
( সোনেলা ব্লগে এক বছর পূর্তি আমার, সকল বন্ধুদের অভিনন্দন )
কবিতার তুমিকে খোঁজতে গিয়ে আমি
ঘুরে এলাম হিমালয়ের প্রান্তর
তুমিতেই তুমি নেই, ধুসর মন্থর
স্টোন ফরেস্টের চুঁড়ায় চোখ রাখি
ধবল ঝাউ গাছের ন্যায় বর্নীল
মনের গহীনে প্রকৃতি জাগে
প্রাকৃতিক রীতি ধারায়, হিম আবরণে
তুমি হীন গাঁথা গল্পে ।
দুর হতে ভেসে আসে ঢেউ
চুমে যায় বালি মাখা তীরে
আলপনা মুছে যায়, জলের গভীরে
সেথায়ও খুঁজে ফিরে এসেছি
পাইনি দর্শন, তুমি কোথায় ???
ঝরা শিউলির গল্পে, গেঁথেছি মালা
এক রজনীর স্মৃতিতে, তোমাকে খুঁজে পেতে
বিলীন হয়েছি প্রতিনিয়ত,, ভোরের আলোতে
তবুও পাইনি তোমাকে, মরিচিকার বাহিরে ।
তুমি বড়োই তুমিময়, অন্তরে অন্তস্থলে
চিন্তায় চেতনায়, অদৃশ্য মহলে
কবিতায়, উপমায় সীমাবদ্ধ আদলে
তুমি হতেই তুমি থাকো আড়ালে ।।
রচনা কাল ঃ ১৩/১০/২০
ঢাকা
২২টি মন্তব্য
শামীম চৌধুরী
বর্ষপূর্তিতে অভিনন্দন ও শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
মনির হোসেন মমি
বর্ষপূর্তীতে অভিনন্দন জানাই।।
কবিতায় কবি-সোনেলার স্মৃতিতে স্মৃতিময় হয়ে থাকবেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
ইসিয়াক
বর্ষপূর্তিতে অভিনন্দন রইলো। কবিতায় ভালো লাগা।
আপনার পথচলা আরো দীর্ঘ হোক। ভালো থাকুন সবসময়।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
অসাধারণ কথামালায় চমৎকার
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
জিসান শা ইকরাম
একবছর পূর্তিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কামরুল ভাই।
এই এক বছরে পোষ্ট দিয়েছেন ৯৯ টি। আর একটি পষ্ট হলেই বছরপূর্তি আর শততম পোষ্ট একসাথেই হয়ে যেতো।
আগাম শুভেচ্ছা শততম পোষ্টের জন্য।
শুভ কামনা,
শুভ ব্লগিং।
কামরুল ইসলাম
আজ দিবো শততম পোস্ট।
ধন্যবাদ ও অনেক শুভ কামনা আপনার জন্য।
আরজু মুক্তা
অভিনন্দন।
মিষ্টি খাওয়াচ্ছেন কবে?
অপেক্ষায় থাকলাম।
কামরুল ইসলাম
অচিরেই খাওয়াবো
ধন্যবাদ সহ শুভ কামনা
মোঃ মজিবর রহমান
কামরুল ভাইকে বর্ষপুর্তিতে আন্তরিক সোনালীয় শুভেচ্ছা। ১০০ তম পোষ্টের আগাম শুভেচ্ছা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
অভিনন্দন ও শুভেচ্ছা বর্ষপূর্তি তে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরাম
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা ও অভিনন্দন এক বছর পুর্তির 🌹🌹
এই “তুমি”টা দেখছি আপনাকে ভালোই দৌড়ের উপরে রাখে! ৯৯ টা পোস্ট লিখিয়ে দিলো তবুও আপনার “তুমি” ধরা দিচ্ছে না!
কামরুল ইসলাম
তুমি টা ধরা না দিলেই তো ভাল,
আরো পোস্ট বেড়ে যাবে
তুমির পিছু ছুটে ছুটে
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
আলমগীর সরকার লিটন
বেশ বলেছেন কবিতাতে অনেক শুভ কামনা রইল কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
সুরাইয়া পারভীন
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন
এবার অন্তত তুমিটা তুমিতে ফিরুক
ভালো থাকুন সুস্থ থাকুন
কামরুল ইসলাম
তুমি তে ফিরে গেলেতো সবই শেষ, তুমির পিছু আর ছুটবো না, বেকার হয়ে যাবো
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা