জীবন-২

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৬ এপ্রিল ২০২১, সোমবার, ১২:০৭:১৯অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
  1. যে মানবের কথায় জীবনকে জেনেছি
            বুঝেছি জীবনের মর্মার্থ,
    তাই আজ গায় জীবনের জয় গান।

মানব জীবনকে সত্যের আলো দিতে
       লোষ্ট্রাঘাতে রুধিরাক্ত  হয়,
জগতে সেই মানব জীবনই মহান।

সেই মহামানবের কথা অনুসারে জীবন গড়লে
ধন্য হবে জীবন,
কিন্তু বর্তমান ফ্যাশনে হবে কষ্ট।

সেই মহামানবের আদর্শ জগতের সেরা
মান তবে দৃঢ়ভাবে,
মানলে হবে না তো কোনো কিছু নষ্ট।
৫৭৬জন ৫০৩জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ