ডায়াবেটিসের রোগীদের খাদ্য নিয়ন্ত্রণে খাবারের গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই পরিমাপ করাটা গুরুত্বপূর্ণ। জি আই হলো গ্লাইসেমিক ইনডেক্স। কোনো খাবার পেটে যাওয়ার পর রক্তে মিশে গিয়ে ঠিক কী হারে রক্তের সুগার বাড়িয়ে দেয়, তারই ইনডেক্স বা সূচক এটি। যে খাবারের জিআই যত কম, তা তত ধীরে ও তত দেরিতে রক্তে মেশে এবং তত কম হারে রক্তের শর্করা বাড়ায়। আবার হাই জিআই খাবার দ্রুত রক্তে মিশে গিয়ে দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিক ও ওজনাধিক্য রোগীদের জন্য ক্ষতিকর। জিআই ৭০ বা তার বেশি হলে সেই খাবারটি হাই জিআই বা উচ্চমাত্রার জিআই খাবার বলা হয়ে থাকে। তবে সুখের বিষয়, বেশির ভাগ ফলমূলই মধ্যম জিআই (৫৬ থেকে ৬৯) বা নিম্ন জিআই (৫৫ বা তার নিচে) মাত্রার। জিআই হিসাব করে একজন ডায়াবেটিক রোগী প্রতিদিন পরিমিত ফল খেতে পারেন।
উচ্চ জিআই ফল: তরমুজ (৮০), খেজুর (১০০)।
মধ্যম জিআই ফল: আম (৬০), পেঁপে (৬০), আনারস (৬৬), কলা (৫৮)।
নিম্ন জিআই ফল: আপেল (৩৪), নাশপাতি (৪১), কমলা (৪০), আঙুর (৪৩), স্ট্রবেরি (৪০)।
জিআই বৃত্তান্ত
বাজারে আজকাল লো জিআই চাল, লো জিআই আটা ইত্যাদি পাওয়া যাচ্ছে। লো জিআই খাবারের দিকে ঝুঁকছেন ইদানীং সবাই। কিন্তু লো জিআই খাবার মানে কী?
জিআই ৫৫ বা তার কম হলে সেটাকে লো জিআই বলা হয়। মধ্যম জিআই হলো ৫৬ থেকে ৬৯। আর ৭০ বা তার বেশি জিআই হলে সেটি হাই জিআই খাবার।
উচ্চ জিআই: সাদা ভাত, আলু, কর্নফ্লেক্স, ময়দা বা সাদা আটা, যেকোনো মিষ্টি খাবার।
মধ্যম জিআই: পরিজ, ভুট্টার তৈরি সিরিয়াল, বাসমতী চাল, সেঁকা আলু, ডাল।
নিম্ন জিআই: বাদাম, পাস্তা, লাল চাল, লাল আটা, দুধ, দই, বেশির ভাগ সবজি, গোটা বীজ ও শস্য।
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কাজের জিনিস,
আগেভাগেই সতর্ক করার জন্য ধন্যবাদ ভাই।
ইঞ্জা
ভালো থাকুন সুস্থ থাকুন ভাইজান।
নিহারীকা জান্নাত
ভাগ্যিস এখনো ডায়াবেটিস হয়নি। হলে এমন মেপে মেপে খাবার খেতে পারতাম না। দুনিয়ায় কত মজার মজার খাবার!!!!
ইঞ্জা
আল্লাহর কাছে শুকরিয়া বলুন দাদীজান।
নিহারীকা জান্নাত
শুকরিয়া 🙂
ইঞ্জা
-{@
মৌনতা রিতু
স্কিন শর্ট দিয়ে রাখলাম। মনে থাকবে না এতো সব।
আমার উনার ডায়েবেটিস। অনেক উপকার হলো।
ও একদম মেনে চলে না। তবে আমি বাসায় মেনে চলি।
ইঞ্জা
মানে তো কেউ না কিন্তু সবার মেনে চলা উচিত আপু।
স্বপ্ন নীলা
প্রিয়তে নিয়ে রাখলাম, প্রয়োজনীয় পোস্ট
ইঞ্জা
ধন্য যোগ
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাই ফাটাফাটি। :c
মনে করিয়ে দিলেন নার্সিং স্কুলের থিসিস আর প্রেজেন্টেশনের কথা। 🙂
ইঞ্জা
আপু আপনারা দোয়া থাকলে আরো বোম ফাটাবো, সবাইরে বুঝাবো আমি ফুস্কি না এটম বোম। :p
ইঞ্জা
আপনার★
নীলাঞ্জনা নীলা
তাড়াতাড়ি ফাটানো শুরু করুন। 😀
ইঞ্জা
:D)
মোঃ মজিবর রহমান
অনেক জানা রইল ভাই।
ইঞ্জা
জেনে রাখা ভালো ভাই।
মোঃ মজিবর রহমান
হুম! ভাল থাকুন।
ইঞ্জা
ধন্যবাদ
মিষ্টি জিন
অনেক ভাল একটা পোষ্ট ।
আপনার দাদা ভাইর কাজে লাগবে।
আপনার ও মনে হয় কাজে লাগবে। :p
ইঞ্জা
সুস্থ থাকুন, সুন্দর থাকুন আপু।
আবু খায়ের আনিছ
সবুজ শাকসবজি ও ফলমূল খান সুস্থ থাকুন।
আমার বাবা মা দুইজনেই ডায়বেটিস এ আক্রান্ত।
ইঞ্জা
উনাদের জন্য দোয়া রইল।
জিসান শা ইকরাম
দরকারি পোষ্ট,
ধন্যবাদ ভাই,
শুভ কামনা।
ইঞ্জা
ভালো থাকবেন ভাইজান।
শুন্য শুন্যালয়
পড়িতো, জানিতো কিন্তু খাওয়ার সময় সব ভুইলা যাইতো 🙁
ইঞ্জা
এতো হিসাব করে আমিও খেতে পারিনা আপু। 😀