ঝঁাকুনিতে উপছে পড়ল।
উনুনের দুধ চরে পরিণত হল
বঙ্গোপসাগরে।
যাই বলতে নেই কেননা বারবার আসতেই হয় জ্বলন্ত আগুনে পুড়তে।
#
পুড়তে ভালো লাগে যতক্ষণ না
চোখ মুখ জ্বলে প্রেসার কুকারে সিদ্ধ
ভাত হচ্ছে
বারুদের অল্প দোলুনির ট্রেনে জার্নিটা টলিউডি ফিল্মের ধামাকাতে দঁাড়ায় ।
বলিউডি মশলার তড়কা হয় না
সিটি বাজার আগেই নেতিয়ে পড়া দেশলাই হয়ে প্লাটফর্মের বুকে থমকে দঁাড়ায়
স্টেশনমাস্টারের হ্যান্ডল ফেরিওয়ালার চিৎকারে রেলের নিরস প্লাস্টিকে পরিণত হয়।
৯টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
যাই বলতে নেই কেননা বারবার আসতেই হয় জ্বলন্ত আগুনে পুড়তে… (y)
অরুণিমা
ধণ্যবাদ নীলাদি
ছাইরাছ হেলাল
ভাল ই লিখেছেন,
এভাবে লিখলে সবার জন্যই ভাল!!।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
(y)
অনিকেত নন্দিনী
“যাই বলতে নেই কেননা বারবার আসতেই হয় জ্বলন্ত আগুনে পুড়তে।” অশেষ ভালোলাগা। (y)
শুন্য শুন্যালয়
লাইনটা সত্যিই সুন্দর। লেখার সাথে ছবিটাও দারুন যাচ্ছে।
জিসান শা ইকরাম
ভালোই লিখেছেন (y)
মুহাম্মদ আরিফ হোসেইন
সত্যি কথা হইলো
কবিতা আমার মাথার উপর দিয়ে গেছে।
সারমর্ম বলিয়া দিলে ভালো হয়
খসড়া
ভাল লাগা রেখে গেলাম।