
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যে মহাবীর জন্মেছিল ১৭ই মার্চ ১৯২০সাল,
যাঁর অপেক্ষায় বাংলাদেশ রবে অাজন্মকাল।
যে ছিল মুক্তির নায়ক বাংলাদেশের ঢাল,
যাঁর বিরহে বাংলার জমিন কাঁদবে চিরকাল।
যাকে নিয়ে বেগম সুফিয়া কামাল লিখেছেন-
“এই বাংলার আকাশ-বাতাস,সাগর-
গিরি ও নদী,
ডাকিছে তোমারে বঙ্গবন্ধু,
ফিরিয়া আসিতে যদি”।
তাঁকেই খুঁজি যাঁর মাঝে ছিল সাহসের খনি,
যাঁর নামে বাংলায় উঠে আজো জয়ধ্বনি।
যাঁর জন্য বাংলায় আজ সব ধর্মের স্থান,
যাঁর জন্য সুরক্ষিত আজ বাংলাদেশের মান।
ধর্ম নিয়ে যাঁর স্পষ্ট বাণী-“যাঁর যাঁর ধর্ম সে
পালন করবে,কারও ধর্মীয় অধিকারে
হস্তক্ষেপ করতে পারবে না”।
যে সেই সকলের প্রিয় ভালবাসার তাজ
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
৫টি মন্তব্য
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা।
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
আপনার লেখায় মন্তব্য করে যাই কিন্তু কোন প্রত্যুত্তর পাইনা, অন্যের লেখাও পড়েন না মনে হয়। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শামীনুল হক হীরা
আমার ফোনে সমস্যা প্রিয়কবি,
আপনার লেখা আমি সদা পড়ি,,
ধন্যবাদ অনন্ত।
সুপর্ণা ফাল্গুনী
শুনে খুব ভালো লাগলো আমার লেখা নিয়মিত পড়েন জেনে। দুএকটা মন্তব্য পেয়েছি আপনার। সরি ফোনের সমস্যার কথা জানা ছিলো না। মন্তব্য দেয়ানেয়া হলো মেলবন্ধন লেখকদের সাথে, সম্পর্ক টা ভালো থাকে, যোগাযোগ হয়, লেখার ভালো মন্দ বোঝা যায়। আপনার লেখায় ও প্রত্যুত্তর চাই । ভালো থাকবেন সবসময় শুভ কামনা অহর্নিশি