ধরুন আপনার খুব খারাপ সময় যাচ্ছে। অনেক খারাপ সময় যাচ্ছে। বেঁচে থাকার জন্য নূন্যতম যে মানসিক শক্তিটা থাকা প্রয়োজন সেটাও হারিয়ে ফেলেছেন। ভাবছেন সুইসাইড করবেন। সব সমস্যার সমাধান হয়ে যাবে।
ওয়েট, অপেক্ষা করুন। ভাবুন আপনি খারাপ স্বপ্ন দেখছেন রাতের ঘুমে। আপনার খারাপ সময়টা একটা খারাপ স্বপ্ন। ঘুম ভাঙলেই আপনি দেখবেন অনেক সুন্দর একটি সকাল আপনার জন্য অপেক্ষা করছে। হয়তো ঘুম ভেঙেই আপনি দেখবেন কোমল মিষ্টি রোদ, আকাশের নীল। হয়তো দেখতে পাবেন আপনার বারান্দার ফুল গাছটাতে ফুল ফুটেছে। ছোট চড়ুইয়ের বাচ্চার মিহিমিহি আওয়াজও শুনতে পারেন। হয়তো দেখবেন আপনার বাসার কার্নিশের চড়ুইগুলোর ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। কিংবা দেখবেন আকাশ মেঘলা, হালকা মন খারাপ ভাব। আপনি বিছানায় শুয়েই শুনে ফেলবেন অঞ্জন দত্তের,
“তুমি আসবে বলে তাই,
আমি স্বপ্ন দেখে যায়…..
পৃথিবীতে ছোট ছোট অনেক সুন্দর ঘটনা আছে। আপনার প্রথম চাকরির বেতন থেকে মাকে কিছু দিলে তিনি খুশি হবেন। আপনার ভালো রেজাল্টে তিনি একটু কাঁদবেন। আপনার ছোট ভাইবোন আপনার সাফল্য খুশি হবে। আপনার বাবা হিটলার টাইপ, সারাজীবন শাসন করেছেন। আপনার সাথে স্নেহ তিনি কমই দেখিয়েছেন। দেখবেন যখন আপনি কোন ভালো নিউজ দেবেন সেই লোকটা মুচকি হাসি দিয়ে সরে যাবে। খেয়াল করে দেখুন আড়ালে গিয়ে তিনিও চোখের জল মুছছেন।
আপনি রাতে ফোন দেবেন। প্রেমিকার বাসা ছোট, ফোনের শব্দে বাবা জেগে যেতে পারেন। তাই গভীর রাত্রির অপেক্ষা। অনেক রাত হলে আপনি ফোন দিয়ে কুটুসকুটুস প্রেম করবেন। অনেক স্বপ্ন বুনবেন। হয়তো আপনি আপনার বেসুরো গলায় একটি গানও শোনাবেন।
আর আছে আপনার বন্ধুরা। ছ্যাঁকা খেয়ে বসে আছেন। তারা চলে আসবে।
– ব্যাপার না দোস্ত। একটা মেয়েই তো গেছে। আমরা তো আছি। মন খারাপ করিস না। একটা পার্টি দে ছ্যাঁকা খেলি বলে।”
আপনার মন খারাপ থাকবে আর?
সবচেয়ে বড় ব্যাপার এতদিন ধৈর্য ধরেছেন। আর একটু ধৈর্য ধরুন। আপনার খারাপ সময় কেটে যাবে। ভালো সময় আসবে। আপনি মুক্তি পাবেন, মুক্তির আনন্দ পাবেন।
সুইসাইড করলে এসব কি আপনি পাবেন? পৃথিবীর ছোট ছোট সুন্দর ঘটনা এবং মুহুর্তগুলো আপনি কেন মিস করবেন বলুন?
জীবন সুন্দর। জীবনের অনেক গল্প থাকে। অপেক্ষা করুন। ভালো সময়ের গল্পও আসবে।
২৬টি মন্তব্য
লীলাবতী
জীবনটা আসলেই সুন্দর ভাইয়া। খুব সহজ করে বুঝিয়েছেন।
জুলিয়াস সিজার
ধন্যবাদ।
কৃন্তনিকা
হুম…
কথাগুলো বেশ ভাবার বিষয়…
জুলিয়াস সিজার
হুম।
জিসান শা ইকরাম
জীবন থেকে চলে যাওয়া কোন বাহাদুরি কাজ নয়
জীবন একটি সংগ্রাম,লড়াই করে টিকে থাকা
তা সে নিজের সাথেও লড়াই হতে পারে মাঝে মাঝে।
ভালো লেখা।
জুলিয়াস সিজার
ধন্যবাদ ভাইয়া। আমি এখন নিজের সাথেই লড়াই করে যাচ্ছি।
আবু জাকারিয়া
একদম আমার মনের কথাগুলো বলে দিয়েছেন। আমি লিখলে এত সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলতে পারতাম না।
জীবনে ভেংগে পড়া মানুষের জন্য গুরুত্বপূর্ণ পোস্ট।
প্রত্যেক মানুষের জীবনেই খারাপ সময় আসে আর যায়। অতীতে হয়ত ভাল সময় কেটে গেছে, এখন এসেছে খারাপ সময়। খুব খারার সময় চলছে আপনার। আপনি কি করে বুঝবেন, এই খারাপ সময়ের পরেও অনেক ভাল সময় আসতেছে, যে সময়টায় আপনি স্বর্গীয় সুখ অনুভব করতে থাকবেন আর আরো কিছুদিন বেচে থাকার জন্য প্রর্থনা করবেন। সুতারাং অপেক্ষা করুন, দেখবেন ভাল সময় চলে এসেছে একসময়। তখন হয়ত নিজেকে পৃথিবীর সেরা সুখি মানুষ মনে হবে। সুতারাং আগে বাচতে হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে, ধর্য্য ধরতে হবে।
জুলিয়াস সিজার
আমিও ভাল লিখি না। এই ঘষামাজা করি আরকি। ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য। 🙂
খেয়ালী মেয়ে
জীবনটা আসলেই অনেক সুন্দর–আর এই ছোট্ট জীবনে আমাদের এমন অনেক স্মৃতি থাকে যা আমাদেরকে নতুন করে বাঁচতে শিখায়….ভালো লিখেছেন (y)
জুলিয়াস সিজার
ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য। আমি ভাল লিখতে পারি না যদিও।
জুলিয়াস সিজার
🙂
নুসরাত মৌরিন
জীবন সুন্দরতম।
জীবনের চেয়ে সুন্দর আর কিছু নাই।
লেখাটাও সুন্দর হয়েছে। 🙂
জুলিয়াস সিজার
ধন্যবাদ। 🙂
রিমি রুম্মান
কতোটা হতাশার মধ্য দিয়ে গেলে মানুষ এমন সিদ্ধান্ত বেঁছে নেয় ? আসুন, আমরা আমাদের পাশের মানুষগুলোকে বুঝার চেষ্টা করি, পাশে থাকি, বেঁচে থাকার অনুপ্রেরনা দেই।
জুলিয়াস সিজার
মানুষ হিসেবে এটাই আমাদের দায়িত্ব।
শিশির কনা
পারাজিতরাই আত্মহত্যার কথা ভাবে।
জুলিয়াস সিজার
আমাদের উচিত পরাজিতদের সাহস দিয়ে যাওয়া যেন তারা পুনরায় লড়াই করে জয়ী হতে পারে।
জিসান শা ইকরাম
এবার জবব সঠিক স্থানে দেখা যাচ্ছে 🙂 -{@
জুলিয়াস সিজার
ল্যাপটপ থেকে করছি তো ভাইয়া। 🙂
প্রজন্ম ৭১
ভাল লিখেছেন।বেঁচে থাকাটাই অনেক সুন্দর।
জুলিয়াস সিজার
ধন্যবাদ উৎসাহিত করার জন্য। 🙂
জুলিয়াস সিজার
ধন্যবাদ মহান একাত্তর। 🙂
সঞ্জয় কুমার
বাঁচতে হবে বাঁচাতে হবে । ।
শুন্য শুন্যালয়
ছোট একটা ঘটনা মনে পরে গেলো তোর লেখা পড়ে।আমরা দুবোনই একসাথে এস,এস,সি পরীক্ষা দিই। পরীক্ষার রেজাল্ট যেদিন দিলো, সেদিন আমরা দুবোন একটা পিকনিকে গিয়েছিলাম। কোনভাবেই পেপার মেনেজ করতে পারছিলাম না। সন্ধ্যায় যখন বাড়ি ফিরি দেখি আমাদের ঘর রজনীগন্ধার স্টিক দিয়ে সুবাসে ভরা, আর আমার মা-বাবার চোখে পানি। জীবন সত্যিই সুন্দর, শুধু একটু দেখবার মন চাই।
সুন্দর গুছিয়ে লেখা।
জুলিয়াস সিজার
😉
জুলিয়াস সিজার
🙂 ধন্যবাদ দিদি।