ আলাদা,তবুও মাঝে মাঝে প্রিয় মানুষগুলো দূরে সরে যায়। ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্য করার জন্য। শুভকামনা অবিরাম।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
রোদ নিয়ে ভাবনা, আর না — জানো রোদ,যখন সকালে তুমি একটুখানি আকাশে দেখা দেও তখন এই শীতে খুব প্রশান্তি লাগে,মনে হয় তোমার মাঝের সব ভিটামিন ডি একাই খেয়ে ফেলি।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য। শুভকামনা ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা ।
তৌহিদ
প্রেম ভালবাসায় অপেক্ষার প্রহর যেন এক নিদারুণ মধুর যাতনা। এ কষ্ট সইতেও ভালোলাগে প্রেমিক মনের।
ভালো থাকুন আপু। শুভকামনা রইলো।
রেজওয়ানা কবির
বিরহ, অভিমানেইতো প্রেম জমে ক্ষীর হয় ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা।
আরজু মুক্তা
ওম ওম রোদের উষ্ণতা শীতেই বোঝা যায়। আর তার জন্য অপেক্ষাটাও মধুর।
প্রেমও বাড়ুক ক্ষতি কি?
শুভকামনা
রেজওয়ানা কবির
হুম প্রেমতো অপেক্ষায় আরও বেশি বাড়ে😋😋😋ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
জিসান শা ইকরাম
এত আন্তরিক চাওয়ার পরে নিশ্চয়ই রোদের সাথে দেখা হবে কোনো কাননে,
দেখা না হয়ে পারেই না। এমন করে রোদকে কে ডাকবে?
চিঠি খুব সুন্দর হয়েছে।
শুভ কামনা।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য। রোদের অপেক্ষার প্রহর গুনেই যাচ্ছি।হয়তো।দেখা হবে, হয়তো হবে না! শুভকামনা, ভালো থাকবেন।