
বিজয়ের মাস ডিসেম্বর,,
জীবত,,
আমি জীবিত নাকি মৃত,
সত্যের কাছে আমি পরাজিত?
বাস্তব তো অবাস্তব কিছু নয়,
জীবন্ত একটা বিষাক্ত সাঁপের মতো!
ওটা গল্প নয়,সত্য মানুষের জীবন চরিত্র ।
তুমি কি ভাবছ…..দীর্ঘ সময় নিয়ে,
মৃত্যু তোমার হাতের কাছে অপেক্ষারত,
আসতে পারে যখন ইচ্ছে,?
তবে তুমি সময় টুকু সঙ্গে নাও
বাঁচতে শিখো সত্যের রংয়ে,
মিথ্যে কে না বলো,ন্যায় অন্যায় বুঝো,
তুমি মৃত্যুর পরেও বেঁচে থাকবে সবার হৃদয়ে ।
তুমি আমি আমরা সবাই……. জীবিত নাকি মৃত,
দুঃখী কিংবা সুখি,গরীব কিংবা বড় বাবু
আমাদের পরিচয় আমারা মানুষ,
তবে বাঁচতে প্রয়োজন মনুষ্যত্ব বিবেক বুধ,
তোমার আমার কি আছে,নেই তো তেমন কিছু
তাই তো তুমি জীবিত থেকেও মৃত ।
জ্বলন্ত চিতার আগুনে জ্বলছে শরীর,
বিবেক হীন মানুষের আনন্দের দিন।
সঞ্জয় মালাকার/
২৪টি মন্তব্য
শাহরিন
আসলেই দাদা চিন্তার বিষয়!!! আমরা কি জীবিত!!!
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, বিজয়ের সোনালী শুভেচ্ছা ।
নুর হোসেন
আমরা বেঁচে আছি ঠিকেই আমাদের চিন্তা ভাবনা ন্যায় নীতি সবকিছুর মৃত্যু হয়েছে।
-বিজয়ের মাসের শুভেচ্ছা রইলো।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকেও বিজয়ের সোনালী শুভেচ্ছা।
সুরাইয়া পারভিন
চমৎকার লিখেছেন। মৃত পঁচা মনুষ্যত্ব ও বিবেক নিয়ে বেঁচে আছি আমরা। জলন্ত চিতায় শরীর জ্বললেও তাই আমাদের আনন্দই হয়
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি, বিজয়ের সোনালী শুভেচ্ছা।
মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা।
সুপর্ণা ফাল্গুনী
একদম সত্যি কথা। বিবেকহীনতায় আর মনুষ্যত্ব বিলিয়ে আজ আমরা উচ্ছসিত। নেই কোনো অনুশোচনা বিন্দুমাত্র।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি,বিজয়ের সোনালী শুভেচ্ছা। মন্তব্যে মুগ্ধতা।
কামাল উদ্দিন
আমরা জীবিত ঠিকই, কিন্তু আমাদের মানুষত্বের যেই সত্ত্বা সেকানে ঘুণ পোকা বাসা বেধেছ। প্রতিবাদী কবিতার জন্য সাধুবাদ।
সঞ্জয় মালাকার
সুন্দর মন্তব্য জন্য মুগ্ধতা দাদা
বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
ঠিক বলেছেন, জীবিত থেক মৃত,
ন্যায় অন্যায়ের লড়াইয়ে নিষ্পেষিত নিপীড়িত হতে হতে।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা।
মন্তব্যে মুগ্ধতা।
নৃ মাসুদ রানা
জীবিত থাকলেও….
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা।
এস.জেড বাবু
চারিদিকে শুধুই হাহাকার
আমরা জীবিত হয়েও বোধশূণ্য
সুন্দর লিখেছেন
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
মন্তব্যে মুগ্ধতা বাবু ভাই।
মাহবুবুল আলম
মৃত! প্রেতাত্মা হয়ে হাটাচলা করি!
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
মন্তব্যে মুগ্ধতা।
মনির হোসেন মমি
জ্বলন্ত চিতার আগুনে জ্বলছে শরীর,
বিবেক হীন মানুষের আনন্দের দিন।
বিদ্রোহী কবিতা। খুব ভাল হয়েছে।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা বিজয়ের সোনালী শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন ।
মন্তব্যে মুগ্ধতা।
নিতাই বাবু
“মৃত্যু তোমার হাতের কাছে অপেক্ষারত,
আসতে পারে যখন ইচ্ছে,?”
প্রতিদিন মৃত্যুকে স্মরণ করেই বেঁচে আছি মরার মতো।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা শ্রদ্ধে দাদা বিজয়ের সোনালী শুভেচ্ছা। আপনার জন্য শুভ কাম।
অনন্য অর্ণব
ওয়াও… দারুন বলেছেন ভাই।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, বিজয়ের সোনালী শুভেচ্ছা।