
কর্মব্যস্ত জীবনে
ছুটি যেন সোনার হরিণ
প্রতি সপ্তাহে হিসেব গোনা,
শুক্রবার কত দূরে
লাগামহীন গতিতে চলা জীবন
ছুটির প্রতীক্ষায় কান পেতে রই।
শুক্র-শনির সাথে যদি বাড়তি ছুটি জুটে যায়
তখন মনে হয় প্রজাপতির রঙিন ডানায় ভর করে
ছুটে যাই কোন অজানার প্রান্তে।
ছুটির দিন নিয়ে কত পরিকল্পনা
ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে উল্টিয়ে
তাই ছুটির হিসাব করা।
হিসাব কষি আর ভাবি, ছুটির দিনে একটু আরাম করে দেরীতে উঠা যাবে। দেখা যাবে ওই দিন সকালে কে যেন মোবাইলে কর্কশ স্বরে ঘন্টি বাজাচ্ছে।
বইমেলা থেকে কেন বইগুলি এখনো শেষ করা হয় নি এই ছুটিতে দু’ একটা পড়ে নেওয়া যাবে। আহ্ ছুটি শেষ হয়ে যায়। বইয়ের দু চার পাতা হয়তো ছুঁয়ে দেখা হয়।তারপর বই গুলো জায়গা মতো শুধু ঘরের সৌন্দর্য বাড়ায়। মাঝে মাঝে হিসাব কষে রাখি, এ সপ্তাহের ছুটিতে কোথাও বের হবো না। কর্ম ক্লান্ত শরীরটাকে বিশ্রামে বেঁধে রাখবো।
গতিতে চলা জীবন কি থামতে পারে। আহ্ ছুটির দিন গুলো তাই ছুটে ছুটে যায়।
১২টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
ব্যস্ত জীবন মানেই ছুটির পানে ছুটে চলা।
বেশ অনুভবী সৃজন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
আসলেই, ছুটিগুলো দুষ্টের ধারি
শুধু যেন পালাই আর পালাই-কাহিনি!
ভাবি, হুট করে দিয়ে দেব বেজায় এক ঝাড়ি
কিন্তু কৈ! পালানোতে এত ঘুঘু আগে কিন্তু বুঝি-নি!
হালিমা আক্তার
চমৎকার বলেছেন একে ধরতে চাইলে ও ধরা যায় না। সেতো আসার আগেই পালিয়ে যায়। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
সুন্দর ছুটির বন্দনা কবি আপু
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বন্যা লিপি
বিশাল একটা মন্তব্য করছিলাম এই ছুটির ছুটি পড়ে। তাপরপর ডিলিট করে দিছি। ইদানীং এমনই হচ্ছে আমার সাথে,,, মন মত কিছুই হচ্ছে না বলে গুটিয়ে থাকছি চক্ষু অর্ধেক খোলা রেখে।
আসলেই…..একটা নিঃশর্ত ছুটি খুব দরকার আমার। জানি, একবারে ছুটি ছাড়া জীবন থাকতে আর পাওয়া যাবে না।
আপনাকে বলছি,,, সব ফেলে টেলে একটাদিন ছুটি নিয়েই ফেলুন চোখ বন্ধ করে,,,, বাকি সময়ের অক্সিজেন সংগ্রহে দারুন উজ্জীবিত হয়ে উঠবেন দেখবেন।
শুভ কামনা।
হালিমা আক্তার
ইচ্ছে করলেও ছুটি পাওয়া যায় না। সামাজিকতা, এটা সেটা করতে সময় হাওয়া হয়ে যায়। আর আমরা যারা চাকরিজীবী তাদের এমনি সময়ের বারোটা বাজে। ছুটির দিনেও যখন অফিস করতে হয়, তখন সময়ের লাগাম পাওয়া যায় না। বেশ কিছুদিন ধরে ছুটির দিনেও অফিস করতে হচ্ছে। এ কারণে অক্সিজেনের অভাব হচ্ছে। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
কর্ম ব্যাস্ত জীবনে ছুটি যে অনেক কাঙ্ক্ষিত তা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে। ভালো লাগলো। অনেক শুভ কামনা।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো। শুভ রাত্রি।
রোকসানা খন্দকার রুকু
সোনেলায় একটা আয়োজন করুন।।
সবাই ছুটি নিয়ে ছুটে যাই,,,,দেখি তারে ধরা যায় কিনা।।।
রিতু জাহান
আমি এ কয়েকদিন যা দৌড়ইতেছি!
সন্ধ্যায় বাসায় ছেলেরে পড়াতে বসালে নিজে টুপতে থাকি।
সময়কে যেনো ধরা যায় না।