
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!
যার বলিষ্ঠ হুঙ্কারই কোটি কোটি জনতাকে
বীর বানিয়ে শত্রুর মাটিতে –
ফেলেছিল বজ্রপাত,
যার আঙ্গুলের কারুকার্য দেখে শয়তানরাও
স্তব্ধ হয়ে যেত আর ভয়ে –
জেগে থাকতো সারারাত।
তাকেই খুঁজি যার অসীম সাহসের গুণে
তুফানের বেগে উচ্ছারিত হয়-
“তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত
থাক,তা দিয়েই শত্রুর মোকাবেলা
করতে হবে”
তাকেই খুঁজি যে দেশের স্বার্থে আপোস
করেনি শত্রুর সাথে কোনদিন-
করেনি মৃত্যুভয়,
ফাঁসির দড়ি সামনে নিয়েও বিচলিত হয়না
দেশের কথা ভেবে জনগণের কথা কয়-
নিজের কথা নয়।
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!
৬টি মন্তব্য
ফয়জুল মহী
নান্দনিক ও সুনিপুন প্রকাশ।
লেখা পড়ে মোহিত হলাম।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর চমৎকার কবিতা। লিখুন আরো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
শামীম চৌধুরী
বিনম্র শ্রদ্ধা।
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা
শামীনুল হক হীরা
thanks
আলমগীর সরকার লিটন
বিনম্র শ্রদ্ধা জানাই কবি দা