
আমাদের আর ঘরে ফেরা হয় না বলে, কেবল বিবাগী পাখির মতো দিকভ্রান্তে উড়তে ইচ্ছে হয়।
কখনো ইচ্ছে হয় নদীর মতো বয়ে চলতে।
কখনো বা ইচ্ছে হয় ফেরিওয়ালার মতো এক পাড়া থেকে আরেক পাড়ায় ঘুরে বেড়াতে।
আসলে ইচ্ছেগুলো আজকাল খামখেয়ালি।
আমাদের শরীর ছুঁয়ে কত রাখালিয়া বিকেল চলে যায়।
আমরা সে বিকেলের রোদ আর গায়ে মাখতে পারিনা।
পারিনা ধূলো উড়িয়ে ঘরে ফিরতে।
দূর্বাঘাস ভেদ করে একে একে ছুটে চলে মহিষের দল। একে একে রাখালিয়া দেয় বাঁশির সুরের শেষ টান।
পাখিরাও সেসময় ঘরে ফেরে।
আমাদের আর ঘর নেই।
কেবল আছে গোধূলির আরক্তিম ছায়া।
কখনো সে ছায়াটুকু অভিমানের চাদরে ঢেকে যায়।
পশ্চিমার আরক্তিম আভা পুরোপুরি ডুবে গেলে
সন্ধ্যা নেমে আসে। হলুদ গাঁদার সাম্রাজ্য জুড়ে তখন বসন্তের উষ্ণ মরসুম।
একে একে সে সাম্রাজ্য থেকে বাতাস ধেয়ে আসলে পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠে।
সন্ধ্যায় সে চাঁদের আলো ঘন হলে অবিনাশী সুরে ডেকে যায় ডোবার ধারে ডাহুক। আমরা তখন কবিতা লিখতে গেলে অন্ধকার এসে ভিড় করে।
তুমি গোপনে চলে যাওয়ার পূর্বে আমায় একমুঠো শূন্যতা দিয়ে গিয়েছিল।
সেই থেকে গেরুয়া নদী, লাল পাহাড়, সবুজাভ অরণ্য জুড়ে শূন্যতার মরসুম।
আমি কেবল শূন্যতাটুকু নিয়ে তোমার পথ চেয়ে থাকি।
তুমি আসবে কোন এক গোধূলি মাখা সন্ধ্যায়,
গোষ্ঠে ফেরারি রাখালের বাঁশির সুরের রাগিণী হয়ে।
.
ছবিঃ সংগৃহীত।
১৭টি মন্তব্য
পপি তালুকদার
চির প্রতীক্ষার আক্ষেপ…..
সে আসবে হয়তো চির প্রতীক্ষার অবসান ঘটিয়ে।
শুভকামনা ও শুভেচ্ছা রইল।
প্রদীপ চক্রবর্তী
বরং সে আসুক তবে…!
.
অশেষ ধন্যবাদ আপনাকে।
স্বপ্ন নীলা
পড়লাম আপনার সুন্দর এবং অনবদ্য কবিতাখানি। ভাল লাগলো। আরো লিখুন দুহাত খুলে—শুভকামনা রইল
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ আপনাকে।
মনির হোসেন মমি
অপেক্ষা যেন তর সইছেনা।প্রিয়তমার আগমনে চমৎকার কবিতা।খুব ভাল হয়েছে দাদা।
প্রদীপ চক্রবর্তী
আপনার ভালোলাগা আমার প্রাপ্ত।
ধন্যযোগ,দাদা।
তৌহিদ
আপনার কবিতা বরাবরই মনে ভালোলাগার জন্ম দেয়। অপেক্ষার অবসান হোক এটাই কামনা। ভালো থাকুন সবসময়।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
সাধুবাদ,দাদা।
আরজু মুক্তা
শূন্যতা গুলো পূর্ণতা পাক।
কেমন জানি ঘোরলাগা একটা কবিতা।
দারুণ।
শুভকামনা
প্রদীপ চক্রবর্তী
পূর্ণতার আশায়।
ধন্যবাদ,দিদি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অতীব ভাবগাম্ভীর্য পূর্ণ প্রকাশ
শুভকামনা রইল।
প্রদীপ চক্রবর্তী
ধন্যযোগ।
ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
এতো সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেন যে প্রতিটি কবিতায় সৌন্দর্যের পশরা মেলে ধরেন। আবেগে ভেসে যেতে ইচ্ছে করে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
প্রদীপ চক্রবর্তী
আপনার সুন্দর ও অনুপ্রেরণামূলক মতামতের জন্য সাধুবাদ জানাই।
ভালো থাকুন, দিদি।
ইঞ্জা
সে নিশ্চয় আসবে, প্রতিক্ষার অবসান হবে দাদা।
অসাধারণ প্রকাশ, সাথে মুগ্ধ চয়ন।
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ, দাদা।
আপনার জন্য রইলো অনেক শুভকামনা।
ইঞ্জা
ভালোবাসা জানবেন দাদা