
এসেছে নতুন ভোর, এসেছে নতুন সূর্য;
চারিদিকে রোদ-মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলা।
তারই মাঝে মর্ত্যলোকে আগমনী বার্তা;
প্রকৃতির আঁচলে নব-আলোড়ন ঢেউ খেলে যায়।
সোনেলার আঙ্গিনা অবিরাম ভালোবাসায় সিক্ত যার পদচারণায়-
যিনি সৃষ্টি করেছেন কবিতার এক নতুন শিরোনাম;
অনায়াসে, অবলীলায় লিখে যান মনের সহজ সরল অভিব্যক্তি।
পাঠক হবার বাসনায় নিত্য করে মনের ভাবনার আদান-প্রদান;
তার সিন্গ্ধতা, সারল্যতা আর অবিরাম ভালোবাসায় ডুবে মরে লেখক,কবি ।
বাতাসে আজ শুভেচ্ছার লাল-নীল-হলুদের ছড়াছড়ি;
আনন্দ ছড়িয়ে পরেছে ধরণীর আকাশ-বাতাসে।
অদেখা আপনজনের স্পর্শ বুলিয়ে যায় প্রতি ক্ষণে ক্ষণে ইথারের অদৃশ্য বলয়ে-
শতবর্ষী আয়ুর পালক খোঁপায় গুঁজে বিলাক ভালোবাসার তরঙ্গ।
আজ আমাদের সবার প্রিয় সাবিনা ইয়াসমিন আপুর শুভ জন্মদিন। তার জন্য আমার এই ছোট্ট প্রয়াস।
তার সাথে কখনো আমার দেখা হয়নি , তবুও মনে হয়েছে তিনি আমার কতটা আপন, কাছের জন। ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹। অবিরাম ভালোবাসায় সিক্ত করেছেন প্রতিটি মন্তব্যের পালক। তার অ-কবিতার আমি অনেক বড় ভক্ত। তার ভালোবাসা আমাকে অবিরাম জড়িয়ে রাখে আষ্টেপৃষ্ঠে। আমি লেখায় বিরতি দিলেই ম্যাসেঞ্জারে এসে খবর নিয়েছেন, লেখাকে এগিয়ে নেয়ার অনুপ্রেরণা দিয়েছেন। ঈশ্বর তার মঙ্গল করুন। আপুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
৩৭টি মন্তব্য
আরজু মুক্তা
একশতো গোলাপ ফুটুক আজ।🌹🌹
আজকের আকাশের নীলটুকু তার জন্য থাকলো।
শুভ হোক জন্মদিন।🎂🎁
সুপর্ণা ফাল্গুনী
একশত গোলাপে হবে না আপু। টাইটানিক ভর্তি গোলাপ লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে
রোকসানা খন্দকার রুকু
টাইটানিক কোথায় পাওয়া যায়??
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, ঐ একশোটা গোলাপই আপনাকে দিলাম।
আমার কাছে শুধু এই ভালোবাসা টুকু থাকুক 🙂
অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🌹🌹
জিসান শা ইকরাম
ব্লগার সাবিনা ইয়াসমিনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
সোনেলার উঠোনে তিনি আসার দিন থেকেই তিনি সোনেলাকে ধারন করেছেন তার আত্মায়। সোনেলার সবাইকেই তিনি আত্মার আত্বীয় ভাবেন। তিনি কেবল লিখেনই না, সমস্ত ব্লগারদের মন্তব্য দিয়ে উৎসাহ জুগিয়ে থাকেন। তিনি ব্লগে আসার পরে মন্তব্যের ধারাই পাল্টে দিয়েছেন।
তার জন্য আন্তরিক শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ও শুভ কামনা জানাচ্ছি।
ভালো থাকুন 🌹🌹
জিসান শা ইকরাম
তোমাকে অজশ্র ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা দেয়ার জন্য ছোটদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদাভাই। সত্যিই মন্তব্যের ধারাই পাল্টে দিয়েছেন তিনি। ভালো থাকবেন
রেজওয়ানা কবির
শুভ জন্মদিন আপু একগুচ্ছ কাঠগোলাপের শুভেচ্ছা। বাস্তবে না দেখলেও মনের মাঝে আপনার ছবি এমনভাবে আঁকা হয়ে গেছে মনে হয় খুব কাছ থেকে স্পষ্ট আর স্বচ্ছ কাঁচের মত মনে হয় আপু। নরম মনের মানুষ মনে হয় আমার আপনাকে। ভিতর ভিতর অভিমান থাকে কিন্তু অল্পতে আবার তা ভুলে যান,আমার মনে হয় আপনি অল্প ভালোবাসাতেই খুশি হন,,,,, এগুলো আমার অবজারবেশন 🤪ভুল ও হতে পারে আমার প্রিয় অদেখা মানুষ ❤️❤️❤️।যাইহোক মিষ্টি মেয়ে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন,এই কামনা। ধন্যবাদ ফাল্গুনী আপু এত সুন্দরভাবে শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও ধন্যবাদ। তাকে না দেখলেও তিনি সবার আপনজন, প্রিয়জন। ভালো থাকুন
সাবিনা ইয়াসমিন
যেভাবে আমাকে এঁকেছেন জানি না আমি তেমন কিনা, তবে ভালো লাগলো আপনার অবজারভেশনে। অনেক ধন্যবাদ রেজওয়ানা।
ভালো থাকবেন। শুভ কামনা রইলো 🌹🌹
সাবিনা ইয়াসমিন
এত সুন্দর শুভেচ্ছা পোস্টে কি কমেন্ট দিবো ভেবে পাচ্ছি না। কেউ আমায় নিয়ে লিখেছে! আমার বিশেষ দিনটি নিয়ে কেউ এত চমৎকার করে ভেবেছে! এটা অনেক বড় প্রাপ্তি।
অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি।
ভালো থাকুন সুপর্ণা ❤️❤️
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার ভালো লেগেছে জেনে খুব ভাল লাগলো। ঈশ্বর আপনার সার্বিক মঙ্গল করুন। শুভ জন্মদিন
ছাইরাছ হেলাল
এত এত কম কম গোলাপ দিয়ে তাঁর জন্মদিন হলে তো হবে না।
তিনি এলেন এবং জয় ছিনিয়ে নিলেন, তিনি সোনেলার ই।
জন্মদিনের শুভেচ্ছা তাঁকে।
মনে করে এত সুন্দর করে লেখার জন্য আপনাকেও ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
পোস্টে আর কত গোলাপ দেয়া যায়? দেখা হলে ফুলের পাহাড় হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ ভাইয়া
সাবিনা ইয়াসমিন
মহারাজ, আপনার মনে হচ্ছে এখানে আরও ফুল লাগবে!! ফুলের নীচে চাপা দিয়ে মেরে ফেলতে চাচ্ছেন নাকি!
হু, আমি সোনেলার-ই 🙂
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
কঠিন কথা/শব্দ কেমনে যে লিখে এই সব গুণী জনই জানে।আরও সুন্দর সুন্দর লিখা উপহার দিবে এই প্রত্যাশা রাখি তাঁর জন্মদিনে।
গোলাপে গোলাপে ভরে থাকুক তাঁর জীবন সর্বদা। শুভ জন্মদিন।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া কঠিন করে ভাবলেই কঠিন, সহজ করে ভাবুন দেখবেন সব ফকফকা। ভালো থাকবেন সুস্থ থাকবেন। অজস্র ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
মাথায় ঠুকে না রে ভাই। কষ্টে আছে আইজুদ্দিন।
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা। কষ্টে সবাই আছে। একটু ঠোকাঠুকি করুন দেখুন কি হয়?
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ মজিবর ভাইজান।
আপনিও ভালো থাকবেন।
শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
সবার শুভেচ্ছা কমেন্টের এর জন্য ধন্যবাদ। জবাব নিয়ে আসবো ইনশাআল্লাহ, একটু ব্যস্ত সময় যাচ্ছে,,
রোকসানা খন্দকার রুকু
একদম পারফেক্ট মানুষের জন্য পারফেক্ট উইশ। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। শুভ জন্মদিন।
দিদি আপনার জন্যও শুভকামনা রইলো। ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ম্যাডাম।
শুভ কামনা আপনাকেও 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
পপি তালুকদার
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। সব সময় ভালো থাকুন।
দিদি কে ও ধন্যবাদ রইলো।
সাবিনা ইয়াসমিন
ওয়াও!! পপি আপু নাকি!
কতদিন পর আপনাকে ব্লগে দেখলাম!
ভাগ্যিস সুপর্ণা শুভেচ্ছা পোস্ট দিয়েছিলো, নয়তো কবে আপনাকে এখানে পেতাম কেই-বা জানতো!
অনেক অনেক ধন্যবাদ আপনাকে,
এবং সুপর্নাকে-ও 🙂
ভালো থাকুন দুজনেই 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর
পুষ্পিতা আনন্দিতা
সাবিনা ইয়াসমিনকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
আন্তরিক ধন্যবাদ আপনাকেও,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
প্রদীপ চক্রবর্তী
শুভকামনা প্রিয়,সাবিনা দিদি।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
.
খুবি সুন্দর শুভেচ্ছা পোস্ট।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ প্রদীপ,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদুল ইসলাম
জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেরী হলো বলে দুঃখিত।জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাবিনা আপুকে।
শুভেচ্ছা পোষ্ট লেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ফাল্গুনী আপু।
সাবিনা ইয়াসমিন
আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম