জীবন মানে – কড়া রোদে
ঠান্ডা ডাবের আঁশ,
জীবন মানে -স্যার-ম্যাডামের চুলোচুলি
সেই পুরুনো বাঁশ।।

জীবন মানে – চুরি করে
বস্ কে পথে বসানো,
জীবন মানে – ভুজং দিয়ে
বন্ধুর পয়সা খসানো।।

জীবন মানে – পাশের বাড়ীর
ডাগর আঁখি জোড়া,
জীবন মানে – বেকার বাবুর
হন্যে হয়ে ঘোরা।।

জীবন মানে – হরতালেতে
রাস্তা জোড়া ক্রিকেট,
জীবন মানে – ঈদের সময়
বাড়ির পথের টিকেট।।

জীবন মানে – বউয়ের হাতের
মিষ্টি খিলি পান,
জীবন মানে – ‘জীবন জ্বালা’
মাকসুদের সেই গান।।

জীবন মানে – পয়সা মেরে
বাপের হাতে ধরা,
জীবন মানে – তোমার মনের
প্রেমের কড়া নাড়া।।

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ