চিরন্তন

খাদিজাতুল কুবরা ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার, ০২:২৭:৪৩অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

বেলা অন্তে…

যখন সূর্য নামে পাটে,

ঘুটঘুটে অন্ধকারে,

শস্য ক্ষেতের মাঠে,

আমি নিঃসঙ্গ ঘাসফড়িং,

অবুঝ পতঙ্গ!

তুমি অগ্নিস্ফুর্লিঙ্গ!

প্রকৃতি আলস্যে জোছনা মাখা,

তোমার চোখাচোখি সখা!

অন্তরালে ওঁৎপাতা,

সলতে জ্বলা অগ্নিশিখা!

আমি কি আর জানি?

লেলিহান বহ্নিতে পতন!

আমার দুর্নিবার আকর্ষণ!

অন্তরালে ওঁৎপাতা,

নিশ্চিত ভস্মীভূত মরণ!

আকর্ষণ মরণের মাঝের অনুক্ষণ,

আমার মিলন সুখের স্বপন,

হোক বারবার সে মরণ!

আমার প্রেম নিখাদ চিরন্তন!

১৯২০জন ১৭৪৯জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ