জীবন মানে – কড়া রোদে
ঠান্ডা ডাবের আঁশ,
জীবন মানে -স্যার-ম্যাডামের চুলোচুলি
সেই পুরুনো বাঁশ।।
জীবন মানে – চুরি করে
বস্ কে পথে বসানো,
জীবন মানে – ভুজং দিয়ে
বন্ধুর পয়সা খসানো।।
জীবন মানে – পাশের বাড়ীর
ডাগর আঁখি জোড়া,
জীবন মানে – বেকার বাবুর
হন্যে হয়ে ঘোরা।।
জীবন মানে – হরতালেতে
রাস্তা জোড়া ক্রিকেট,
জীবন মানে – ঈদের সময়
বাড়ির পথের টিকেট।।
জীবন মানে – বউয়ের হাতের
মিষ্টি খিলি পান,
জীবন মানে – ‘জীবন জ্বালা’
মাকসুদের সেই গান।।
জীবন মানে – পয়সা মেরে
বাপের হাতে ধরা,
জীবন মানে – তোমার মনের
প্রেমের কড়া নাড়া।।
১৬টি মন্তব্য
নীহারিকা
দারুন হয়েছে। জীবনের এত রুপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
সীমান্ত উন্মাদ
জীবনের সব রুপ এখনো হয়নি দেখা, আছে বাকি অনেক কিছু। স্মৃতিগুলো বেদনা দেয়, চলে শুধু পিছু পিছু। ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
ছাইরাছ হেলাল
আপনি দেখছি জীবনের সত্যি সত্যি মানে বুঝে ফেলেছেন ।
কিন্তু লেখাটি দিয়ে সটকে পড়লে তো হবে না ।
সীমান্ত উন্মাদ
ভাই সটকে পড়ি না। জীবনের বাস্তবতা অনেক কঠিন, সেখানে পেটের দায় একটা বড় অনুভূতি। শুভকামনা জানিবেন নিরন্তর।
আদিব আদ্নান
আর যাই বলেন কড়া কিন্তু একটু সাবধানেই নাড়তে হবে
তা না হলে কড়া কিন্তু খুলে পড়ে যাবে ।
দারুণ লিখেছেন ।
সীমান্ত উন্মাদ
খুললেও অসুবিধা নাই। ডিজিটাল যুগ, এক কলেই লাগাই দিয়ে যাবে। শুভকামনা জানিবেন নিরন্তর।
মোঃ মজিবর রহমান
সবত দিলেন শেষ করে হাতে কিছুইত রাখলেন!
সুন্দর ভাবে ভাব প্রকাশ করেছেন
শুভেচ্ছা অবিরত
সীমান্ত উন্মাদ
আপনার জন্যও শুভেচ্ছা এবং শুভকামনা অবিরত।
শুন্য শুন্যালয়
অনেক অনেক দিন পর পর আসেন… নিয়মিত লিখলে হয়না?
ভালো লাগলো বেশ…
সীমান্ত উন্মাদ
সময়ের বেড়াজালে আবদ্ধ থাকি সারাটা সময়, ফুসরত দেয় না এই জীবন তাই হয় না আসা লিখনির দ্বারে। শুভেচ্ছা এবং শুভকামনা নিরন্তর আপনার জন্য।
লীলাবতী
জীবন মানে – ভুজং দিয়ে
বন্ধুর পয়সা খসানো।। \|/ :p
সীমান্ত উন্মাদ
হা হা। ছোট বেলার এই আর একটা মজা :p :D) । শুভকামনা জানিবেন নিরন্তর।
খসড়া
জীবন মানে আনন্দ বেদনার কাব্য।
সীমান্ত উন্মাদ
কথাখানি সত্য। শুভকামনা জানিবনে নিরন্তর।
আমীন পরবাসী
জীবনের মানে তো জানলাম ভাইয়া। তুখোর কৈশোর ফেলে আসাটা যদি জীবন হয়ে থাকে আমরা এখন কোথায় আছি বলবেন ?এখন যেই সময়টা আমরা পার করছি সেটা কি ?
সীমান্ত উন্মাদ
মাঝে মাঝে স্মৃতির জাবর কাটা, আর জীবন ধারনের জন্য কর্ম পরিবেশে ব্যাস্ত প্রতিযোগিতা। পকেটের সাস্থ্য সমৃদ্ধির জন্য সকাল বিকাল জীবন বাজারে নিজেকে বাজারজাত করন। এই সময়টা ঠিক এরকম। শুভকামনা জানিবেন নিরন্তর।