তুমি আসবেই

সুরাইয়া পারভীন ২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, ০৮:২৯:৩৪অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

তুমি আসবে শরৎ প্রভাতে,
ভালোবাসার পসরা সাজিয়ে।
শিউলি ফুলের শুভ্রতায়-
মন রাঙ্গাবে প্রাণ দোলাবে,
দখিনা হাওয়ার আলতো স্পর্শে !

জানি তুমি আসবেই।
তাই তো এখনো হৃদয় বাতায়ন,
রয়েছে শূন্য পড়ে।
তুমিহীন নিস্তেজ নিস্তব্ধ সে বাতায়নে-
নেই কোনো পাখিদের আনাগোনা,
নেই কোনো ফুলের মাতাল করা সৌরভ,
নেই কোনো ভ্রমরের গুঞ্জরন।

জানি তুমি আসবেই।
তোমার আগমনে শূণ্য সে বাতায়ন
পূর্ণ হবে হাসি গান আর ভালোবাসায়।
সতেজ নির্মল সবুজ শাখা-পল্লবে ভরবে,
আমার হৃদয় বাতায়ন।

৮৬৪জন ৭৫০জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ