
প্রতিদিনের সকালে দাঁড়াই পূবের জানালায়,
জানালা খুলে দিলে সেখানে ভোর আসে
মিহি বাতাস আর শুভ্র রুপালী রোঁদ আমায় বলে “সুপ্রভাত!”
আসে শালিকের ঝাঁক দল বেঁধে/
বেশি কিছু না, একমুঠো মুড়িতেই তাদের প্রসন্ন সকাল দেখতে পাই।
আর আসে দুরন্ত এক দোয়েল
তার তাড়াহুড়োর শেষ নেই।
কিছু খাবে না, এক দন্ড স্থির হবে না,
যেন শুধু-ই বলতে আসা, “শুভ সকাল-ভালো থেকো!”
দুপুরের লু-হাওয়ায় অতিস্ট আমি মেলে দেই দখিনের জানালা
শরতের নীল আকাশটা সারা গায়ে ফালি-ফালি মেঘ জড়িয়ে অভিযোগে স্থির এক গম্ভীরা!
“আজ কোন অভিযোগ নয়” বলতেই অভিমান তীব্র হয়ে উঠে/
ফোঁটা-ফোঁটা বর্ষণে আমায় বিমর্ষ করে দিতে কেন তার এত আকুলতা!
উত্তরের জানালাটা খোলা যায় না বহুদিন হলো,
প্রতিবেশীর বিশাল অট্টালিকার ফাঁদে পড়ে জানালাটা কোমায় চলে গেছে
নীল রঙের এক পর্দা দিয়ে তাকে ঢেকে রেখেছি।
এক সান্ধ্য পাখি বসত নিয়েছে পশ্চিমের জানালায়,
দিন-মাসের এখন আর হিসেব করি না,
এসেছে- দেখেছে- ভালোবেসেছে
প্রতিশ্রুতি নেই, করা হয়নি অঙ্গীকার
তবুও সে থাকে পশ্চিমের জানালা জুড়ে!
জানি, আজ থেকে কিছুদিন পরে পাখিটা আর ফিরবে না,
এমন-ই এক প্রহরে গিয়ে বসবো আমার পশ্চিমের জানালার কাছে,
যেখানে রোজ-রোজকার মতো হয়তো আর বসা হবে না..
* অ-কবিতা
* ছবি-আমার
২৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কষ্ট দুঃখ ভরা কাব্যমাখা, সব পাখি আর না আসে ঘরে, মুহুর্তের অতিথি মুহুর্তেই প্রস্থান। মমতা মায়া বন্ধন, সব কিছুর উর্ধে। তবুও সব ভালো থাক। এই কামনায় রই। ভালো থাক ভাই।
সাবিনা ইয়াসমিন
সময়ের পাশাপাশি কেউই শেষ পর্যন্ত টিকে থাকে না। মানুষ, পাখি, প্রহর সবই নিজনিজ সময়ের ধারা অনুযায়ী চলতে থাকে, এক সময় সব ছেড়ে চলে যেতে হয়।
ভালো থাকবেন ভাইজান। শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
গদ্য কবিতা আবৃর্তি না শুনলে মজা লাগে না।শরৎ এর উচ্ছাস প্রকৃতির সাজ; সব মিলিয়ে জীবন ক্ষণস্থায়ী।
পড়ে ভাল লাগল।
সাবিনা ইয়াসমিন
শরতের আবর্তন ঘটে প্রকৃতির নিয়মে। শরৎ আসবে আবার চলেও যাবে। শুধু মানুষের ঋতু বদলে গেলে সে আর ফিরবে না/পারবে-ও না।
ভালো থাকবেন মমি ভাই। শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
সব পাখি ঘরে ফিরে আসে না। তবু আমরা অপেক্ষায় থাকি ফিরে আসার। শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
যে পাখি ছন্নছাড়া বাঁধনহারা, মানেনা প্রেমের শেকল
সে পাখি দশ দুয়ারী শত মন করে দখল..
এটা একটা গানের লাইন। যদিও জানি বণ্যপাখির স্বভাব হলো উড়ে যাওয়া, তবুও আমরা পাখিদের আপন করে নিই।
ভালো থাকুন সারাক্ষণ। শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
এমনই জীবন ধারা
আজ যা আছে কাল যেন তার মিলছে না সাড়া।
কালের প্রবাহ বয়ে চলে এমনই কতো ব্যাকুলতা।
সুন্দর অনুভুতিতে অনন্য সৃজন ।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
সাবিনা ইয়াসমিন
অনেক সুন্দর করে বললেন! সমস্ত লেখার ভাবটাই উন্মুক্ত করে দিয়েছেন দুই লাইনে। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন। শুভ কামনা নিরন্তর 🌹🌹
বন্যা লিপি
বড় বিষন্ন পাখোয়াজ বেজে চলে মুহুর্মুহু
আমি কান পেতে রই তারও গভীরের ডাক শুনব বলে।
ভরা শুন্যতায় ছাওয়া আকাশে আজ শরতের ডাক ডাকছে ভীষণ সাদা মেঘে।
হরবোলা পাখিও বলে আমার নামটি কোথায় পড়ে আছে! উত্তর – দক্ষিন- পূর্ব – পশ্চিমের দিক কখন গিয়েছে মুছে কালের বয়স মেপে!!
রোজ সকালের ঘুম জাগানিয়া দোয়েলের ঠোঁটে আয়ু কমানোর বার্তা শুনি….
কাঠের চেয়ারে নকশা আঁকি, চায়ের কাপে আলতো করে ঠোঁট রাখি…. তারও পরে…. মার্কিন কাপড় আর কর্পূরের গন্ধ শুঁকি।
দুপুর এলে রৌদ্র দেখি
রোদের চোখে শাসন দেখি
উষ্ণতার পারদ দেখি
বানের জলের গভীর মাপি
সঞ্চয়িতার উল্টোপিঠে মরা গোলাপের লাশ দেখি.…
বিকেল হলেই উত্তুরে হাওয়ার কাঁপন দেখি
ক্লান্ত রোদ হাঁটতে দেখি
কমলা আর ধুসর রঙের দাপট দেখি!!!!
দেখতে দেখতে আপন বিবর সাজতে সামনে দেখি….
হাওয়ার কাগজ খুলতে গিয়ে নামের হরফ বিলোপ দেখি…. কোথায় ছিলাম
আছি কোথায় ভাবার আগেই হৃৎপিণ্ড চমকে বলে….
কোথাও কী ছিলাম আমি???
সাবিনা ইয়াসমিন
তুমি যথার্থই একজন কবি। তোমার শব্দ ভান্ডার ঈর্ষা করার দাবি রাখে। কিন্তু কবিতায় ব্যবহৃত শব্দেরা আমাকে এতটাই মুগ্ধ করে দেয় যে, ঈর্ষার অবকাশ পাই না!
বন্যা লিপি
তোমার মনে হয়না!! তুমি একটু বেশি বেশি বলো এই আমার ব্যাপারে? আমার ভাবনা গুলো কেন তোমার মত হয়না? হলে আমিও তোমার শব্দগুলোকে নিয়ে নিশ্চিন্তে খেলে যেতে পারতাম ইচ্ছে মাফিক…… আমিও যে ঈর্ষায় জ্বলি! তা কি জানো তুমি?
সাবিনা ইয়াসমিন
মানে গল্পটা এমন.. (ঈষৎ চেঞ্জ)
এপাড়ের অ-কবি কহে ছাড়িয়া নিঃশ্বাস,
শব্দের মেলা সব-সব ঐ কূলে,
ঐ পাড়ের কবি কহেন হাসিয়া
এই যে শব্দ-ডিঙা মোর দিলাম ভাসাইয়া,
পারো যদি নিও তুলে… 🙄🙄
বন্যা লিপি
তোমারে বাঁধিবে যে -,পরাণে আছে যত হিম্মৎ! তাহারেই ধরিয়া আমি করি যতন আপন কসরৎ…..এপার-ওপাড়ে’র রশি টানাটানি ছেড়েই তবে অ-কিংবা আ- রাখো ঝুলিতে ভরািয়া…. আমাতে – তোমাতে এই দোঁহে’র মিলন মেলা! সে কেবলই দেখো আমাদের এই উঠোন জুড়িয়া…..
ধুর…..,কি সব যা তা…..
ভাবছি ২৪ ঘন্টা পার হতে ক ঘন্টা বাকী?? আজ…. এখন- এই মুহুর্তে যে আইডিয়াটা মাথায় আসছে!! সেটা কাল অব্দি থাকবে তো? বড় কষ্টে আছি….. দেখি কি করা যায়!!!
আলমগীর সরকার লিটন
আসলে উড়ে যাওয়া পাখি নীড়ে আসে না এর চেয়ে বড় কষ্ট জীবনে কিছু হয় না পাখি ভাল থাক
সাবিনা ইয়াসমিন
সুন্দর বলেছেন লিটন ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
প্রকৃতি জুড়ে কেবল শরৎ ছোঁয়া।
অসাধারণ নির্যাস অনুভব আর শরৎ বন্দনায় লেখাটি পরিপূর্ণ হয়ে উঠেছে, দিদি।
.
ঋতুর পরিবর্তন হলেও সে ঋতু পুনরায় আসবে।
কিন্তু এ ঋতুকে নিয়ে ভাবনার মানুষটা হয়তো আসবে না!
সাবিনা ইয়াসমিন
প্রকৃতিতে ঋতুর আবর্তন ঘটে প্রকৃতির নিয়ম মেনে। কিন্তু মানুষের সময় হারিয়ে ফেলে সেটা আর ফিরে আসে না। সময় বদলে যায়, বদল হয় মানুষের প্রকৃতি।
ভালো থেকো প্রদীপ।
শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
পশ্চিমের জানালায় বসা পাখির আর ফেরা হয়না। তবুও আমরা সব দোরই খুলি আশায়, পাওয়ায় না পাওয়ায়। কোনকিছুই যে স্থায়ী নয়!!
সাবিনা ইয়াসমিন
সময়ের তুল্য কোনকিছুই স্থায়ী নয়। আজ যা কিছু নিয়ে নিজেকে পূর্ণ মনে হয়, আগামীকাল হয়তো সেখানে অসম্পূর্ণ লাগবে। জীবন চলে সময়ের গতিতে।
শুভ কামনা 🌹🌹
কাজি রাশেদ
ভীষণ রোমান্টিক আর নিজস্ব ভাবনায় কবিতা হয়েছে সজীব। পাঠকের মন ছুয়ে গেছে নিমেষেই।
সাবিনা ইয়াসমিন
মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ লিখেছেন
সাবিনা ইয়াসমিন
পড়ার জন্য ধন্যবাদ।
শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আসলে সময় এক নিষ্ঠুর ঘাতক। যে যায় সে আর ফিরে আসে না। চমৎকার লেখা। শুভ কামনা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
সময়ের সাথে কেউ-ই শেষ পর্যন্ত পেরে উঠে না।
প্রতিদিনের একেকটা সকাল, দুপুর, বিকেল বা রাত সেসবকিছু সেদিন-ই শেষ হয়ে যায়। কোনকিছুর বিনিময়ে গত হওয়া সকাল পরদিন সকালে ফিরে পাওয়া যায় না।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হ্যাঁ আপু সঠিক বলেছেন। সময়ের সঙ্গে আমরা কেউই পেরে উঠি না। সুস্থ আর ভালো থাকবেন।