
বুকের মাঝে সুখ অসুখে
তোমার বসবাস।
বিনা কাজে বইলো বেলা,
সাড়ে সর্বনাশ।
ঠোঁটে ঠোঁট চেপে ধরে,
কথা চলে কি?
এই যুগের প্রেম পিরীতি
পুরাটাই ফাঁকি।
এক হাত বাড়াও তুমি,
আরেকটি রাখো খুলে।
সবই আমি বুঝতে পারি,
দেখি দু’চোখ মেলে।
কত আর লুকাবে তুমি,
তোমার ছলনা।
প্রেম তো নয় ,সময় কাটানো,
বুঝিগো ললনা।
আমিও এখন সময় করে,
হাতটা ধরি ঠিকই!
অন্য হাতটা অন্য কারো পানে
ঠিকই বাড়িয়ে রাখি!
২৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আমিও একমত আপনার সাথে। যে যেমন করবে তার সাথে তেমনটাই করা উচিত। যার কাছে সম্পর্ক শুধু ছেলেখেলা, মূল্যহীন তার সাথে সম্পর্ক রাখাকে আমি মানি না। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
ইসিয়াক
ধন্যবাদ সহ শুভকামনা রইলো দিদিভাই।
মোঃ মজিবর রহমান
এইখেত্রে ইট্টি মারলে পাটকেল ক্ষেতে হই তাই ঠিক।
ইসিয়াক
হা হা হা ধন্যবাদ রইলো ভাইয়া্
হালিম নজরুল
প্রেমের দ্বিতীয় পাতা।
ইসিয়াক
ধন্যবাদ রইলো ভাইয়া।
ফয়জুল মহী
মোহিত হলাম কাব্য চয়নে।
ইসিয়াক
ধন্যবাদ রইলো ভাইয়া।
সাবিনা ইয়াসমিন
আমিও এখন সময় করে,
হাতটা ধরি ঠিকই!
অন্য হাতটা অন্য কারো পানে
ঠিকই বাড়িয়ে রাখি!…..
সমানে সমান প্রতারণা, এখানে প্রেম মানেই চাতুরী।
ভালো লিখেছেন 🙂
ইসিয়াক
শুভকামনা জানবেন আপু্।
কৃতজ্ঞতা
সুপায়ন বড়ুয়া
“আমিও এখন সময় করে,
হাতটা ধরি ঠিকই!
অন্য হাতটা অন্য কারো পানে
ঠিকই বাড়িয়ে রাখি!”
পরকিয়ায় আসক্ত না হওয়া বাঞ্চনীয়।
কবি সুন্দর উপস্হাপনা ভালো হলো।
শুভ কামনা।
ইসিয়াক
শুভকামনা সহ শুভেচ্ছা রইলো দাদা।
নাজিয়া তাসনিম
ইন্টারনেটের কারণে এখন অবাধ সুযোগ, এসব ব্যাপার আরো বেড়ে চলেছে।
কবিতায় খুব কঠিন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন।
ইসিয়াক
অনেক করে ধন্যবাদ জানবেন।
শুভকামনা।
বন্যা লিপি
আহারে রিতিনীতি অবাক প্রেমের! সবই ছলনা।
দারুন লিখলেন।
ইসিয়াক
ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো আপু।
তৌহিদ
বিশ্বাস জিনিসটা বড্ড নড়বড়ে কিন্তু। কে যে কখন কোথায় হাতড়িয়ে বেড়াচ্ছে বোঝা মুশকিল কিন্তু ☺
ইসিয়াক
শুভকামনা রইলো ভাইয়া।
জিসান শা ইকরাম
ফেসবুকিয় প্রেম এমনি। একই সাথে একাধিক প্রেম। প্রেম মানেই ছলনা, প্রতারনা, টাইম পাস।
ভাল লিখেছেন ভাই।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় ভাইয়া।
শুভকামনা।
কামাল উদ্দিন
সেয়ানে সেয়ানে লড়াই মনে হচ্ছে ভাই 😀
ইসিয়াক
শুভকামনা রইলো ভাইয়া।
কামাল উদ্দিন
আপনার জন্যও রইলঅনেক অনেক শুভ কামনা।
নিতাই বাবু
শুভেচ্ছা সহ শুভকামনা!
ইসিয়াক
ভালো থাকুন সবসময়।