ঝগড়া ১

অরণ্য ২৫ ডিসেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৭:১৩:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৮ মন্তব্য

নো ফ্রেন্ড,
দিস ইজ নট ফেয়ার!
ইউ ডু হোয়াটেভার ইউ ডু
আই ডন্ট কেয়ার!

বন্ধু বলছি বলে
তুমি  যা খুশি তাই করবে!
নো, প্রভুও সইবে না
মরবে, তুমি মরবে।

কেনই বা যে তুই এসেছিলে
আমিই বা ছিলাম কেন!
মোটেও আমি ঠিক করিনি, নো!
এখন বুঝছি যেন।

গ্রেট!
ইউ আর মাই এনিমি নাও!
কিসের এত মিষ্টি কথা?
যাও! জাহান্নামে যাও!

হুম! যাও।
জাহান্নামেই যাও!

 

 

 

৫০২জন ৫০২জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ