জীবিত

সঞ্জয় মালাকার ৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০১:৫৫:৫৬পূর্বাহ্ন অন্যান্য ২৪ মন্তব্য

বিজয়ের মাস ডিসেম্বর,,

জীবত,,

আমি জীবিত নাকি মৃত,
সত্যের কাছে আমি পরাজিত?
বাস্তব তো অবাস্তব কিছু নয়,
জীবন্ত একটা বিষাক্ত সাঁপের মতো!
ওটা গল্প নয়,সত্য মানুষের জীবন চরিত্র ।

তুমি কি ভাবছ…..দীর্ঘ সময় নিয়ে,
মৃত্যু তোমার হাতের কাছে অপেক্ষারত,
আসতে পারে যখন ইচ্ছে,?
তবে তুমি সময় টুকু সঙ্গে নাও
বাঁচতে শিখো সত্যের রংয়ে,
মিথ্যে কে না বলো,ন্যায় অন্যায় বুঝো,
তুমি মৃত্যুর পরেও বেঁচে থাকবে সবার হৃদয়ে ।

তুমি আমি আমরা সবাই……. জীবিত নাকি মৃত,
দুঃখী কিংবা সুখি,গরীব কিংবা বড় বাবু
আমাদের পরিচয় আমারা মানুষ,
তবে বাঁচতে প্রয়োজন মনুষ্যত্ব বিবেক বুধ,
তোমার আমার কি আছে,নেই তো তেমন কিছু
তাই তো তুমি জীবিত থেকেও মৃত ।

জ্বলন্ত চিতার আগুনে জ্বলছে শরীর,
বিবেক হীন মানুষের আনন্দের দিন।

সঞ্জয় মালাকার/

৮৪৮জন ৫৯৬জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ