
আচ্ছা,
কেউ কি বলতে পারো আমি কাঁদছি কেনো?
আমারতো পিছুটান নেই,
জীবন থেকে, আকাঙ্ক্ষা থেকে অবসর নিয়েছি কবেই।
যার জন্য মন কাঁদে!
তার সাথে ও আড়ি জনম জনমের তরে।
তবে আমার দু’চোখে কি রোজ কুটো পড়ে?
অমন বাঁধভাঙ্গা জলে কুটো ঘর বাঁধে কি করে?
আমিতো পারিনি ধরে রাখতে আমার প্রিয়রে,
ভাটার টানে ফিরেছে যখন তিমির সায়রে!
চোখের কোন ভিজে গেলেই বিরক্তি তুঙ্গে উঠে,
তবে কি আজও সে আমার নিরবিচ্ছিন্ন সুখে সিঁধকাটে?
না, কোনমতেই তাকে আর ভালোবাসি না!
তার ছায়া আবছায়ার মায়ায় সর্বস্ব হারিয়েছি,
বাঁচি বা মরি তাকে আর চাই না।
কেউ কি বলতে পারো আমি কাঁদছি কেনো?
তাকে বলে দাও সে আর এমুখো হয়না যেনো।
আমার কোনো পিছুটান নেই,
আমার কোনো আকাঙ্ক্ষা নেই,
আমার আকাশে পাখি নেই,
আমি এখনও আছি, নিজের মাঝে নিজে বাঁচি
#ছবি সংগৃহিত।
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
সৃজনশীল লেখা। নন্দিত ভাবে উপস্থাপন
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
শুভেচ্ছা অবিরাম
ছাইরাছ হেলাল
দারুন অভিব্যক্তি ,
তবে সিঁধকাটা যে শিখে গেছে তাকে ফেরানো কঠিন।
লিখুন লিখুন।
খাদিজাতুল কুবরা
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা রইলো।
ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
তার সাথে যতই আড়ি হোক সে থেকে যায় চোখের , মনের গভীরে। তানা হলে কেন আজো চোখে বাঁধভাঙা জল আসে। খুব ভালো লাগলো আপনার কবিতা। শুভ কামনা রইলো
খাদিজাতুল কুবরা
দিদি আপনার ভালো লেগেছে এটাই প্রাপ্তি।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমার কোনো পিছুটান নেই,
আমার কোনো আকাঙ্ক্ষা নেই,
আমার আকাশে পাখি নেই,
আমি এখনও আছি, নিজের মাঝে নিজে বাঁচি—- বিরহের অপূর্ব প্রকাশ। শুভ কামনা ।
খাদিজাতুল কুবরা
সবসময় অনুপ্রাণিত করার জন্যে বিশেষভাবে কৃতজ্ঞতায় আবদ্ধ হলাম।
সুস্থ থাকুন,
ভালো থাকুন শুভকামনা রইলো।
তৌহিদ
আবেগকে বশ মানানো মুশকিল! যখন তখন আক্রমণ করে বসে অশ্রু ঝড়ায় সময়ে অসময়ে।
ভালো থাকুন আপু।
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর বললেন,
আবেগের উর্ধ্বে আমরা কেউ নই।
সুস্থ থাকুন ভালো থাকুন।
নিরন্তর শুভেচ্ছা রইলো।
প্রদীপ চক্রবর্তী
ভালো লাগলো,আপনার কবিতা।
খাদিজাতুল কুবরা
আপনার ভালো লাগাই আমার প্রাপ্তি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
দালান জাহান
বেদনা জারিত বর্ণমালা। মন কাঁদে
কেন কাঁদে! আজও জানি না। সুন্দরলিখেছেনকবি
খাদিজাতুল কুবরা
প্রশংসা করে উৎসাহিত করার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
আরজু মুক্তা
নিজে আগে বাঁচি।
শুভকামনা
খাদিজাতুল কুবরা
আপু অনেক ভালোবাসা রইলো।
উৎসাহ পেলাম।
শুভেচ্ছা নিরন্তর।
হালিম নজরুল
সত্যিকারের ভালবাসা অবচেতন মনেও আবেগের বন্যা আনে।
খাদিজাতুল কুবরা
একদম তাই।
অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।