জ্ঞানীর স্বপ্ন

বোরহানুল ইসলাম লিটন ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার, ১১:৫২:৩২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

মন গহীণের স্বপ্ন খাসা
জ্ঞান গরিমায় গড়লে বাসা
কেউ কভু কি শুদ্ধ আশা
রুখতে পারে তার,
হয় যদি তা পদ চলনে
মন জীবনের সার?

 

থাক যত বীজ অনাদরে
হোক ঘরে বা ছাই পাগাড়ে
অঙ্কুরী আশ যায় কি মরে
কিংবা খরায় মন,
জাগ্রত বা সুপ্ত শ্বাসে
রয় যদি তার ভ্রুন?

৭২৩জন ৬৪১জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ