
বইয়ের পাতার মতো
জীবন খাতা যেন
ভিন্ন ভিন্ন অধ্যায়ে ভাগ করা।
এক এক অধ্যায়ে লেখা হয়
এক এক স্বপ্ন গাঁথা,
কোনো অধ্যায়ে রকমারি
চিত্র আঁকা যেন এক জলছবি।
কোনো অধ্যায়ে
স্বপ্ন পূরণের ছবি আঁকা,
কোনো অধ্যায়ে
সন্ধি না হয় বিচ্ছেদের কাব্য গাঁথা।
কোনো অধ্যায়ে
পরিবার, পরিজন সংসারের ব্যাস্ততা,
কোনো অধ্যায়ে আবার
রাতের নির্জনতায়, একাকিত্বের
পাঠ পড়ে নেয়া।
কোনো অধ্যায়ে
পাওয়ার আনন্দের জোয়ারে
মিলনের বাজে বীনা,
কোনো অধ্যায়ে
না পাওয়ার বেদনায়
হারায় সুখের তানপুরাটা।
আবার কোনো অধ্যায়ে চলে
শূন্যতা – পূর্ণতারসাদা -কালো আলপনা আঁকা,
কোনো অধ্যায়ে থাকে
প্রাপ্তি – অপ্রাপ্তির খতিয়ান।
শেষ অধ্যায়ে বইয়ের পাতার
শেষ মলাটের মতো ঘটে
জীবনের যবনিকা।।
১১টি মন্তব্য
বন্যা লিপি
অ্ধ্যায় অধ্যায় অধ্যায়……নিরবে বয়ে চলে অধ্যায়ের ভেলা। যার নাম বাস্তবতার লীলাখেলা। এ আর নতুন কী!!
হালিমা আক্তার
সত্যি বলেছেন। জীবন অধ্যায়ের ভেলা নীরবে বয়ে চলে। আমরা শুধু এ ঘাট ও ঘাট করে এগিয়ে চলি। ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
বন্যা লিপি
উঁহু হলো না আপা! আমরাই অধ্যায়গুলো ভেঙে/গড়ে আবার অধ্যায় বানিয়ে বানিয়ে ভেলা ভাসিয়ে চলি।
বোরহানুল ইসলাম লিটন
জীবন মানেই হরেক অধ্যায়ের সমাহার!
আশা-নিরাশার দোলাচলে কখনো জিত
আবার কখনো হয় হার। এভাবেই একদিন সামনে আসে মৃত্যুর দ্বার।
শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্য। মৃত্যুর মাধ্যমে জীবন অধ্যয়ের সমাপ্তি ঘটে। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
যবনিকার অধ্যয়টুকুই শুধু অপরিবর্তিনীয়।
যেখানে শুধুই সময়ের পাথুরে চুপচাপময়তা।
বিশুদ্ধ নিরবতায়।
হালিমা আক্তার
ওই অধ্যায় পরিবর্তন হবার নয়। এ যে অপরিবর্তনীয় এক চলমান সময়। সুন্দর বলেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
শূণ্যতা, পূর্ণতা। প্রাপ্তি- অপ্রাপ্তি মিলেই জীবন।।।
শুভকামনা অশেষ আপা।।
হালিমা আক্তার
সুন্দর বলেছেন সব মিলিয়ে জীবন। তবু প্রাপ্তির হিসাব একটু বেশি করে ফেলি। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রিতু জাহান
জীবনের অঙ্কটা যেনো মেলে না কোনোভাবেই।
সকল অধ্যায়েই আমি দেখি ঐ অর্ধেক গ্লাস ভরা আর খালির মতো।
শেষ অধ্যায়টা কখন যে! বেহিসাবি নাকি হিসেব কষা!
ভাবায় খুব,,
হালিমা আক্তার
জীবনের হিসাব মিলবে কি করে। জীবনের ফাঁক গলে কতো নুড়ি পাথর, ধুলিকণা যায় উড়ে উড়ে। আর শেষ অধ্যায় সেতো কার কখন কিভাবে শেষ হবে কেউ বলিতে নাহি পারে। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।