জীবন একটি প্রশ্নবোধক অধ্যায়ের সমীকরন।
..
আত্নহত্যার জন্য ঝাপ দেয়া ব্যাক্তিটাও শেষ মূহুর্তে হাত দুটো উপুর করে দেয়, হয়তো শেষ মূহুর্তে তার বেঁচে থাকার ইচ্ছে জাগে।
..
কোন এক মহৎ ব্যাক্তি বলেছিলেন “আমরা অতৃপ্তি নিয়ে জন্মাই, আবার অতৃপ্তি নিয়েই মরে যাই”।
..
চীনের একজন গুরু তার শীর্ষদের জীবনে সুখী হওয়ার প্রসঙ্গে বলেছিলেন “আমরা হাঁটলে গেলে বসার কথা ভাবি, বসতে গেলে শুয়ার কথা, ফলে যে কাজটি করি তা সঠিকভাবে করতে পারি না, তাই আমরা অসুখী”।
..
অতীতের ঘটে যাওয়া শত ক্ষত বিক্ষত স্মৃতিচারনে, ভবিষ্যতের অনিশ্চিত ভাবনায় আমরা আমাদের বর্তমানকে নষ্ট করি।
..
একটা বানীকথা সবাই হয়তো জানেন “দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে”
..
কথাটা মনে পরায় জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের একটি নাটকে জীবন সম্পর্কে মন ছুঁয়ে যাওয়া ডায়ালগ মনে পরে যায়।
“একজন মানুষ কয়েকটি গাড়ি বাড়ির মালিক হলেই যে সে সুখী হবে এমন কোন কথা নেই, আবার না থাকলেও যে সুখী হবে তেমনও কোন কথা নেই, জীবনে সুখি হওয়া নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর আমরা যা পেয়েছি তা নিয়ে কতটা সন্তুষ্ট তার উপর”
..
জীবনমানে নিজে সুখি, নিজের জীবনকেই সাজানো, ব্যাংক ব্যালেন্স, গাড়ী-বাড়ী।কিন্তু জীবনে পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর প্রতি যে দায়িত্ব আছে তা আমরা কজন ভাবি????
..
মাজে মাজে জীবনকে নিয়ে যখন ভাবি মনে হয় জীবন মানে কিছু অক্সিজেনের অপচয় মাত্র আবার মনে হয় জীবন মানে বিশাল দায়িত্ব সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী গড়ার।
..
জীবনটা অনেক সুন্দর, শুধু সুন্দর্যটা উপলব্ধি করার মানসীকতা প্রয়োজন।
৬টি মন্তব্য
নীরা সাদীয়া
ভাল লিখেছেন। মাঝে মাঝে আমিও তাই ভাবি।
গাজী বুরহান
এ লাইনটা অসাধারণ ছিল…
” অতীতের ঘটে যাওয়া শত ক্ষত বিক্ষত
স্মৃতিচারনে, ভবিষ্যতের অনিশ্চিত
ভাবনায় আমরা আমাদের বর্তমানকে
নষ্ট করি।”
আবু খায়ের আনিছ
সমীকরণ, আত্মহত্যার, শিষ্য, হাঁটতে, স্বৃতিচারণ, ভবিষ্যতের অনিশ্চিয়তায় ( ”ভবিষ্যত অনিশ্চিত” এমন হয় না বরং অনিশ্চিত ভবিষ্যত হতে পারে), বাণী কথা. মাঝে মাঝে, দ্বায়ীত্ব, সৌন্দর্যটা।
এতগুলো বানান ভুল ছোট্ট এই লেখায় তা কিভাবে টাইপিং এরর ধরি বলুন?
জীবন কোন প্রশ্নের সমীকরণ নয়, বরং জীবন সতন্ত্র, প্রশ্নবিদ্ধ সমীকরণ হচ্ছে আমাদের কাজ, বিবেক।
মোঃ মজিবর রহমান
কি পড়ালাম বুঝতে পারলাম না। তবে জিবনের ঘটনা ঘটবেই মেনে নিতে হবেই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
“দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে” -{@ (y)
মেহেরী তাজ
দৃষ্টিভঙ্গি বদলাও জীবল বদলে যাবে – এটা সম্ভবত শীবের একটা বইয়ে পড়েছিলাম!
ভালো লিখেছেন……