তুই আমার কেরে !!
তোর জন্য পরাণ পুড়তে
বয়ে গেছে লক্ষীছাড়া
গল্প-কথায় জোৎস্মা রাতে !
বৃষ্টি ভেজা শীতের বিকেল
ওম খুঁজি লেপের ভেতর
স্বপ্ন আসে চোখের পাতায়
মায়া জাগে মনের কোনে !
তোকে আমি ভেংচি দিব
আসবি না আর একটু মনে
লক্ষ্মীছাড়া বড্ড জালাস
যখন তখন দিনে রাতে !
ঐ যে দূরে দষ্যি ছেলে
কপাল পোড়া ছন্নছাড়া
রোজই রাতে বিষের বাঁশি
ভাবনা ভাসে চোখের মাঝে !
তুই আমার কে রে !
তোর তরে পরাণ পুড়তে
বয়ে গেছে হতচ্ছাড়া
বাসতে ভাল এই অবেলায় !
—–লায়লা— ৫ ডিসেম্বর,২০১৪
২৬টি মন্তব্য
অরণ্য
বাহ্! বেশ লিখলেন তো! এতো মিষ্টি করে মানুষ গালও দেই দেখি – ভালোবেসে! বেশ! (y)
স্বপ্ন নীলা
হুমম — একটু লেখালেখির চেষ্টা করলাম — । ভাললেগেছে জেনে ভাল লাগলো
শুভকামনা রইল
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ছন্দে মিলানো সুন্দর কবিতা।অনেক মিছ করি আপনার লেখা।খুবই ব্যাস্ত মনে হয়।ধন্যবাদ। -{@
স্বপ্ন নীলা
উৎসাহিত হলাম মনির ভাই। আমার কাজের ধরণ কেমন যেন — ব্যস্ততায় কেটে যায় বেলা –তাই মাঝে মাঝে সোনেলায় আসা হয় না –কিন্ত মিস করি সোনেলাকে ——আপনার লেখা আমার ভীষণ ভাল লাগে ——শুভকামনা রইল
শুন্য শুন্যালয়
এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলোনা 🙂 একটা গানের লাইন মনে এলো আপনার লেখা পড়ে। এতোদিন ভুলে কেমন করে থাকেন আপু? মিস করি এমন লেখা। খুব সুন্দর।
স্বপ্ন নীলা
হুমম একটু লিখি, কিন্তু অনেক কথাই আসলে মন থেকে লিখি না, এটা সত্যি — সমাজের চারপাশের ঘটনা থেকেই লিখি-আর তুলে ধরার একটু চেষ্টা করি — কঠিণ বাস্তবতার মাঝে একটু রসবোধ আনার চেষ্টা করি আপু–তা না হলে যে জীবন পানসে হয়ে যায় ——
সময় পেলেই আড্ডা দিতে আসি আপু — জীবন আর জীবিকার তাগিদেই ব্যস্ত থাকতে হয় —–
ভাল থেক আপু সব সময়
ছাইরাছ হেলাল
কেউ কারো না হলেও এমন লেখা পড়ে আমাদের ও পরাণ পোড়ে।
বড় লেখিয়েদের লেখা পড়তে পারছি হোক না তা কালে-ভাদ্রে, তাই ই বা কম কিসে!
এ ভাবে ভুলে যাওয়া ঠিক না।
স্বপ্ন নীলা
হেলাল ভাই ! আপনার লেখার আমি একজন ভক্ত। আমি নিতান্ত ছাইপোষা একজন মানুষ। একটু আধটু আচড় কাটি এই যা। আপনার মত বড় মনের মানুষদের উৎসাহ পেলে লেখার আগ্রহটা আরো একটু বেড়ে যায় বৈকি !!
ভাল থাকবেন নিরন্তর
লীলাবতী
আমি আমি য়াপনার লীলাবতী, যদি দস্যি মেয়ে লিখতেন,তাহলে এমন জবাব দিতাম আপু।ভালো লেগেছে খুব।
স্বপ্ন নীলা
হুমম আপনি আমার অন্তরের মাঝে বাস করা বোনটি — যে বোনটি দস্যি মেয়ে হয়ে আমার সব ভালবাসা উজাড় করে নেয় ——–
ভাল থাকবেন আপু —–
জিসান শা ইকরাম
যত পারেন ভেংচি দিন
যত ভেংচি তত কিছু একটা।
কবিতা ভালো লেগেছে প্রিয় ব্লগার।
স্বপ্ন নীলা
জিসান ভাই !! আপনি এই পচা কবিতা পড়বেন ভাবতে পারি নাই !! তাই একটু লজ্জিত হলাম ।
আপনার উৎসাহ পাই বিধায় আমরা সোনেলার ব্লগারগণ লিখতে এত প্রেরণা পাই —–আপনি ভাল থাকুন সব সময়, সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন —
মামুন
ভালো লাগার মানুষের মুখ থেকে যা-ই বের হোক না কেন, তাতে অমৃত সুধা মাখানো থাকে।
খুব সুন্দর কিছু অনুভূতি উপহার দেবার জন্য অনেক অনেক ভালো লাগা রেখে সাথেই রইলাম। (y)
স্বপ্ন নীলা
মামুন ভাই ! এই অশান্ত সমাজে প্রায় সবাই হতাশার মধ্যে আছে — তাই একটু রসবোধ আনার চেষ্টা করেছি মাত্র —- ভাল লেগেছে জেনে ভীষণ খুশি হলাম —
শুভকামনা নিরন্তর
খেয়ালী মেয়ে
দারুন লিখেছেন (y)
তুই আমার কে রে–উত্তরটা কি পেয়েছেন?
স্বপ্ন নীলা
ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ
তুই আমার কে — হুমমম — সোনেলার সকল ব্লগার
আমি সোনেলাকে ভীষণ মিস করি ———
ভাল থাকবেন নিরন্তর
ব্লগার সজীব
সহজ কবিতাটি ভালো লেগেছে খুব আপু।
স্বপ্ন নীলা
ভাইয়া, সহজ কবিতাটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভীষণ ভাল লাগলো
ভাল থাকবেন সব সময়
আবির
কি যে মিষ্টি মিষ্টি লেখা, লক্ষ্মীছাড়া, হতচ্ছাড়া যাই বলুন না কেন পড়তে কিন্তু অনেক ভালো লেগেছে, যার কাছে লেখছেন সেও কতো যে আনন্দ পাবে তা কাউরে বুঝানো যাইবে না। দারুন! রোমান্টিক ও বলন যায়।
স্বপ্ন নীলা
হুমমম — এই ব্যস্ততায় ভরা জীবনে শুধুমাত্র একটু নিজেকে হালকা করতেই এই লেখা। লেখাটা ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো —
ভাল থাকবেন নিরন্তর
বনলতা সেন
খুবই আবেগময় লেখা , আমি অনেকদিন পরে এসেও আপনার লেখাটি পড়ে
অনেক ভাল লাগল। এমন করে কাউকে বলতে পারলে ভালই হত।
স্বপ্ন নীলা
আপনার লেখা যে আমার কি ভাল লাগে তা কি করে বলবো —
ভীষন ভাল লাগলো আপু আপনার মন্তব্য পেয়ে —
ভাল থাকা হোক সব সময় —-
কৃষ্ণমানব
তুই আমার কি কেউ না ?
প্রকৃতির উপর ভর নিজের ভালো থাকাকে বাচিয়ে রেখেছেন !
সবগুলো মন্তব্য পড়ে এটা উপলব্ধি হল , আপনি খুব ব্যাস্ত মানুষ ।
কখনো জীবিকার তাগিদে , কখনোবা প্রয়োজনে ,
কখনো নিজেকে গুটিয়ে নিতে !
‘রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর’ ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ ..
গানটা শুনে দেখতে পারেন !
যদি বা ইচ্ছশক্তিরা প্রাণ খুলে হাসতে শিখায় 🙂
স্বপ্ন নীলা
আপনার এত সুন্দর ও গঠণমূলক মন্তব্য পেয়ে আমার মন ভাল লাগায় ভরে গেল —
এমন করে উৎসাহ পেলে কার না ভাল লাগে
মন ভরে খুশি হলাম
হুমম — রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ’র গানটি শুনেছি তবে আরও একবার শুনতে হবে —
শুভকামনা রইল
প্রজন্ম ৭১
এমন ভালো লেখা কম কম দিলে হয়?
স্বপ্ন নীলা
হুমমম দিব দিব একটু ভাবনার সময় পেলেই লিখব — আর তারপর পোস্ট দিব
শুভকামনা রইল