
তুমি পথের ঠিকানা খুঁজে পথে নেমেছিলে সেই দিন
স্বজনের সুকরুণ আর্তনাদ- দিগ্বিদিক মহাশূণ্যের গভীরতা
আর অন্ধকারের নিকষ কালো জঠরে
যখন কেটে যেত সহস্র নির্ঘুম রাত ।
এক অবিনশ্বর কন্ঠের নিরবচ্ছিন্ন তাড়না বুকে লালন করে
পথে নেমেছিলে প্রাণের মায়া সাঙ্গ করে –
এ কোন ঐশী বাণী নয়, নয় গল্পের সুরম্য পটভূমি ।
আমরা দেখেছি রক্তাক্ত রাজপথ – পঁচাত্তরের ঘৃণা ভরা সেই কালো রাত,
আমরা দেখেছি মিছিলে মিছিলে উত্তাল উত্তপ্ত ময়দান –
রক্তচোষা হায়েনার বুভুক্ষু ক্ষুরদৃষ্টি এই বাংলায় ।
হয়তো আমি থাকবো না; তুমিও না, গত হবে বহু প্রজন্ম
তবে গুলিস্তানের মাটি অনন্তকাল ধরে মনে রাখবে –
সেই ভয়াল একুশে আগস্টের কথা,
কিছুক্ষণের জন্যে যেদিন বাংলার মাটি কেঁপে উঠেছিলো।
তুমি থমকে যাওনি, পিছু হটনি ভুল করেও –
সরে আসনি তোমার দায়িত্ব বোধ থেকে এতটুকু
আজ জন্মদিন তোমার – বাংলার জীবন্ত কিংবদন্তী,
সমগ্র বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ রাজকন্যা,
তোমাকে জানাই সশ্রদ্ধ অভিনন্দন।
১৭টি মন্তব্য
মনির হোসেন মমি
সাহসী প্রধানমন্ত্রী লও হে সালাম।
সাহসের সাথে ঘূণে ধরা মসনদের হাল ধরে
পরিষ্কার করেছো যুদ্ধপরাধীর যত পরগাছা।
শুভ জন্মদিন।
অনন্য অর্ণব
শুভ জন্মদিন প্রিয় নেত্রী।
মোঃ মজিবর রহমান
লও হো লাল সালাম আল্লাহ তাঁর জীবন ঝংকামুক্ত রাকুক। আমিন।
অনন্য অর্ণব
আমীন।
সুপর্ণা ফাল্গুনী
লাল সালাম দেশরত্ন নেত্রীকে। জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি
অনন্য অর্ণব
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ সুন্দর দীর্ঘায়ু কামনা করছি। শুভ কামনা আপনার জন্যেও।
হালিমা আক্তার
জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। একুশে আগস্টের গ্রেনেড হামলার কথা মনে হলে, আজও শিহরিত হয়ে যাই। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।
অনন্য অর্ণব
একুশে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর জন্যে আসলেই একটা ভয়ঙ্কর অধ্যায়। সেদিনের পর থেকে এখনো উনার বাম কানে সমস্যা রয়ে গেছে।
শুভকামনা সতত 💝
উর্বশী
বিনম্র শ্রদ্ধা।
শুভ জন্মদিন প্রিয় নেত্রী।দীর্ঘ জীবি হন।
মহান আল্লাহ পাক আপনার সহায় হোক।— আমীন।
দেশ ডিজিটাল হয়ে আরও এগিয়ে চলুক।সফলতার চূড়ায় পৌঁছে যাক।
অনন্য অর্ণব
আপনিও ভালো থাকবেন সবসময়। শুভ কামনা রইলো 💓
আলমগীর সরকার লিটন
অনেক অনেক লাল স্যালুট জানাই এবং জন্মদিনের শুভেচ্ছা জানাই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মানবদরদী মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি — শুভ জন্মদিন।
অনন্য অর্ণব
শুভকামনা রইলো ভাইয়া। ভালো থাকবেন সবসময় 😍
সাবিনা ইয়াসমিন
মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে অজস্র শুভেচ্ছা তাকে। তিনি আমাদের জাতির গৌরব।
প্রধানমন্ত্রীর জন্মদিনে অনেক সুন্দর কবিতা দিয়েছেন অর্ণব। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
অনন্য অর্ণব
ভালো থাকবেন সবসময় আপু। শুভকামনা সতত 💝
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা।
প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। তিনি দীর্ঘজীবী হোক!!!!
অনন্য অর্ণব
শুভ কামনা আপনার জন্যেও। ভালো থাকবেন সবসময় 😍