ট্রেন

অরুণিমা মন্ডল দাস ২০ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ১১:৫৫:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৯ মন্তব্য

0,,15856213_303,00
ঝঁাকুনিতে উপছে পড়ল।
উনুনের দুধ চরে পরিণত হল
বঙ্গোপসাগরে।
যাই বলতে নেই কেননা বারবার আসতেই হয় জ্বলন্ত আগুনে পুড়তে।
#
পুড়তে ভালো লাগে যতক্ষণ না
চোখ মুখ জ্বলে প্রেসার কুকারে সিদ্ধ
ভাত হচ্ছে
বারুদের অল্প দোলুনির ট্রেনে জার্নিটা টলিউডি ফিল্মের ধামাকাতে দঁাড়ায় ।
বলিউডি মশলার তড়কা হয় না
সিটি বাজার আগেই নেতিয়ে পড়া দেশলাই হয়ে প্লাটফর্মের বুকে থমকে দঁাড়ায়
স্টেশনমাস্টারের হ্যান্ডল ফেরিওয়ালার চিৎকারে রেলের নিরস প্লাস্টিকে পরিণত হয়।

৪৮৩জন ৪৮৩জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ