প্রয়োজন নেই এই স্বাধীনতা আমার
পরাধীন ছিলাম সে ও ছিল ভাল ।
কি হবে মুক্তিযুদ্ধে লক্ষ বোকা মানুষদের সহজ সরল আত্মত্যাগে ?
ধর্ষিতা বোনের শাড়ী দিয়ে বানানো
লক্ষ শহীদের রক্তে রাঙ্গানো
প্রিয় মাতৃভুমির পতাকা আজ শকুনে ঠুকরে খাচ্ছে ।
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন
আজ সবাই ভুলেছে সে সব ।
নষ্ট মানুষের প্রেতাপ্তা ভর করেছে ।
কান পেতে শুনতে পারছ ঐ যে ওরা কাঁদছে আর বলছে
আমরা তোমাদের ক্ষমা করব না ।
আমাদের পবিত্র রক্তে রঞ্জিত মৃতিকা কেন দূষিত হবে রাজাকারের লাশে ?
তবে কেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম রাজ পথে ?
সে পথে কেন আজও শকুনের আনাগোনা ?
আমাদের প্রাণ, ঘর বাড়ি ,পরিবার ,সন্তান ফিরিয়ে দাও
কেন আজও আমার সহযোদ্ধারা না খেয়ে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে ?
আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করেছিলাম ?
ইতিহাস থেমে থাকবে না
আমাদের আত্মত্যাগের সাথে সাথে পরবর্তী প্রজন্ম জানবে তোমাদের নুপুংশতার কথা ।
আমরা তোমাদের জন্য একটা স্বাধীন সার্বভৌম পতাকা রেখে গিয়েছিলাম ।
তোমরা ওদের জন্য কি রাখবে ?????
১৪টি মন্তব্য
কৃষ্ণমানব
ইতিহাস কি কখনো থেমে ছিলো ?
সৃষ্টির পরিক্রমা থেকে ?
পরিবর্তন হয়েছে সময়ের. .
কিন্তু সেই পরিবর্তনের ছোয়া লেগে মানুষ হয়ে উঠেছে মুখোশ পরা মানুষ ।
হয়ত সৃষ্টির সেরা জীব । কিন্তু বর্তমান বাস্তবতার কারণে কখনোই কি তার বিবেক দঃশন করে না ?
একটি লোক না খেয়ে মারা যাচ্ছে ।
কেউ তার দিকে তাকাচ্ছে না !
কিন্তু সে ও তো কারো ভাই , কারো সন্তান , কারো বা বাবা ।
কিন্তু কেউ কি দিয়েছে তাকে বাড়িয়ে দিয়েছ সহোযোগীতার হাত?
এই দেশ লক্ষ মা-বোনের ইজ্জতে কেনা ।
বর্তমান দেশে কয়জন দেশের সম্মান রক্ষা করছে ??
ভালো কাপড় চোপড় পড়ে হয়তবা সুদর্শন হওয়া যায় ।
তবে ভালো মানুষ হওয়া আদৌ সম্ভব নয় ।
সঞ্জয় কুমার
সহমত ।
অলিভার
আমাদের পবিত্র রক্তে রঞ্জিত মৃতিকা কেন দূষিত হবে রাজাকারের লাশে ?
তবে কেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম রাজ পথে ?
সত্যিই মাথা উঁচু করে দেবার মত কোন উত্তর নেই। শেষ পর্যন্ত ভবিষ্যৎ প্রজন্মের হাতে কি রেখে যেতে পারবো আমরা তারও সঠিক কোন ধারণা নেই। তবে এটাও ঠিক, প্রজন্ম মীরজাফরদের ঠিকই চিনে নিবে। ঘৃণা তাদেরও অন্তরেই থাকবে।
সঞ্জয় কুমার
নতুন প্রজন্মের কাছে আমরা লজ্জিত থাকব । তাঁরা পিতামহের জন্য গর্ব করবে । পিতার জন্য গর্ব করবে কি নিয়ে ?
ঘৃণা শুধু অন্তরে থাকলেই চলবে না ,বাস্তবেও প্রয়োগ থাকা বেশী প্রয়োজন ।
অলিভার
লক্ষ মানুষের অন্তরে নিভু নিভু জ্বলন্ত কয়লার মত ঘৃণা অবশ্যই একদিন না একদিন ফুসে উঠবেই। জ্বালিয়ে দিয়ে যাবে সকল দুঃস্বপ্নের হোতাদের।
শুন্য শুন্যালয়
কি হবে মুক্তিযুদ্ধে লক্ষ বোকা মানুষদের সহজ সরল আত্মত্যাগে ? এই কথাটিই আমি এখন সবসময় ভাবি। আর কোনকিছুই মাথায় নেই আসলে। আমি এই দেশকে ভালোবাসি কিন্তু মানুষগুলোকে নয়, এটা একটি সিলি কথা কিন্তু এটাই সত্যি।
সঞ্জয় কুমার
একদম মনের কথা বলেছেন । দিদি ।
বন্য
বোধ ঘুমিয়ে আছে এখন, সজোরে আঘাত হানলেও এই বোধ যে কবে জাগ্রত হবে তা দেখার অপেক্ষায় রয়েছে প্রতিটি মানুষ, কবিতায় ভালোলাগা রেখে গেলাম।
সঞ্জয় কুমার
বাঙালীর বোধ সহজে জাগ্রত হয় না । । একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে একবার বোধ জেগেছিল । এখন তা অচেতন । কে দেবে আবার ডাক কবে জাগবে বাঙালী ?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।
ভাল লিখেছেন মনের যত ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করেছেন।সত্যিইতো যে স্বাধীনতা নাম মাত্র সে স্বাধীনতার কি প্রয়োজন।
সঞ্জয় কুমার
ধন্যবাদ । মনির ভাই ।
মোঃ মজিবর রহমান
মনির ভাই ইতিহাস কাউকেই ক্ষমা করেনা। শুনতে আর ভাললাগেনা।
মীরজাফরদের ভিড়ে আর মানুষ খুজে পাব?
একের পর এক মুক্তিযোদ্বা মরছে হাসপাতালের বারান্দায় চিকিতসাহীন অবস্থায়।
আর কত কত দেখতে হবে এই দৃশ্য।
সঞ্জয় কুমার
সবাই নিজ অবস্থানে সৎ থাকলেই দেশের উন্নতি হবে । মুক্তিযুদ্ধা দের অপমান যে দেশে হয় সে দেশের মানুষ খারাপ থাকবে এটাই স্বাভাবিক ।
মোঃ মজিবর রহমান
নিজ নিজ ভালও আমরা না। আমাদের নৈতিকতা সব শেষ।