ছবিকর

নীলাঞ্জনা নীলা ৩ আগস্ট ২০১৫, সোমবার, ০৯:১৭:২৩পূর্বাহ্ন কবিতা ৩৬ মন্তব্য
চিত্রপটে শেষ টান
চিত্রপটে শেষ টান

ক্যানভাসে কোনো মুখ নেই, কেবলই আঁকিবুকি।
যেনো শেষ প্রহরের অশনিসংকেত
এখানে এই বিদগ্ধ হৃদয়ের জলপ্রপাতে।
ওখানে কি এখন ধূ ধূ চর নাকি মরুভূমি?
পথ হারিয়ে ধূলোর ভেতর কাৎড়ে থাকা তৃষ্ণার্ত এক প্রাণ—
‘জল দাও, আমায়, জল দাও।’
ও ছবিকর এমন দৃশ্য কোথায় পাবে তুমি?
আঁকো। এখুনি এঁকে নাও।
পেতে রেখেছি হৃদয়;
তোমার তুলি-ব্রাশ দিয়ে কাঁটাছেঁড়া করো—
মাখাও রঙ;
বিখ্যাত হবে।
জানো না, যতো ক্ষত-বিক্ষত করা যায়,
ছবি যে ততোই রঙ ছড়ায়!

হ্যামিল্টন, কানাডা
২৪ জুলাই, ২০১৫ ইং।

**চেষ্টায় থাকে প্রতিটি লেখার সাথে ছবির মিল। কি জানি ঠিক মেলে কিনা, তবে এ দুটো ছবিও আমারই এই সেলফোনে তোলা। একটি প্রকৃতি, অন্যটি রক্ত।

ক্ষত-বিক্ষত রঙ
ক্ষত-বিক্ষত রঙ  
৫৩০জন ৫৩০জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ