জেগে উঠে স্বপ্ন

সঞ্জয় মালাকার ৬ এপ্রিল ২০২০, সোমবার, ১০:১৫:১৫পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

আবদ্ধতার দিন গুলোতে
জেগে উঠে স্বপ্ন,
নয়নে ছলকে উঠছে নিরন্তর ব্যকূলতা-
তুমি বড় নিঠুর প্রিয়তমা!

নাজুক মনে ক্রমাগত প্রণয়ে অবক্ষয়
তুমি হারিয়েছ ফাগুনের আনন্দে!

প্রতি বিন্দু, শব্দের ব্যবহার
সবি তো তোমার দেয়া উপহার,
প্রিয়মুখ – প্রিয়তমা – হৃদয়ে শুধু হাহাকার?

প্রিয় তামা আবদ্ধতার দিনগুলোতে
জেগে উঠে স্বপ্ন,
সৃতির পাতায় শব্দ ক্রমাগত।
ফাগুন মাসে গোধূলি লগ্নে
ক্রমাগত জ্বলছে দাবানল
বর্জনের আহ্বান জানিয়ে বিদায় নিয়ে
কি আনন্দে করছ আলিঙ্গন!

প্রিয়মতা আমি তো দুরন্ত পৃথিবী –
নতুন পৃথিবী দেখিবার অপেক্ষায়,
অশ্রু মুছে রয়ে যাবো সৃতির মোহনায়!
প্রিয়তমা আবদ্ধতার দিনগুলোতে
পুড়ে পুড়ে হয়ে যাবো ছাই,
তুমি রবে সৃতি জুড়ে অমরত্ব
না পাওয়ার আকুতি ঝর্ণায়।

প্রিয়তমা আরও কণ্ঠিত আণত নয়ন
শিউরে উঠে নৈঃশব্দ দহন,
তুমি-তো একান্ত একাগ্রতায় পরস্পরকে চিনে নেবে –
প্রেম পিপাসিত হয়ে-!
আমি না হয় থাকিবো নির্লজ্জ বেদনা লয়ে।

ছবি সোনেলা ব্লগথেকে শোয়ার /     

৯৩৬জন ৭৬৭জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ