
আবদ্ধতার দিন গুলোতে
জেগে উঠে স্বপ্ন,
নয়নে ছলকে উঠছে নিরন্তর ব্যকূলতা-
তুমি বড় নিঠুর প্রিয়তমা!
নাজুক মনে ক্রমাগত প্রণয়ে অবক্ষয়
তুমি হারিয়েছ ফাগুনের আনন্দে!
প্রতি বিন্দু, শব্দের ব্যবহার
সবি তো তোমার দেয়া উপহার,
প্রিয়মুখ – প্রিয়তমা – হৃদয়ে শুধু হাহাকার?
প্রিয় তামা আবদ্ধতার দিনগুলোতে
জেগে উঠে স্বপ্ন,
সৃতির পাতায় শব্দ ক্রমাগত।
ফাগুন মাসে গোধূলি লগ্নে
ক্রমাগত জ্বলছে দাবানল
বর্জনের আহ্বান জানিয়ে বিদায় নিয়ে
কি আনন্দে করছ আলিঙ্গন!
প্রিয়মতা আমি তো দুরন্ত পৃথিবী –
নতুন পৃথিবী দেখিবার অপেক্ষায়,
অশ্রু মুছে রয়ে যাবো সৃতির মোহনায়!
প্রিয়তমা আবদ্ধতার দিনগুলোতে
পুড়ে পুড়ে হয়ে যাবো ছাই,
তুমি রবে সৃতি জুড়ে অমরত্ব
না পাওয়ার আকুতি ঝর্ণায়।
প্রিয়তমা আরও কণ্ঠিত আণত নয়ন
শিউরে উঠে নৈঃশব্দ দহন,
তুমি-তো একান্ত একাগ্রতায় পরস্পরকে চিনে নেবে –
প্রেম পিপাসিত হয়ে-!
আমি না হয় থাকিবো নির্লজ্জ বেদনা লয়ে।
ছবি সোনেলা ব্লগথেকে শোয়ার /
২৮টি মন্তব্য
সুরাইয়া পারভীন
সবার ই হয়তো একজন প্রিয়মুখ প্রিয়মানুষ থাকে। তার জন্য/তাকে ঘিরে সৃষ্টি হয় অজস্র শব্দমালার। সুন্দর সুন্দর কবিতার।
দারুণ লিখেছেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা প্রথম মন্তব্যে মুগ্ধতা ,
সকাল বেলার শুভেচ্ছা রইলো,
আপনিও ভালো থাকবেন সুস্হ থাকবেন শুভ কামনা রইলো।
প্রিয়মুখ প্রিয় মানুষ শুধু শব্দে লুকিয়ে আছে,
হালিম নজরুল
শুভকামনা রইল।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইলো।
শুভ সকাল বেলার শুভেচ্ছা জানিয়ে গেলাম।
ফয়জুল মহী
নান্দনিক লেখনী ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় দাদা, শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
জেগে উঠুক স্বপ্নরা। প্রিয়রা ভালো থাকুক। শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি, কৃতজ্ঞতা,
আপনি ভালো থাকবেন শুভ কামনা রইলো।
ইঞ্জা
সুন্দর প্রকাশ, বেশ ভালো লিখেন আপনি, শুভকামনা রইলো দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা,
ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা, মন্তব্যে মুগ্ধতা,
দাদা আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা।
ইঞ্জা
শুভেচ্ছা অশেষ
সুপায়ন বড়ুয়া
“প্রিয়তমা আবদ্ধতার দিনগুলোতে
পুড়ে পুড়ে হয়ে যাবো ছাই,
তুমি রবে সৃতি জুড়ে অমরত্ব
না পাওয়ার আকুতি ঝর্ণায়।“
প্রিয়তমার প্রতি এত আকুতি লক্ষন ভালো নয় কিন্তু।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা, মন্তব্যে মুগ্ধতা।
ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
জিসান শা ইকরাম
খুবই ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ভাইজান,
আপনাকেও অনেক অনেক শুভ কামনা!
ছাইরাছ হেলাল
আবদ্ধতার দিনগুলোতে একটু বেহায়াপনা কিন্তু মন্দ না!!
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা,
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
রোমাঞ্চে ভরপুর লিখা
দারুন
প্রিয় তামা আবদ্ধতার দিনগুলোতে
জেগে উঠে স্বপ্ন,
সৃতির পাতায় শব্দ ক্রমাগত।
ফাগুন মাসে গোধূলি লগ্নে
ক্রমাগত জ্বলছে দাবানল
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় বাবু ভাই,
সকাল বেলার শুভেচ্ছা রইলো।
নীরা সাদীয়া
আবদ্ধ দিনগুলোতে কাব্যচর্চা চালিয়ে যান।
সঞ্জয় মালাকার
চলছে দিদিভাই আজীবনখাড়া ডণ্ড।
ধন্যবাদ দিদি কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা,
ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো।
তৌহিদ
বেদনা নিয়ে থাকার দরকার কি!! নির্লজ্জ প্রেমিকার মান ভাঙালেই হয়!! যদিও প্রেমিকারা সবাই অবুঝ!
ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
নির্লজ্জ প্রেমিকার মান ভাঙাতে চাই, কিন্তু অভিনয় যে বাড়ছে গো দাদা ,
ধন্যবাদ দাদা কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো।
তৌহিদ
অভিনয়ের আড়ালে থাকে বিমূর্ত প্রেম ☺
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা শুভ কামনা রইলো /
সুরাইয়া নার্গিস
সুন্দর প্রকাশ, বেশ ভালো লেখাটা।
শুভকামনা রইলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা ,
আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।