
টাকা,,
জ্বলছে জীবন নিত্য দিন’ই,
মরছে চক্ষুলজ্জা,
মরছে মানব টাকার লোভে
হিংসো প্রতি হিংসা!
নিত্য দিন’ই মরছে বিবেক
সুবিচারে দ্বারা,
মানুষ এখন টাকার পিছু
করছে তাড়াহুড়া!
নিচ্ছে কেড়ে টাকার লোভে
মানুষের ভিতরের মানুষ,
টাকার জন্য হচ্ছে খুন
হচ্ছে কতই গুম.?
জ্বলছে জীবন নিত্য দিন’ই
সচল সমাজ অচল,
ভেঁজাল নোটে বিবেক বুদ্ধি
হচ্ছে সবি অচল।
টাকার নেশায় ভাংছে ঘর
টাকাই টানে মরণ।সঞ্জয় মালাকার //
২৪টি মন্তব্য
রেহানা বীথি
অর্থই অনর্থের মূল। ভালো লিখলেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, ভালো লাগা রইলো।
রোবায়দা নাসরীন
টাকার পিছে দুনিয়া ঘোরে আমি ঘুরলে দোষ কি ??
সুন্দর লিখলেন ।
সঞ্জয় মালাকার
কোন দোষ নেই, যতক্ষণ ঘুরতে পারেন নিজ স্বাধীনতায়,
ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইলো।
নিতাই বাবু
টাকার জন্মদাতা আমি হলেও, টাকার পিছনে আমাকে অহরহ ঘুরতে হয়! বেঁচে থাকার মাঝে টাকাই সকল শান্তি উৎস বলেই মনে হয়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা,
তবে দাদা আমি তা মনে করি না, টাকা বেঁচে থাকার শান্তি হতেপারে কিন্তু উৎসব বলে মনে হয়না।
নিতাই বাবু
টাকা মাটি, মাটি টাকা। টাকার জন্যই এতো কথা।
মোহাম্মদ দিদার
বেশ সুন্দর বাস্তবিক উপস্থাপন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইজান ভালো লাগা রইলো।
আরজু মুক্তা
টাকা মাটি, মাটি টাকা।
সঞ্জয় মালাকার
হু – ঠিকই বলে দিদি,
টাকা মা, মাটিই টাকা।
ধন্যবাদ দিদি ভালোলাগা রইলো।
শাহরিন
টাকা খারাপ নয় মানুষ খারাপ। মানুষ এর সঠিক ব্যাবহার করে না বেশির ভাগ সময়।
সঞ্জয় মালাকার
একদম আমার মনের কথা বলছেন দিদি,
আমারাা মানুষই খারাপ,
ধন্যবাদ দিদি ভালো লাগা ও ভালোবাসা রইলো।
মোঃ মজিবর রহমান
টাকা নই অহেতুক স্বপ্নবাসনাই মানুসকে ডুবাচ্ছে। মরব জেনেও মনে করে কত কিছুই হব। কিন্তু কেউ শিউর পারবে, কয়েক মুহুরতের পরে থাকব কিনা এই প্রফুল্ল ধরায় পারবেনা। তবুও মানুস অন্যায় করছে।
সঞ্জয় মালাকার
সত্যি বলছেন দাদা, অন্যায় এখন টাকার কিনা গুলাম।
ধন্যবাদ দাদা শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
টাকা লাগবে জানি অন্যাএর ক্ষঅতি করে তা মানতে রাজি নই। ধন্যবাদ দাদা
সাবিনা ইয়াসমিন
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকার গুরুত্ব অসীম। আবার অর্থকে অনর্থের মুল বলা হয়। আসলে প্রয়োজনকে যেমন অস্বীকার করা যায়না, তেমনি দরকারের বেশি হলে তার ক্ষয়-ক্ষতির পরিনামও নিয়ন্ত্রন করা যায়না।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
দিদি আপনার মন্তব্যে আমি সহমত,
শুভেচ্ছা রইলো দিদি অফুরন্ত।
মনির হোসেন মমি
টাকা ইজ সেকেন্ড গড। সুন্দর অনুভুতি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইজান
শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
তৌহিদ
বাহ! ভালো লিখলেনতো দাদা!!
সঞ্জয় মালাকার
দাদা সবি আপনাদের অশীর্বাদ,
ধন্যবাদ দাদা শুভকামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
ভালো লেখনী দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা,,