জীবন থেমে থাকে একদিন

রিমি রুম্মান ২০ জানুয়ারি ২০১৬, বুধবার, ১০:২৪:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৫ মন্তব্য

বন্ধন
=====
পাঁচটি তারায় জ্বলজ্বলে আকাশ ছিল এইতো সেদিনও
আচ্‌মকা খসে পড়ে দু’টো তারা অন্ধকারের জলে
শুধু তিনটি তারা আজো ভেসে আছে সময়ের ভেলায়
সেখানে আজ খণ্ড খণ্ড মেঘ, বেহিসেবি আবেগ।
.
নীল শোক
=======
ডানা ছেঁড়া পাখি সেই থেকে উড়ে না আর সন্ধ্যার আকাশে
তীব্র নীলাকাশের নিচে নীল শোকে ভেসে থাকে সে
শুভ্র তুষারে ডুবে থাকে জীবনের অনুভূতি সকল
জীবন থেমে থাকে একদিন, সেদিন।

## মানুষের মৃত্যু হয়, হয়না কেবল পিতা-মাতার। তাঁরা আছে, তাঁরা থাকে হৃদয়ে সন্তানদের।

৬৬৪জন ৬৬৪জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ