
তোমার মাঝে আমার বিনাশ
তাতে কি যায় আসে
তবুও থাকতে চাই হিরম্ময় হয়ে
স্বপ্নীল আবেশে।
তোমার ঐ কাজল কালো চোখে
যে বিস্ময়, যে মমতা মাখানো মুখ,
রাহুর গ্রাস সেখানে থাকলেও
মরেও সুখ।
তোমার কোমল দেহ পল্লব
নাগিনীর দংশনে বিষ মিশ্রন
তাতে কি?
আমি নিজেইতো জলন্ত অগ্নি
আমাতেই যত কীটের দহন ।
পাহাড়সম কষ্ট, হৃদয় হাহাকার
বিরাজে আমার সর্বত্র,হয়রান পেরেশান
তোমার ভালবাসার আবীরে
হোকনা তার অবসান।
কোমল কামিনি সুহাসিনী
অনিলের নীল নয়ন
অভিশাপ অমঙ্গল কাফনে হোক দাফন
শুধুই কাম্য ইস্পিত চুম্বন।
বল হে স্বর্গের অপ্সরা
আমার কিসে শংকা
পাতাল পুরীর রাজকন্যা
উদ্ধারিব পন
বাজিয়ে বিজয় ডংকা।
আমি অবুঝ,
আমি চীরসবুজ বাঁধন হারা
তোমাতেই সপেছি নিজকে
এ অধর আজ তোমার,
যে ভাবে ইচেছ কর কাটাছেরা।
কাপুরুষ তো নই
যে মরে বার বার
তোমার ভুবনে আলো ছড়াতে
না হয় মরব একটিবার।
কর্ণ বাজে আহাজারি ?
বেদনাপ্লুত আহবান?
আমি তব সর্বসঙ্গী
প্রেম পিয়াসী নওযোয়ান।
কি হবে ভবিতব্যে,
নাইবা ভাবলাম, নির্জনে নিরালায়
থাকনা খনটুকু নিবির আলিংগনে
দুজনার সুপ্ত কামনায় ।
মোম গলে শেষ হয়
শেষ হয় আলো
তোমাতে আমাতে মায়ার বাঁধন
তেমনি না হয় হল।
তুমি যদি দাও ব্যাথা
তাতেই আমি খুশি
জীবনের অন্তিম লগ্নে
তবুও ভালবাসি।
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
পড়ে মন পুলকিত হল। উপভোগ্য লেখা।
আতা স্বপন
ধন্যবাদ!!! সবসময় আল্লাহকে স্মরণ করুন। এসময় বড়ই কঠিন।
ছাইরাছ হেলাল
আমার জন্য মন্তব্য করা খুব কঠিন!!
আতা স্বপন
কঠিন হলেও সেটাতো মন্তব্য হিসেবে পেয়েছি!!! এটাইবা কম কি!!! ধন্যবাদ। ভাল থাকুন । সুস্থ থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
দারুন। তবুও ভালোবাসি – শত শত কষ্ট , আঘাত পাবার পর ও। ভালো থাকবেন। শুভ সকাল
আতা স্বপন
ভালবাসা তো এমনই !!!! ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।
তৌহিদ
অসাধারণ প্রেমের কবিতা। যেন প্রেমিকার সাথে কথোপকথন করছে তার প্রেমিক। ভালো থাকুন ভাই।
আতা স্বপন
প্রকৃত প্রেমিকই বুঝে প্রেমের কবিতার মর্ম!!! ধন্যবাদ !!!! আল্লাহ হেফাজত করুন ।
সুপায়ন বড়ুয়া
“তুমি যদি দাও ব্যাথা
তাতেই আমি খুশি
জীবনের অন্তিম লগ্নে
তবুও ভালবাসি।”
ওয়াও ! ভালবাসার অমোঘ বাণী বলা যায়
শুভ কামনা।
আতা স্বপন
ভালবাসতে যারা জানে- তারাই বুঝে এ বাণীর মানে!!!! ধন্যবাদ!!! শুভ কামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
তোমার কোমল দেহ পল্লব
নাগিনীর দংশনে বিষ মিশ্রন
তাতে কি?
আমি নিজেইতো জলন্ত অগ্নি
আমাতেই যত কীটের দহন…
সুন্দর স্বীকারোক্তি। এভাবেই ভালোবাসা বেঁচে থাক, তবু্ও হোক ভালোবাসা-বাসি।
শুভ কামনা 🌹🌹
আতা স্বপন
ভালোবাসা হবেই যদি ভাল মন পাওয়া যায়।
যদি একটা ভাল মন পাইতাম………………………..
ধন্যবাদ!!! শুভ কামনা !!!
পার্থ সারথি পোদ্দার
ভালবাসার এই গভীরতা দেখে ভালো লাগল।
ভালো থাকুন।শুভ কামনা রইল,ভাই
আতা স্বপন
ধন্যবাদ!!! ভালবাসা গভীরই হয়। গভীরতা যদি না থাকে সেটা ক্ষণিকের ভাল লাগা হতে পারে কিন্তু ভালবাসা নয়। ধন্যবাদ। ভাল থাকুন। এই শুভ কামনা!!
নিরব সাগর
অন্তিম লগ্নেও ভালোবাসি
আতা স্বপন
ধন্যবাদ!!! ভালবাসতে থাকুন। যেভাবে ভালবাসতে হয়। শুভ কামনা ।
হালিম নজরুল
খুব কঠিন কবিতা, আমার কাছে দুর্বোধ্য মনে হচ্ছে।
আতা স্বপন
না সহজতো!!! একজন প্রকৃত প্রেমিকের বাণী এটা। যে শতকষ্ট সহ্য করেও ভালবাসে। ধন্যবাদ!!!