
মহিমা তোমার চোখ দুটি যেনো চোখ নয়
চোখ দুটি যেনো সুখ তারা।
চোখের পলকো দেখে হয়ে গেছি দিশেহারা ;
ভ্রু দুটি কাজলের কালিতে ঢাকা
মন কেড়ে নিয়ে
আমাকে করলে দিশেহারা।
আঁখির কৃষ্ণ পত্র তোমার
অভ্রে কাজল মেঘের যেন দ্বার ;
নহে ছোট নহে ডাগর
চোখের দৃষ্টি যেন সুখ গহবর।
দেখিয়ে ফেরাতে পারিনি
মোর চোখের দৃষ্টি ;
তোমার চোখ যেনো চোখ নয়
বড় মায়াবী চমৎকার।
ঐ চোখ লুকিয়ে এতই যাতনা
ছিলনা মোর কল্পনা ;
কাজলের কালিতে ডাকা চোখ দুটি
কেড়ে নিয়েছে মোর সবি।
১০টি মন্তব্য
ফয়জুল মহী
বাহ্! অপূর্ব প্রকাশ l বিমোহিত 💙 I
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ প্রিয়❤❤
মনির হোসেন মমি
আঁখির কৃষ্ণ পত্র তোমার
অভ্রে কাজল মেঘের যেন দ্বার ;
নহে ছোট নহে ডাগর
চোখের দৃষ্টি যেন সুখ গহবর।
চমৎকার অনুভুতি।খুব ভাল লাগল।
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ প্রিয়
আরজু মুক্তা
চোখ যে মনের কথা বলে।
ভালো লাগলো কবিতা
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ আপু💓💓
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার চোখের বর্ণনায় ভালো লাগলো কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ আপু💓💓
হালিম নজরুল
ভাল লাগল চোখবন্দনা।
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ দাদা