
তুমি আসবে শরৎ প্রভাতে,
ভালোবাসার পসরা সাজিয়ে।
শিউলি ফুলের শুভ্রতায়-
মন রাঙ্গাবে প্রাণ দোলাবে,
দখিনা হাওয়ার আলতো স্পর্শে !
জানি তুমি আসবেই।
তাই তো এখনো হৃদয় বাতায়ন,
রয়েছে শূন্য পড়ে।
তুমিহীন নিস্তেজ নিস্তব্ধ সে বাতায়নে-
নেই কোনো পাখিদের আনাগোনা,
নেই কোনো ফুলের মাতাল করা সৌরভ,
নেই কোনো ভ্রমরের গুঞ্জরন।
জানি তুমি আসবেই।
তোমার আগমনে শূণ্য সে বাতায়ন
পূর্ণ হবে হাসি গান আর ভালোবাসায়।
সতেজ নির্মল সবুজ শাখা-পল্লবে ভরবে,
আমার হৃদয় বাতায়ন।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনার আশা পূর্ণ হোক। শূন্য বাতায়ন ভরে যাক তার আগমনীতে। শুভেচ্ছা রইল
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
তৌহিদ
আসুক সে ফিরে বেলা অবেলার ভালোবাসা সাথে নিয়ে। কবিতা ভালো লাগলো আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
আসিফ ইকবাল
আশা পূর্ণ হোক। বাতায়নে এসে দাঁড়াক স্বপ্নের রাজকুমার।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
আসিফ ইকবাল
স্বাগতম। হুম, তুমিও ভাল থেকো।
অনন্য অর্ণব
সে আসুক অন্তরিত সুরের মূর্ছনায় তোমার হৃদয় অলিন্দে 💓
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
মনে পড়ে যায় ছোট বেলায় শরতের ভোরে শিউলি কুড়ানোর দিনগুলোকে………..শুভ সকাল আপু
সুরাইয়া পারভীন
শুভ সকাল
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
শুভেচ্ছা
ছাইরাছ হেলাল
সহে না অপেক্ষা খুব সুন্দর।
তবে শীতের বাতায়ন খুব সাবধান।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা,,,, ভাইয়া 😛
আন্তরিক ধন্যবাদ জানবেন।
জিসান শা ইকরাম
আসুক সে,
না আসতেই এই অবস্থা,
আসলে তো খুশির ঠেলায় সোনেলা ফেটে যাবে 🙂
কবিতা ভাল লেগেছে।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা,,,,, কি যে বলেন না!
সে বয়স কি আর আছে ভাইয়া। আন্তরিক ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন সবসময়
রুমন আশরাফ
জানি তুমি আসবেই। আসতেই যে হবে……
সুরাইয়া পারভীন
একদম আসতে তো তাকে হবে
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মাহবুবুল আলম
কবিতা ভাল লেগেছে।
হ্যাপি নিউইয়ার!!
সুরাইয়া পারভীন
নববর্ষের শুভেচ্ছা রইলো ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়