
তুমি কি আমার বুকে কবিতার সুর?
মিছে কুহকের গীতি না-কি সুমধুর?
কি জানি কি ভেবে মরি! হলে সবই ভুল,
গোপনে গোপীর বাগে কেন ফুটে ফুল?
আরশি নগরে রোজ উঠে যে সিতারা,
মানো কি দু’চোখের তার তোমারই ইশারা?
রজনীর শেষে এসে সোনা ঝরা রবি,
কচির কাঁপনে আঁকে সেও একই ছবি!
বিদিশা তবে কি চির তোমাতেই ঋণী,
তাপিত কাঁকন যদি বাজে রিনিঝিনি?
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক উপলব্ধিকর কাব্যিক কথা কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
মোঃ মজিবর রহমান
অপূর্ব অপুর্ব ভালো লাগলো ।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল মজিবর ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
ফয়জুল মহী
সুন্দর ও মনোমুগ্ধকর প্রকাশ।
অপূর্ব লেখা !
একরাশ মুগ্ধতা …
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত প্রিয় কবি!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিমা আক্তার
চমৎকার শব্দের ব্যবহার। মুগ্ধতা ছুঁয়ে গেল। শুভ রাত্রি।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।