
রাত দিবসে ছোট্ট পাখি
জ্ঞান পিপাসে মেলে আঁখি
কথায় নানান ছন্দ মাখি
মনটা গড়ে আয়না,
চুপটি তুলে আশার ছানি
দেখতে সেথা বদনখানি
চলছে একাই স্বপ্ন ভানি
নিত্য করে বায়না।
আলোর মশাল অগ্রে জ্বেলে
সর্বে উড়ে পাখনা মেলে
জীর্ণ জরা পিছন ফেলে
রাখতে গহীন মান টা,
সাম্য দিয়ে সকাল সাঁঝে
ঐক্য গড়ে সবার মাঝে
চায় যেতে সে কালের খাঁজে
গর্বে রেখে জান টা।
১০টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ছন্দে ছন্দে চমৎকার লেখা। মুগ্ধ — সাম্য দিয়ে সকাল সাঁঝে
ঐক্য গড়ে সবার মাঝে
চায় যেতে সে কালের খাঁজে
গর্বে রেখে জান টা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন।
বন্যা লিপি
রাত দিবসে ছোট্ট পাখি
জ্ঞান পিপাসে মেলে আঁখি
আমরা সবাই আসলে ছোট্ট পাখি জ্ঞানের মহাশুন্যে। ছন্দে ছন্দে শিক্ষনিয় ছন্দ কবিতা ভালো হয়েছে।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে তুষ্ট হলাম।
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সাখাওয়াত হোসেন
সাম্যের ভালবাসা ছড়িয়ে পড়ুক সর্বত্র।
দারুণ মনোমুগ্ধকর লেখনি।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময়
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আরজু মুক্তা
সাম্যবাদ ছড়িয়ে যাক
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ।
আন্তরিক ধন্যবাদ রইল অপরিসীম।
সুস্থ থাকুন ভালো থাকুন।