আমি পুরুষ,
অসঙ্গায়িত পবিত্রতার প্রলেপ আমার গায়ে
অন্ধকার নর্দমার কালিমা আমায় ছোয়না,
কখনো ছোঁবেনা ।
তুই নারী,
কলঙ্কের পোশাকে আবৃত তোর জন্ম
আমৃত্যু কলঙ্কের বোঝা বয়ে যাবি নীরবে,
বইতেই হবে ।
আমি শাসক,
অনুমোদিত উল্টো নীতিতে শাসিত আমার রাজ্য
আমার পৌরষত্বের দ্বন্দ্ব- যুদ্ধে মনুষত্বের স্থান নেই,
কখনো হবেনা ।
তুই নারী,
লাঞ্ছিত হবি, ধর্ষিত হবি, শোষিত হবি
বিষাক্ত এসিডে ঝলসিত হবি তোর আর্তনাদ কেউ শুনেনা,
কখনো শুনবে না ।
আমি দেবতা,
বন্য অসুরের হিংস্রতা আমার রক্তে
ধর্ষণ করলেও কেউ আমায় ছেলে পতিতা বলেনা,
কখনো বলবেনা ।
তুই নারী,
তুই দুর্বল, তুই ভোগের আহার, তুই সর্বনাশী
ধর্ষিত তোর লাশের পাশে কেউ কাঁদেনা,
কখনো কাঁদবেওনা ।
তুই পুরুষ………
আমি নারী………
তুই মানুষ আমি মানুষ এমন কখনো কি হবেনা…??
হবেনা…………???????????
১৮টি মন্তব্য
নুসরাত মৌরিন
ভাল লাগলো কবিতাটি।
জানি না,পুরুষরা কখনো নারীকে মানুষ ভাববে কি না…।
সীমান্ত সৈকত
আসলে বিকৃত মস্তিষ্কের কিছু মানব আছে………… তারা কেউ পুরুষ কিংবা নারী………… তারাই নিজেদের মাঝে এই বিভেদের দেয়াল টা দাড় করিয়ে দেয়……… তাদের কে হয় মানুষ হতে হবে… নাহয় এই সমাজ থেকে অপসারিত হতে হবে………… তাহলেই এমন কুরুচি পূর্ণ কাজ আর দেখতে হবেনা……
মারজানা ফেরদৌস রুবা
পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থায় সকল বিধিবিধানের প্রনেতা যে পুরুষ! নিয়ন্ত্রকও পুরুষ।
কিন্তু শুধু পুরুষ দিয়েই কি সমাজ চলবে? চলবে না। তাহলে মানব সভ্যতার বিকাশ থেমে যাবে অথবা কলুষিত সমাজ ব্যবস্থায় ফিরে যেতে হবে।
কাজেই সভ্যতার পথে সমাজকে ধরে রাখতে গেলে নারী-পুরুষ নিবিশেষে সকলকেই সম-মর্যাদায় বিচরণ করতে হবে, করতে দিতে হবে।
ভালো লাগছে, পুরুষ ভাইদের প্রতিবাদী কন্ঠ দেখে। আর যাদের মননে এখনো কাজ করছে সেদিনের অপকর্মটি যথার্থই ছিলো, তাদের বলবো–
মানুষ হও! মানুষের মর্যাদা দাও!!!
কুকুর বা হায়েনা রুপে নিজেদের ফুটিয়ে তুলিও না।
সীমান্ত সৈকত
মানব যদি পশুর থেকেও নিছে নামতে পারে……… তবে সব ই সম্ভব………। আজকের আমাদের সমাজে মানব এর থেকে দনবের সংখ্যা টাই বেশি হয়ে গেছে……… এই জন্যেই এমন কাজ দেখতে হচ্ছে আমাদের………… সত্যি বলতে কি……… সম-অধিকার বলতে মানবতা বাদিরা কি বুঝায় টা আমি জানিনা কিংবা বুঝিনা………… আমি বুঝি…… নারী পুরুষ উভয় কে আমরা মানুষ হিসেবে মূল্যায়ন করবো……… তাহলে আর এসব সমঅধিকার এর কথা বলা লাগেনা……
ইমন
ভাল লাগলো কবিতা টা। আপনার জন্য শুভ কামনা রইলো।
সীমান্ত সৈকত
ধন্যবাদ ভাইয়া……… ইমন ভাইয়া……
জিসান শা ইকরাম
আমাদের সমাজে নারী কেবল নারীই, কোনদিন মানুষের মর্যাদা পাবে না, যা পায় তা পুরুষ যেন দয়া করে দেয়।
সীমান্ত সৈকত
নারী কে মানুষ এর মর্যাদা দেওয়ার পুরুষ কে………?? এক মানব সন্তান আরেক মানব সন্তান কে কিসের মর্যাদা দেবে………… আমি বলি কি……… আমি পুরুষ হই আর নারী হই…… আমাকে আগে মানুষ হতে হবে……… তবেই আমি আরেকজন কে সম্মান করতে পারবো…………
জিসান ভাইয়া………
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বুঝেছি মনের যত রাগ ছিল ঝাড়লেন সোনেলায়।দারুন হয়েছে কবিতাটি।
সীমান্ত সৈকত
ধন্যবাদ…………… মনির ভাই।
স্বপ্ন নীলা
এত সুন্দর করে কেউ কবিতার মাধ্যমে ম্যাজেজ দিতে পারে !! তাও আবার জেন্ডার বিষয়ক – তা আমার জানা ছিল না ——– আপনার প্রতি কৃতজ্ঞতা আপনি সুন্দর করে বাস্তবটাকে তুলে ধরেছেন কবিতার ফ্রেমে ——
সীমান্ত সৈকত
ধন্যবাদ ….. নীলা আপি…
শুন্য শুন্যালয়
নারীকে মানুষের মর্যাদা দেবার পুরুষ কে, ঠিকই বলেছেন। একদিন নারী ঠিকই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার যোগ্য স্থান করে নিতে পারবে, বিশ্বাস করি। অসাধারন লিখেছেন কবিতাটি। (y)
সীমান্ত সৈকত
প্রথমে ধন্যবাদ……… নারীর যোগ্য স্থান এ যাওয়ার জন্যে কাওকে বৃদ্ধাঙ্গুলি দেখা তে হবেনা… নারী তার জায়গাতেই আছে…… শুধু আমাদের দৃষ্টিভঙ্গি টা বদলাতে হবে……
নীলাঞ্জনা নীলা
ভালো লিখেছেন।
সীমান্ত সৈকত
ধন্যবাদ আপুনি…………
কৃন্তনিকা
ভালো লাগলো…
সীমান্ত সৈকত
ধন্যবাদ