
বিশ্বের নামকরা একটি হাসপাতাল “পাবনা মেন্টাল হাসপাতাল”।অনেক পরিচিত এটা।আর আমাদের বাংলাদেশের আঞ্চলিক ভাষায় “পাবনা পাগলা গারদ” ওই হাসপাতালে একটা বিখ্যাত ঘটনা বলছি।
তিন বন্ধু ভোম্বল, কম্বল, সম্বল ।অনেকদিন আগে থেকেই মেন্টাল হাসপাতালে ভর্তি।একদিন তিন বন্ধু তুমুল ঝগড়া শুরু করল একপর্যায়ে মারামারি ।তিনজনের একই কথা আমরা সুস্থ হয়ে গেছি আমাদেরকে ছেড়ে দেন।মারা মারির এক পর্যায়ে হাসপাতালের সিনিয়র ডাক্তার প্রবেশ করল।ভিতরে ঢুকে তাদের কান্ড-কারখানা দেখে ডাক্তারের তো মাথায় হাত ।একপর্যায়ে ধমক দিল ।চুপ হয়ে গেল তিনজনই। কি হয়েছে জিজ্ঞাসা করল। তোমরা কি শুরু করেছো? তিনজন একসাথে জবাব দিল আমরা সুস্থ হয়ে গেছি আমাদেরকে এখানে আটকে রেখেছেন কেনো আমাদের ছেড়ে দেন বাড়ি চলে যাব। ডাক্তার বলল ছেড়ে দেন বললেই তো আর ছেড়ে দেয়া যায় না।। তোমাদের পরীক্ষা নেব যদি দেখি সুস্থ হয়ে গেছো তখন ছেড়ে দেবো ।এখন যাও ঘুমাও।কাল সকালে তোমাদের ইন্টারভিউ।।
পরদিন সকালে তিনজনকেই ডাক্তারের চেম্বারে ডাকলো।তিনজন সাজগোজ করে নতুন পোশাক পরে ডাক্তারের চেম্বারে হাজির হলো।ডাক্তার দেখে প্রশ্ন করল কি ব্যাপার সবারই নতুন পোশাক কেন?
তিনজনেরই একসাথে জবাব আমরা চলে যাব আমরা তো সুস্থ তাই নতুন পোশাক ।
ডাঃ=আচ্ছা ঠিক আছে তোমাদের পরীক্ষা নেব তৈরীতো পরীক্ষা দেওয়ার জন্য।
রোগীঃ= তিনজনের একসাথে জবাব হ্যাঁ তৈরি ।আমরা রেডি।
ডাঃ=ভোম্বল এদিকে এসো তোমরা কোন কথা বলবে না চুপ করে দাঁড়িয়ে থাকবে ।
রোগী:= আচ্ছা বলব না।
ডা:= আচ্ছা বলতো ভোম্বল ছয় আর ছয় কত?
ভোম্বল:=এত সহজ স্যার।ছয় আর ছয় “আঠারো”।
ডাক্তার:=গুড!! একদম ঠিক বলেছ।তুমি সুস্থ হয়েছো বুঝতে পারছি ওই পাশে দাঁড়াও।কম্বল এদিকে আসো।কম্বল:= জি স্যার বলেন।
ডা:=বলতো ছয় আর ছয় কত?
কম্বল:=খুবই সহজ স্যার। ও পারেনি আমি পারবো ।ছয় আর ছয় “শনিবার”।
ডাক্তার:= বুঝতে পারছি তুমিও সুস্থ আছো। ওর পাশে গিয়ে দাঁড়াও।সম্বল এদিকে এসো।
সম্বল:=জি স্যার আমি জানি কত।
ডা:=তাই নাকি!! আচ্ছা বল ছয় আর ছয় কত?
সম্বল:=খুব সহজ স্যার ।ছয় আর ছয় ও,,ও,, ও,, (একটু ভেবে)”বারো”স্যার।
ডা:= অনেক ধন্যবাদ। তুমিই সুস্থ্য হয়েছ ।যাও তোমার মুক্তি ।আচ্ছা যাবার আগে বলে যাও কিভাবে বললে তুমি??
সম্বল:=আঠারো থেকে শনিবার বিয়োগ করছি।।
ডাক্তারের মাথায় হাত চোখ কপালে!!!
ডা:=কম্পাউন্ডার!!কম্পাউন্ডার!!
কম্পাউন্ডার:=ইয়েস স্যার।
ডা:=তিনজনকেই গারদে ঢোকাও।।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা । খুব মজা পেয়েছি। ধন্যবাদ আপনাকে হাসানোর জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন। এমন আরো মজার মজার লেখা লিখুন
শামীনুল হক হীরা
ধন্যবাদ।।।
হালিমা আক্তার
আঠার থেকে শনিবার বিয়োগ। খুব ভালো লাগলো। শুভ কামনা।
শামীনুল হক হীরা
ধন্যবাদ
আরজু মুক্তা
হা হা হা। মজা পেলাম
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
সুন্দর হীরা দা
শামীনুল হক হীরা
ধন্যবাদ
রোকসানা খন্দকার রুকু
বাহ দারুন হাসির গল্প। শুধু কবিতা লেখেন কেন ভাই? এরকম হাসির গল্প লিখে আমাদের হাসতে সুযোগ করে দিন। কারন এই জামানায় হাসিই সবচেয়ে মূল্যবান।
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
শামীনুল হক হীরা
এখন থেকে চেষ্টা করব প্রিয় আপু..
আর আমি তো কবি তাই কবিতা লিখি..
গল্প নিয়ে ভাবতে ছিলাম তাই কতদিন বিরত ছিলাম..
অনেক অনেক ধন্যবাদ প্রিয়..
কামাল উদ্দিন
আঠারো থেকে শনিবার বিয়োগ করছি শব্দটায় ব্যপক ভাইটামিন আছে, অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।
শামীনুল হক হীরা
মন্তব্যের জন্য অনেক খুশি হলাম প্রিয়..
আশা করি এভাবেই সাথে থেকে উৎসাহ দিবেন..
আপনার একটি মন্তব্য আমাকে আর একটি লেখা লিখতে সহযোগিতা করবে..
অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা রইল.