বন্ধন
=====
পাঁচটি তারায় জ্বলজ্বলে আকাশ ছিল এইতো সেদিনও
আচ্মকা খসে পড়ে দু’টো তারা অন্ধকারের জলে
শুধু তিনটি তারা আজো ভেসে আছে সময়ের ভেলায়
সেখানে আজ খণ্ড খণ্ড মেঘ, বেহিসেবি আবেগ।
.
নীল শোক
=======
ডানা ছেঁড়া পাখি সেই থেকে উড়ে না আর সন্ধ্যার আকাশে
তীব্র নীলাকাশের নিচে নীল শোকে ভেসে থাকে সে
শুভ্র তুষারে ডুবে থাকে জীবনের অনুভূতি সকল
জীবন থেমে থাকে একদিন, সেদিন।
## মানুষের মৃত্যু হয়, হয়না কেবল পিতা-মাতার। তাঁরা আছে, তাঁরা থাকে হৃদয়ে সন্তানদের।
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
পিতা মাতার শূন্যতা কোন কিছু দিয়েই পুরন করা যায় না
সবচেয়ে কাছের প্রিয় নির্ভরতা,আশ্রয় থাকেনা আর কাছাকাছি।
পিতা মাতার স্মরণে জোর কবিতা ভালো লেগেছে খুব।
রিমি রুম্মান
ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
অনেক ভাল থাকুন প্রিয় মানুষগুলোকে নিয়ে।
শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
থেমে যাওয়াই নিয়তই,
মেনে নিতে না চাইলেও মানতেই হয়।
আপনারা তিন ভাই বোন বুঝি!!
রিমি রুম্মান
ঠিক ধরেছেন। আমরা তিন ভাই বোন। বাবা-মা’হীন আমাদের বেঁচে থাকা ।
ভাল থাকুন। শুভকামনা।
অরুনি মায়া
আপনারা তিনটে তারা মিলে বাঁচিয়ে রেখেছেন ছিটকে পড়া আরও দুটি তারা কে | আসলেই একেই বলে বন্ধন |
জীবন চিরকাল থেমে থাকেনা আপু, হয়ত ক্ষণিকের জন্য থমকে যায় |
পিতা মাতা বেঁচে থাকেন চিরকাল সন্তানের হৃদয়ে, সন্তানের পরিচয়ে | আমি অমুকের সন্তান, হুম এটাই আমার পরিচয় |
রিমি রুম্মান
জীবন ক্ষণকাল থেমে থাকে, জানি।অতপর আবার চলে। চলতেই থাকে আবারো থেমে থাকবার জন্যে…
শুন্য শুন্যালয়
কিছু বন্ধন আজীবনের। ছোট্ট ছোট্ট মেঘের ভেলায়, কিসের এই অদ্ভূত টান, কি তার রসায়ন কে জানে!! পিতা-মাতা হারায়না কোনদিন, হারাতে দেবেনা বলেই আকাশের তারার সাথে তাদের নিবিড় বন্ধনে জড়িয়ে রাখি আমরা।
কোন কোন দিন সত্যিই জীবনটা থেমে থাকে, স্থানু হয়ে বরফঢাকা পড়ে যায়।
দুটো টুকরো লেখাই ভালো লেগেছে আপু।
রিমি রুম্মান
ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
শুভকামনা আপু। -{@
ব্লগার সজীব
তিন ভাইবোন আর বাবা মা, পাঁচজনের পরিবার হতে বাবা মা না ফেরার দেশে চলে গিয়েছেন। বাবা মা এর মৃত্যু হয়না আসলে,তারা থেকে যান সু-সন্তানের হৃদয়ে।
রিমি রুম্মান
এমন করে ছোট হতে হতে একটি পরিবার বিলীন হয়ে যায়। থাকে শুধু পরের প্রজন্ম আর স্মৃতি…
ভাল থাকুন অনেক। শুভকামনা।
আবু খায়ের আনিছ
জগতের এই এক নিষ্ঠুর খেলার কাছে বরাবরই মানুষ পরাজিত। মৃত্যু স্বাভাবিক বিষয় কিন্তু কিছু মৃত্যু মেনেও সত্যিই কঠিন।
ঠিকই বলেছেন আপু, মানুষের মৃত্যু হয়, হয়না কেবল পিতা-মাতার। তাঁরা আছে, তাঁরা থাকে হৃদয়ে সন্তানদের।
রিমি রুম্মান
আমাদের বাবা মা বেঁচে আছেন আমাদের হৃদয়ে। তিন ভাইবোন এক হলে কেবলই সেইসব দিনের কথা বলি, যখন একটি সুখী সুন্দর পরিবার ছিল। এখন যা কেবলই গল্প…
ভাল থাকুন অনেক পরিবারের সকলকে নিয়ে…
আবু খায়ের আনিছ
শুধুই একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বলার নাই আমার।
অনিকেত নন্দিনী
‘রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে ।
বাবা মা যেখানেই থাকুন না কেন আমাদের অস্তিত্বের মাঝে তারা মিলেমিশে থাকেন।
ভালো থাকবেন আপু।
রিমি রুম্মান
ঠিক বলেছেন। মিশে থাকে সন্তানদের অস্তিত্বে সকল বাবা-মা।
ভাল থাকুন, শুভকামনা রইল।