তুমি হতে পারতে—
আমার অনুভবে দেখা সেই অদৃশ্য ছায়া
যদি করতে বিচরণ আমার ভুবনে, ছাড়তে পারতে না মায়া…
তুমি হতে পারতে—
আমার আকাশে ভেসে বেড়ানো রঙিন ঘুড়ি
যখন বসতো মেলা তারাদের, খেলতাম দুজনে মিলে লুকোচুরি…
তুমি হতে পারতে—
আমার অতি প্রিয় কবিতার খাতা
আমার হৃদয় কোণে সুখ দুঃখের সূক্ষ্ম ব্যথা…
তুমি হতে পারতে—
আমার ভালবাসার নদীটির জল ছাপানো দুটি কুল
তুমি হতে পারতে______________
(খেয়ালী মনের এলোমেলো ভাবনা)
৪১টি মন্তব্য
অরণ্য
কিছুটা সে তো হয়েই আছে। বাকিটা সে হয়েও যাবে। (y)
খেয়ালী মেয়ে
আশা পূরণ হয় না, তারপরও আশায় থাকি 🙂
ছাইরাছ হেলাল
আশাই জীবন। হয়ে যাবে । তিস্ট ক্ষণকাল।
খেয়ালী মেয়ে
দেখা যাক কি হয় 🙂
নুসরাত মৌরিন
হবে…।
সে নিশ্চয়ই হবে কবিতার খাতা…রঙ্গিন ঘুড়ি কিংবা অজস্র তারা…।
ঠিক হবেই সে ভালবাসার নদীটির জল ছাপানো দু’কূল। 🙂
খেয়ালী মেয়ে
ইশশশশশ আপনার কথায় ফুলচন্দন পড়ুক -{@
প্রজন্ম ৭১
হতে পারতে মানে হবেনা কখনো এটি কিন্তু না।আশারা বেঁচে থাক চিরকাল।
খেয়ালী মেয়ে
আশারা বেঁচে থাকে চিরকাল আশা হয়েই 🙁
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অসমাপ্ত রেখে দিলেন।বেশ ভালই হচ্ছিল কবিতাটি। -{@
খেয়ালী মেয়ে
চলবে তাই সমাপ্তি টানি নাই 🙂
খসড়া
ভাল লাগল কবিতাটি।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ 🙂
শাহানা আফরিন স্বর্ণা
ভাল লাগে (3
হতে পারতে আমার জীবনের আধেক অধিকারী
কিন্তু দূর্ভাগ্য তোমার 😀
খেয়ালী মেয়ে
হুমমম আমারও তাই মনে হয় যে, এটা তার দূর্ভাগ্য 🙁
শাহানা আফরিন স্বর্ণা
কিন্তু আপনি যার ভাগ্য তার কথা ভেবে হাসুন 😀
খেয়ালী মেয়ে
ঠিক আছে হাসলাম 😀
ব্লগার সজীব
হবে আপু হবে,একটু ধৈর্য ধরেন আপু -{@ ভালো লেগেছে খুব।
খেয়ালী মেয়ে
ইয়া আল্লাহ্ তুমি আমাকে আরো ধৈর্য্য দাও ^:^
ছারপোকা
তুমি হতে পারতে আমার অনুভবে দেখা সেই অদৃশ্য ছায়া
বেচারা অদৃশ্য ছায়া হয়ে এ আছে ।
যদি করতে বিচরণ আমার ভুবনে,
ছাড়তে পারতে না মায়া…
যে অনুভূতি বেচারা তো এমনিই গলে যাবে ।
দেখবেন মায়ার টানে কাছে আনে :p
তুমি হতে পারতে—
আমার আকাশে ভেসে বেড়ানো রঙিন ঘুড়ি
বেশি ছেড়ে দিয়েছেন নাটাইয়ের সুতা তাই বেচারা ফিরতে কষ্ট হচ্ছে হয়ত :p
যখন বসতো মেলা তারাদের, খেলতাম
দুজনে মিলে লুকোচুরি…
এসব খেলা লুকোচরি ছাড়া হয় ও না :p
মাইন্ড খাইয়েন না একটু দুষ্ট ভূত মাথায় চাপছে তাই একটু দুষ্টামি করলাম ।
লেখা ভাল লেগেছে সেই তুমি ব্যক্তি টা খুব তাড়াতাড়ি ফিরবে ।
আশায় বাঁধে মন
পরিপূর্ন হবে জীবন !!!
খেয়ালী মেয়ে
ইশশশশ মাথায় দুষ্ট ভূত চাপলে যদি ভালো কিছু হয়, তবে মাথায় দুষ্ট ভূত থাকাটায় তো ভালো 🙂
ভালো লাগলো আপনার দুষ্টামি (y)
প্রহেলিকা
আপনার লেখা আগেও পড়েছি কিন্তু আশ্চর্য হলাম যে আপনার কোনো লেখায় আজ পর্যন্ত মন্তব্য করা হয়নি, শুভেচ্ছাও জানানো হয়নি, কিন্তু আমি এটুকু নিশ্চিত যে আপনার লেখা আমি পড়েছি যাইহোক,
অপরপক্ষকে লোভ দেখালেন না’কি, আক্ষেপকে মনে করিয়ে দিচ্ছেন তাকে? তবে মনে হচ্ছে খেয়ালীর মেয়ে কথা না শুনে সে নিজের পায়ে নিজের কুড়াল মেরেছে। যেখানে এতো কিছু পাবে সেখানে আসতে দেরী করছে কেন সেটাও বুঝতেছি না। হয়তো অপেক্ষা করছে সে আসলে আর কি কি হতে পারবে তাই আপনি দেরী না করে বাকিটুকুও লিখে দিন। ভালো লিখেছেন।
খেয়ালী মেয়ে
এটা আমার দূর্ভাগ্য যে আমার লেখায় আমি আপনার মন্তব্য পাইনি ;( কিন্তু আমি মেয়েটা দূর্ভাগ্য কষ্ট এসব সাথে নিয়েও হাসতে পারি 🙂 আমি জানি আমার মাঝে অনেক ঘাটতি আছে, তাইতো আপনি আমাকে শুভেচ্ছা জানাননি তাতেও মন খারাপ করছি না 🙂
বাকীটুকু খুব শীঘ্রই লিখছি 🙂 দেখি তারপর কি হয়……….
প্রহেলিকা
নিজের কাছেই লজ্জিত কারন আমার কত আজেবাজে পোষ্টে আপনি শুভেচ্ছা জানালেন কিন্তু আপনার এমন সুন্দর লেখায় আসার সৌভাগ্য হয়নি।
খেয়ালী মেয়ে
আপনে আমারে ক্যান শুধু শুধু লজ্জা দিচ্ছেন–আমি ছোট মানুষ আমারে লজ্জা দিয়েন না প্লীজ..
শুন্য শুন্যালয়
যে হারাবে সে জানবেনা, সে কি হতে পারতো? তবু মনে হচ্ছে, সত্যিই কি সে হয়নি?
খেয়ালী মেয়ের এলোমেলো ভাবনা আমাদের ভাবনাকেও এলোমেলো করে দেয়। সুন্দর।
খেয়ালী মেয়ে
আমিও কনফিউজড যে সেকি আসলেই আমার কিছু হতে পেরেছে 🙁
জিসান শা ইকরাম
অপ্রাপ্তি মানুষকে সৃষ্টিশীল কাজ করায়
এই ‘তুমি’ সহজ লভ্য হলে এমন কবিতা,লেখা আসতো না।
আমরাও বঞ্চিত হতাম এত ভালো একটি লেখা হতে।
খেয়ালী মেয়ে
আর আমি ভাবি এই তুমি যদি সহজলভ্য হতো কতই না ভালো হতো…….
বনলতা সেন
এত্তগুলো না হয়ে ভালই হয়েছে। না হলেই ভাল। আপনি নিতে পারবেন না।
দিনকে দিন ভাল হচ্ছে লেখা, তাতে কখনই না হওয়া ভাল।
খেয়ালী মেয়ে
উফফফ কেউ দেখি আমার কথা ভাবলো না 🙁
স্বপ্ন নীলা
এত সুন্দর করে গুছিয়ে এলোমেলো ভাবনাগুলো লিখেছেন যে মুগ্ধ হয়ে যাচিছ—অসাধারণ
খেয়ালী মেয়ে
ধন্যবাদ পড়ার জন্য 🙂
স্মৃতির নদীগুলো এলোমেলো...
সুন্দর লাগলো
খেয়ালী মেয়ে
ধন্যবাদ..
লীলাবতী
সে এতকিছু হতে পারতো ! সুন্দর হয়েছে আপু।
খেয়ালী মেয়ে
হুমমমমম পারতো——–
মরুভূমির জলদস্যু
-{@ তুমি হতে পারতে—
আমার আকাশে ভেসে বেড়ানো রঙিন ঘুড়ি -{@
নাটাই-সুতা থাকবে আমার হাতে।
খেয়ালী মেয়ে
হুমম নাটাই সুতা থাকবে আমার হাতে 🙂
নীলাঞ্জনা নীলা
খেয়ালী মেয়েটা কত সুন্দর কল্পনা করে 🙂 -{@
খেয়ালী মেয়ে
এই একটা কাজই আমি ভাল করতে পারি 🙂 -{@
ছারপোকা
হুম আপনার ফেবু আইডির নিক কী ?