
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে,
চলনে থাকতে চাই তোমাদের পাশে তবু আমি।
মননে ছড়ায়ে স্মৃতি, সুধা সুরে ভালোবাসা চেষে,
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে।
জাগ্রত নিদে কাঁদে হৃদয় যে মুকুরের বেশে!
তাইতো এই আশা ভাবি স্বর্গের সুখ সম দামী।
নিয়তি নিলেও মোরে চিরতরে আঁধারের দেশে,
চলনে থাকতে চাই তোমাদের পাশে তবু আমি।
ছবি : সোনেলা গ্যালারী থেকে।
১৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কর্মেগুণে জেগে থাকুক কবির ইচ্ছা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আরজু মুক্তা
মানুষ মরে গেলেও, ভালোবাসা দিয়ে যে কাজ গিলো সমাজের জন্য করেছে ; তা সমাজ মনে রাখে।
শুভ কামনা
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল চিরন্তন।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
সবাইকেই যেতে হবে আঁধারের দেশে, তবুও কেউ কেউ থেকে যায় স্মৃতিতে অম্লান হয়ে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ।
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
সবাইকে চলে যেতে হবে। তবু কিছু কিছু মানুষ তাদের কর্ম গুনে স্মরনীয় হয়ে থাকবে। শুভকামনা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল চিরন্তন।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
নিয়তি নির্দিষ্ট, তবুও আমাদের অনেক চাওয়া থেকেই যায়।
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
কি আর করা সব তো পাওয়া যায় না। যেটুকু যায় সেটুকুই নিয়তি। শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
হালিম নজরুল
নিয়তির নিয়ম অবধারিত।
তবুও সবাই ভাল থাকুক।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
উর্বশী
শত চাওয়া পাওয়ার মাঝেই নিয়তি নির্দিষ্ট থাকে।এর নিয়ম কখনো ভংগ হয়না। তারপরও সকলেই ভাল থাকুক শুভ কামনা সব সময়।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।