তোমায় আমি ঝরা পাতার কাব্য শুনাব
এস,
ঝুম ঝুম স্বরে ঝরে পড়ে ওরা, পাশে
বস।
তুমি পরে আছ আজ ফড়িং রঙ্গের শাড়ি
ভেবোনা,
মেঘগুলো সব সুবোধ বালক, ফিরছে ঘরে
ছোঁবেনা।
পিঠের উপর শেষ বিকেলের রোদ
যেন,
আঁচল হয়ে জড়িয়ে আছে তোমায়,
কেন,
মিথ্যে পাচ্ছ ভয়, অন্ধকারের এখনও কিছুটা
বাকি,
কাটুকনা আরও কিছটা সময় হাতেতে হাত
রাখি।
নাকের ডগায় জমছে ঘামের
শিশির,
এ যেন রঙ্গিন সূরায় মত্ত কোন ঘুম হারা এক
নিশির।
সাঁঝের বাতাস চাইছে তোমায়, তুমি রাখছো আঁচল
টেনে,
যেন গোধুলি আকাশ সন্ধ্যা শালিক, ওরাও তোমায়
চেনে।
তোমায় দেখি তোমায় আঁকি, কাব্য লেখার
ছলে,
মনের গদ্য সাজিয়ে রাখি তোমায় দেব
বলে।
ভালবাসি বলতেই এত লজ্জা পাচ্ছ
কেন,
অধর খানা রক্ত জমে, সিঁদূর হল
যেন।
থূতনিটাতে ভাঁজ পড়েছে চোখ যে
পলক হীন,
এ যেন এক কঠিন কাব্য ভাষাটাও
অচীন।
হাত বাড়িয়ে দিলাম তোমায় হাতটা ধর
আমার,
ভরসা রাখ ফাগুন বেলায়, ঘর সাজাব
তোমার।
গদ্য-পদ্য হাওয়ায় ভাসাই, ছিঁড়ে করি
কুটি-কুটি,
তুমিই আমার নতুন কাব্য, আর সকলের
ছুটি।
১২টি মন্তব্য
হাইড্রোক্লোরিক এসিড
;?
সীমান্ত উন্মাদ
থুতনি চুলকান কেনু? ;?
মা মাটি দেশ
এস,বস।ভেবোনা,ছোঁবেনা।যেন, -{@ (y)
সীমান্ত উন্মাদ
হুম।
লীলাবতী
আচ্ছা বিশ্বাস করলাম :Worry:
সীমান্ত উন্মাদ
এখন কিত্তাম। :p হা হা। ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
ছাইরাছ হেলাল
মুখে মুখে নূতন কাব্য পেলে হবে?
হবে না ।
সীমান্ত উন্মাদ
কয়দিন পর হেইডাও বন্ধ হই যাইবো ভাই।
শুন্য শুন্যালয়
বাহ বাহ দারুন… 🙂
আপনাকে একটা অনুরোধ করার ছিলো।। উন্মাদের এক রম্য এখানে দিয়েছিলেন, তারপর থেকেই ভাবছি, বাকি লেখা গুলো পড়তে চাই, এখানে দেয়া যাবে?
বিশেষ বিবেচনার অপেক্ষায় শুভ কামনা -{@
সীমান্ত উন্মাদ
বিশেষ বিবেচনা লাগবেনা ভাই। এখানে দেওয়া ২২ টা লিখার মধ্যে ৭টা লিখা বিভিন্ন সময়ে উন্মাদে এবং আলপিনে প্রকাশিত। প্রথম দিকে আমি জানাতে চাইনি যে এক সময় আমি উন্মাদের সাথে ছিলাম। যাইহোক, উন্মাদে প্রকাশিত অনেক লিখাই এখন আর আমার কাছে নেই। আমার ৩টা পাঙ্ডুলিপি হারিয়ে গেছে, একটা সিরিজ লিখা অরন্যকের ভালোবাসা একটি রম্য প্রেমের উপাখ্যান শিরোনামের ডাইরি সহ।কোথাও পাই নাই আর। তবুও যেই কয়টা আছে আমার কাছে তা দিবনে কোন একদিন অবশ্যই।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
জিসান শা ইকরাম
ছন্দ মিলানো লেখা ভালো পাই 🙂
সীমান্ত উন্মাদ
আপনার ভালো লাগছে জেনে আমারো ভালোলাগলো মামা।