মানুষগুলোর সেন্স কেমন যেনো দিন দিন ননসেন্স এ রুপান্তরিত হচ্ছে। মহামান্য হাইকোর্ট থেকে রায় হয়েছে জয়বাংলা কে জাতীয় স্লোগান করার। প্রেক্ষাপটে বলা দরকার দেশ স্বাধীনের আগ এবং পর মুহুর্তে সারা বাংলায় একটাই স্লোগান ছিলো জয় বাংলা। ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জয়বাংলা স্লোগানটি ছিলো বাংলার জাগরণের প্রতিক এবং মুক্তিযুদ্ধকালে অন্যতম প্রেরণা। এমনকি ১৯৭১ সালের ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধিনতার ঘোষণা পত্র পাঠ করেছিলেন তার শেষেও তিনি জয় বাংলা বলেছিলেন। একমাত্র রাজাকার গুলো ব্যতিত সকল বাংগালীর প্রানের স্লোগান ছিলো জয় বাংলা।
ইত্যাদি বিষয় সমুহ পর্যালোচনা ও বিবেচনা করে ১০ মার্চ ২০২০ মহামান্য হাইকোর্ট জয় বাংলা স্লোগানটি কে জাতীয় স্লোগান হিসেবে রায় প্রদান করে।
এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে কিছু শ্রেণির গাত্রদাহ। কিছু অশিক্ষিত মূর্খ ব্যক্তি বিষয়টির আদ্যোপান্ত না জেনে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে টানাহেঁচড়া করা শুরু করে দিয়েছে। হয়তো জয় সলিমুদ্দিন বা কলিমুদ্দিন হলেই ভালো হত!
আবার কেউ কেউ এটাকে বারাবাড়ি মনে করছেন, কিছু মানুষ এমন এমন কথাও বলছেন যা শুনলে মনে হবে এখনো রাজাকারগুলো বেঁচে আছে অথচ নিশ্বাস নেয় এই বাংলায়। পাকিস্তানিরা এদেশ ছেড়ে চলে গিয়েছে সত্যি কিন্তু রয়ে গেছে তাদের দোসর।
তাদের জ্ঞাতার্থে আমার বলার কিছুই নাই, শুধু একটা কথাই বলতে চাই “প্রতিদিন সকালে ১০০ গ্রাম করে কাজু বাদাম, আর কিসমিস খাবে” তাহলে যদি বুদ্ধির দরজা একটু খোলে তা না হলে আজীবন মাথা মোটাই রয়ে যাবে। কোনটা ইতিহাস আর কোনটা চাপিয়ে দেয়া বস্তু তা তোমাদের বোঝার মত ক্ষমতা এখনো হয় নাই।
সর্বোপরি দলমত নির্বিশেষে #জয়বাংলা কে জাতীয় স্লোগান বানানো এটা ছিলো সময়ের দাবি। জয় বাংলা বলার সাথে সাথে আমার নিশ্বাস বড় হয়ে যায়, গর্বে বুক ফুলে ওঠে। মনে পড়ে যায় ১৯৬৯, ১৯৭১। মনে পড়ে যায় ৩০ লক্ষ শহীদ ও স্বাধীনতার কথা। জয় বাংলা মানে একটি স্বাধীন ভূখণ্ড। জয় বাংলা মানে লাল সবুজের পতাকা। জয় বাংলা মানে আমার বাংলা ভাষা। জয় বাংলা মানে আমি, আমার সন্তান, আমার পরিবার আমার মাটি আমার দেশ। জয় বাংলা মানে আমার শরীরের প্রতিটি রক্ত বিন্দু!
#জয়বাংলা
১০-০৩-২০২০
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
ভাল লেখেছেন
সিকদার সাদ রহমান
ধন্যবাদ
ইঞ্জা
দারুণ লিখেছেন ভাই, যাদের জয় বাংলা শ্লোগানে চুলকানি আছে তাদের এখন বুদ্ধি খোলার দরকার, নাজয় পাকিস্থানে গিয়ে মরুক।
বেশ ভালো লিখেছেন ভাই, জয় বাংলা।
সিকদার সাদ রহমান
তাদের জন্যেই কাজু বাদাম খালি পেটে প্রতিদিন এক বেলা।
ইঞ্জা
একদম ঠিক বলেছেন, শুধু কাজুর জায়গায় কাঁঠাল পাতা হলে ভালো হয়। 😜
সুপর্ণা ফাল্গুনী
সত্যি বাঙালির জন্যই জয় বাংলা উচ্চারিত হতো। বাংলা দিয়ে বাঙালি, বাংলা ভাষা সবকিছু বোঝানো হতো। ধন্যবাদ আপনাকে ।
সিকদার সাদ রহমান
এজন্যেই জয় বাংলা
সিকদার সাদ রহমান
জয় বাংলা
সুপায়ন বড়ুয়া
একাত্তরের পরাজিত শত্রুরা এখোনো আছে বেঁচে
২১ বছর ক্ষমতায় ছিল জনতার পা চেটে
তাদের কাছে জয় বাংলা আজ ও বিষের মতো লাগে।
শুভ কামনা।
সিকদার সাদ রহমান
হ্যা এখন তাদের গা জ্বলে যায়।
ত্রিস্তান
জয় বাংলা কোন বিশেষ শ্রেণী গোষ্ঠীর স্লোগান নয়। ১৯৭১ এর আগে পরে যারাই জয় বাংলা স্লোগান কে কুক্ষিগত অথবা বিলুপ্ত করতে চেয়েছে তারাই এই দেশ ও জাতির শত্রু। জয় বাংলা।
সিকদার সাদ রহমান
জয় বাংলা সারা বাংলার মানুষের প্রানের স্লোগান
মনির হোসেন মমি
জয় বাংলা শ্লোগানটির উপর দিয়ে অনেক ট্যাঙ্ক গেছে যাক শেষ পর্যন্ত তা কার্যকরী আদেশ আসাতে আমরা গর্বিত।এখন দেখার বিষয় দেশে অবস্থিত স্বুল গুলোতে কতটা প্রয়োগ হয়।
সিকদার সাদ রহমান
অবশ্যই গর্বিত। জয় বাংলা।
মোঃ মজিবর রহমান
সিকদার ভাই এরা বোঝেনা তা নয় কিন্তু এরা ১৯৬৯-১৯৭১ সালেও এইরকমই ছিল এখন তাদের দোসর একই রকম আছে। এরা বুঝেও তরর করে যাবে এবং সুজোগ পেলে আবার মাথা নাড়া দেবে। এরা অল অয়েজ জারজ।
সিকদার সাদ রহমান
এইগুলারেই চিহ্নিত করা দরকার।
মোঃ মজিবর রহমান
লাভ নেই, যারা রক্ষা করবে তারাই এদের ঘিয়ে ভাজা হচ্ছে।
হালিম নজরুল
প্রাণের শ্লোগান
সাবিনা ইয়াসমিন
জয় বাংলা নিয়ে যত মতবিরোধ, তাতে নির্দ্বিধায় বলা যেতে পারে পাকিস্তানিরা এদেশ ছেড়ে চলে গেলেও তাদের জারজ গুলোকে নিতে ভুলে গিয়েছিলো। নয়তো একটি স্লোগানকে জাতীয় মর্যাদা দেয়ার জন্যে হাইকোর্টে যেতে হয়! তাও দেশ স্বাধীন হওয়ার এত বছর পর!!
বাংলা যদি রাষ্ট্রীয় ভাষা হতে পারে, বাংলা যদি বাঙালির মাতৃভাষা হতে পারে, বাংলাভাষা যদি আন্তর্জাতিক ভাষা দিবসের খেতাব পেতে পারে, তবে জয় বাংলা স্লোগান কেন আমাদের জাতীয় স্লোগান হতে পারবে না!?
সমসাময়িক লেখা অত্যন্ত ভালো লিখেছেন সাদ।
আরও লিখুন, নিয়মিত লিখুন।
শুভ কামনা অবিরত 🌹🌹
সিকদার সাদ রহমান
এটাই দুঃখ। আমরা সব বুঝি কিন্তু তালগাছ আমারই চাই। দেশ এখন দলে বিভক্ত। দল বিভক্ত লোভে।