
একলা চলি,
একলা ঘুরি।
একলা যাবো ঐ দূর পাহাড়ে,
সঙ্গে নেবো তাহারে।
আহারে, আহা!
এক বৈশাখে বোষ্টুমীর এমন গান শুনতে শুনতে গিয়েছিলাম ঐ দূর পাড়ায়।
সে পাড়ার কৃষ্ণকায় রমণীরা চুলের খোঁপায় আম্রপল্লব গুঁজে গানের তালে তালে নৃত্য করে।
বাঁজে সেথায় মাদল, বাঁজে গোকুলের বাঁশি।
ফুটেছে মধুমালতি। ফুটেছে চন্দ্রমল্লিকা।
একে একে আসে ধেয়ে মাতাল করা তীব্র সুগন্ধি।
চোখে পড়ে কেশর ঘন, তাম্রবর্ণ, তীব্রগন্ধী দেহ।
এ যেন নবযৌবনা কোন এক ষোড়শী বালিকা।
যার ললাট ভরে রক্তচন্দন।
কুমকুম আবরণে তার চন্দ্রহার।
গলায় মহুয়া ফুলের মালা।
ভরদুপুরে তার কণ্ঠে ব্রজবুলি গান।
সুরের মোহনীয়তা তাকে যেন আরও আরও উজ্জীবিত করে তুলেছে।
অথচ তাকে পাওয়ার আশায় তেইশটা বসন্ত কাটিয়ে দিলাম। এখনো তার সম্মুখে গিয়ে দাঁড়াতে পারিনি।
কখনো সে আমায় ডাকে ব্রজবুলি সুরে।
কখনো মন ভুলায় রাঙামাটির সাঁওতালি নৃত্যে।
বিকেল হলে সেতারে সুর ওঠে।
থেমে যায় দূর মাঠে রাখালিয়া বাঁশির ধ্বনি।
সন্ধ্যা হলে দেহাতি ভাষায় সেজে ওঠে কবিতার পাণ্ডুলিপি।
আমি তাকে নিয়ে কবিতা লেখব বলে গোটা সমুদ্রকে বন্ধক দেই।
ভূগোলের পাতায় যখন ক্লোরোফিলের সুখ নামে,
তখন তার কণ্ঠে বেরিয়ে আসে কবিতাপাঠের মন্ত্রমুগ্ধ উচ্চারণ।
চোখ জুড়ে মদময় নেশা।
বোরোধানের মাঠে নক্ষত্রের সাম্রাজ্য।
নিঝুম রাতে ডাকে কেউ অজানা নামে।
অথচ তাকে পাওয়ার আশায় তেইশটা বসন্ত কাটিয়ে দিলাম।
বরং তুমি পাহাড় হও!
সেখানে গড়বো আমরা একটা জীবন।
যে জীবন জোনাকির মতো,
যে জীবন পূর্ণিমার আলোকিত রাতের মতো।
…
ছবিঃ গুগোল।
২৩টি মন্তব্য
কামাল উদ্দিন
বসন্তের দুই যুগে পা রাখার আগেই চুলের খোঁপায় আম্রপল্লব গুঁজে কৃষ্ণকায় রমণীদের মনের কথাটা বলে ফেলা উচিৎ দাদা।
প্রদীপ চক্রবর্তী
এ বসন্তে না হয় বলা হলো নিশ্চয় পরের বসন্তে হবে!
অফুরান শুভেচ্ছা, দাদা।
ভালো থাকুন।
কামাল উদ্দিন
.হুমম, হতেই হবে দাদা, শুভ রাত্রি।
রেজওয়ানা কবির
প্রথম লাইন পড়ে নচিকেতার গান মনে পড়ে গেল,
“যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয়”।
জোনাকীর মত জীবন হোক এই কামনা।
প্রদীপ চক্রবর্তী
আহা!
নচিকেতার এমন গান আমার বেশ প্রিয়।
তবে হোক জোনাকির মত জীবন।
.
সাধুবাদ আপনাকে।
হালিমা আক্তার
আগামী বসন্তের আগেই মনোবাসনা পূর্ণ হোক। জোছনার আলোয় আলোকিত হোক নতুন ভোর। শুভকামনা, ভালো থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
সত্যিই!
তবে পূর্ণ হোক।
.
একরাশ শুভেচ্ছা আপনাকে।
আরজু মুক্তা
আসছে বসন্তে সব বলে দিন। কবিতা ভালো লাগলো
প্রদীপ চক্রবর্তী
নিশ্চয়!
সে অপেক্ষায়।
.
ভালো থাকবেন, দিদি।
ছাইরাছ হেলাল
পাহাড় সামলানোর হিম্মত সবার থাকে না,
লেখায় তীব্র/তুমুল সাহস বিচ্ছুরিত হচ্ছে।
প্রদীপ চক্রবর্তী
কে আছো জোয়ান হও আগুয়ান!
আপনার মতামত আমায় সম্মুখ ভাগে এগিয়ে নিলো একধাপ।
.
সাধুবাদ জানাই, দাদা।
তৌহিদুল ইসলাম
সাহস করে ঘটনাটা ঘটিয়েই ফেলুন ২৩ বছর পার হয়ে দেখা গেল সে অন্য কারো হয়ে গিয়েছে তখন কিন্তু পাহাড় ভেঙে নিজের মাথাতেই পড়বে। নিজের মনের কথা বলে ফেলুন দাদা। প্রেমে অপেক্ষায় লস ভালো কিছু হয়না।
শুভকামনা দাদা।
প্রদীপ চক্রবর্তী
সত্যি সাহসে ভরসা!
না হয় অন্যের হয়ে গেলে পাহাড়টা তখন নিজের মাথার উপর!
তাই বলে ফেলা উচিত।
.
আপনার মতামত ভালো লাগলো।
সাধুবাদ,দাদা।
পপি তালুকদার
তেইশটা বসন্ত কাটিয়ে দিয়েছে যে ভালোবাসার অপেক্ষায় সেই তো প্রকৃত প্রেমিক।চির কষ্ট আর অাক্ষেপের পরে আশা করি সুন্দর বসন্ত আসবে।।।
প্রদীপ চক্রবর্তী
অপেক্ষার ফল মিষ্টি হয়!
আপনার সুনিপুণ মতামত ভালোলাগার মতো।
শুভেচ্ছা নিবেন।
সৌবর্ণ বাঁধন
আমি তাকে নিয়ে কবিতা লেখব বলে গোটা সমুদ্রকে বন্ধক দেই।- একজন কবিই এই শক্ত উচ্চারণ করতে পারেন। শুভেচ্ছা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
সত্যি!
ভালোবাসা নিবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
রোকসানা খন্দকার রুকু
কবিতা সুন্দর হয়েছে। একা থাকা ঘুচে যাক এই কামনা।
প্রদীপ চক্রবর্তী
সুন্দর মতামত।
শুভেচ্ছা নিবেন, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
তেইশটা বসন্ত কেটে গেল এখনো বলা হলো না? পাহাড় ভেঙে পড়ার আগেই বলে ফেলো । সাহস সঞ্চয় করে ফেলো আগামী বসন্তের আগেই। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
সত্যিই এখনো বলা হয় নি।
শুনেছি অপেক্ষার ফল মিষ্টি হয়।
.
ভালো থাকুন, দিদি।
একরাশ শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
আহা, এই না হলে কবিতা! মুগ্ধ হয়ে পড়লাম।
❝আমি তাকে নিয়ে কবিতা লেখব বলে গোটা সমুদ্রকে বন্ধক দেই❞
এই লাইনটা অসাধারণ লিখেছো। যেন এক কথাতেই আস্ত এক উপন্যাস পেলাম।
আরও লেখো। কবিতার বৃষ্টি ঝরুক।
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি ধন্য হলাম।
একরাশ শুভেচ্ছা নিবেন, দিদি।
ভালো থাকুন অনেক।।