অভিমান নয়, এসোনা ..
আরও একবার ভালবাসার কথা বলি।
দু ‘হাতে ধরে রাখি হাত,
সংগে জাগুক -রাত, রাতের তারা
আর কিছু নিশাচর পাখ -পাখালি।
এসোনা আবারও কিছু কুড়াবো স্বপ্ন।
স্বপ্নরা মরেনা কখনো।
লাল নীল আর সোনালী স্বপ্নদের
ভালবেসে তুলে দিই দু ‘চোখে তোমার।
এসোনা আরও একবার একসাথে
তাকাই বহুদু….রে ,
ঐ যে স্বর্নাভ ভবিষ্যৎ আকন্ঠ শুষে আনি।
অধরে অধর রেখে এসোনা
আরও একবার জীবন ভালবাসি।
১৬টি মন্তব্য
ইঞ্জা
অসাধারণ এই রোমান্টিক কাব্যে বিমোহিত হলাম। -{@
সালমা আক্তার মনি
ভালো লাগলে আমারও ভালো লাগে। ধন্যবাদ।
ইঞ্জা
-{@
জিসান শা ইকরাম
স্বপ্নরা মরেনা কখনো (y)
সুন্দর, কোমল ইচ্ছে।
সালমা আক্তার মনি
ধন্যবাদ ভাইয়া আপনি আমার পয়েন্ট টা ধরতে পেরেছেন। স্বপ্নদের যেভাবে হোক বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই জীবনে ফিরতে পারবো সবাই।
জিসান শা ইকরাম
আপনার লেখা কি সব ফিরে পেয়েছেন? নিয়ন্ত্রণ কক্ষে ক্লিক করে, আমার সকল লেখায় ক্লিক করুণ। ওখানে সব থাকার কথা।
ছাইরাছ হেলাল
বাহ, আপনার স্বপ্নময় রোমান্টিক লেখা পড়লাম।
সালমা আক্তার মনি
হেলাল ভাইয়া ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
সুইট লিটল আহ্বান, কাকে জানালেন আপু? না এসে কী এবার পারবে? ;?
সালমা আক্তার মনি
শুন্যাপু জীবনকে ডাকলাম, সব অশুভর বিরুদ্ধে।
সারাক্ষন চলমান আতঙ্ক আর ভালো লাগছে না। তাই স্বপ্নের দারস্থ হওয়া।
প্রহেলিকা
রোমান্টিজমের বিপ্লব ঘটাতে এই একটি লেখায় যথেষ্ট। সুন্দর!
সালমা আক্তার মনি
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
স্বপ্ন মরেনা। বরং একটির পর একটি জন্ম নিতে থাকে।
আর এভাবেই আমরা জীবনকে নিয়ে চলতে থাকি।
স্বপ্ন পূর্ণ হোক। তবে “কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি!”
ভালো লাগা রইলো কবিতায়।
আবু খায়ের আনিছ
ইস, যদি কেউ থাকতো, তবে তাকে দিতাম কবিতাটা পড়তে। দূর ছাই কেন যে রোমান্টিক হতে পারলাম না।
অনেক ভালো লেগেছে আপু।
নাসির সারওয়ার
স্বপ্নরা মরেনা কখনো। কি বলেন!!
মরে মরে, মরে হয়তো ভুত হয়ে যায়না।
মেহেরী তাজ
এডাল্ট আহবান….
তিনি কি এলেন?