
জীবনের শুরুতে যদি
অবহিলত বাতাস বয় নিত্যক্ষণ-
তাহলে তো শেষটাতেও
অবজ্ঞা থাকবেই ! তাই নয় কি?
হয় তো প্রশ্ন করার সময়
থাকবে না- তার আগেই
মাটির ঘাসে ঘুমিয়ে পরবে;
উত্তর শুধু তারার মেঘ
জলজল করবে পূর্ণিমা রাত
কিংবা অনুশোচনা! তাই নয় কি?
প্রণয়ের অরণ্যভূমি বেদনাময়
বাতাসের সু-ঘ্রাণ নেই, প্রাণচঞ্চলতা
নেই- পাখিদের গান শুনা নেই
এভাবে জীবন চলে-এভাবে সংসার হয়-
শুধু মৃত্যুর উপত্যকায় অপেক্ষামান
বলো- তাই নয় কি?
০১ ভাদ্র ১৪২৮, ১৬ আগস্ট ২১
৮টি মন্তব্য
রিতু জাহান
নবাঙ্কুরে যদি ভুল হয় তবে সবকিছু সত্যিই আর সহজে গোছানো হয় না।
আলমগীর সরকার লিটন
জি কবি রিতু আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
হালিমা আক্তার
শূন্য দিয়ে শুরু হলে, শেষটাও শূন্যতায় ভেসে বেড়ায়। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর কাব্যিক নিবেদন কবি দা।
অশেষ মুগ্ধতা রেখে গেলাম।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
আরজু মুক্তা
সুন্দর কবিতা।
শুভ কামনা ভাই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
জীবনের অন্তিম যাত্রা — প্রণয়ের অরণ্যভূমি বেদনাময়
বাতাসের সু-ঘ্রাণ নেই, প্রাণচঞ্চলতা
নেই- পাখিদের গান শুনা নেই
এভাবে জীবন চলে-এভাবে সংসার হয়-
শুধু মৃত্যুর উপত্যকায় অপেক্ষামান
বলো- তাই নয় কি?