জীবন যখন ডাকবাক্স

বোরহানুল ইসলাম লিটন ২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার, ০৬:৫৫:২৮পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

করুণ অক্ষি মেলে জৌলুস বিনে
মলিন বদনে কাঁদে সকাতরে একা,
বাঁধা ছিল সুসময়ে মমতার ঋণে
মিলে না এখন আর সুহৃদের দেখা।

সদা ছিল ভুবনটা মুখরিত গানে
যেন তা ফাগুনে জাগা বাগিচার শোভা,
রাত আছে বাকি তবু বিরহের তানে
কেড়েছে বারিদ বুঝি ইন্দুর প্রভা।

হৃদয় গৃহটা খোশে মশগুল থাকে
যতদিন আশা সেথা জ্বেলে দেয় বাতি,
নিরাশে আঁধারে যদি ঝিঁঝিঁরাও ডাকে
চায় না পোহাতে ভয়ে সহসা সে রাতি।

নিঝুম যামিনী শেষে যদি জাগে ভোর
ফুরাতে চায় কি তবু আকালের ঘোর!!

(ছবি : সোনেলা গ্যালারী থেকে)

৭৭৪জন ৬২৮জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ