
বেলা অন্তে…
যখন সূর্য নামে পাটে,
ঘুটঘুটে অন্ধকারে,
শস্য ক্ষেতের মাঠে,
আমি নিঃসঙ্গ ঘাসফড়িং,
অবুঝ পতঙ্গ!
তুমি অগ্নিস্ফুর্লিঙ্গ!
প্রকৃতি আলস্যে জোছনা মাখা,
তোমার চোখাচোখি সখা!
অন্তরালে ওঁৎপাতা,
সলতে জ্বলা অগ্নিশিখা!
আমি কি আর জানি?
লেলিহান বহ্নিতে পতন!
আমার দুর্নিবার আকর্ষণ!
অন্তরালে ওঁৎপাতা,
নিশ্চিত ভস্মীভূত মরণ!
আকর্ষণ মরণের মাঝের অনুক্ষণ,
আমার মিলন সুখের স্বপন,
হোক বারবার সে মরণ!
আমার প্রেম নিখাদ চিরন্তন!
১৮টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
প্রকৃতির ছোঁয়ায় বেশ চিত্তছোঁয়া প্রেমের কবিতা।
শ্বাশত প্রেমের সুন্দর ইতিকথা।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা একরাশ।
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি লেখা যে শুধুই একটা সৃষ্টি এটা বুঝতে পারার বিশেষ কৃতজ্ঞতা জানবেন। কেউ কেউ ব্যক্তিগত মনে করে ফেলে। তবে ভাবার স্বাধীনতা পাঠকের রয়েছে।
পাঠকের জন্যই লিখি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অপূর্ব প্রকৃতির কথা লিখেছেন প্রিয়
শুভকামনা রইল
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল
আলমগীর সরকার লিটন
আকর্ষণ মরণের মাঝের অনুক্ষণ,
আমার মিলন সুখের স্বপন,
হোক বারবার সে মরণ!
আমার প্রেম নিখাদ চিরন্তন!——-চমৎকার প্রেমময় প্রকাশ কবি আপু
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ লিটন দা।
ফয়জুল মহী
মনোমুগ্ধ শব্দে বিন্যাসে অনন্য একটি কবিতা রচিয়েছেন, অনেক শুভ কামনা রইলো।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন মহী ভাইয়া
তৌহিদ
সব আকর্ষণে সাড়া দিতে নেই। এটি পোকা মারা ফাঁদের মতই ভয়ঙ্করী! শুভকামনা আপু।
খাদিজাতুল কুবরা
এটা বাল্যকালের লেখা!
তখন ও বাল্যশিক্ষা বই মুখস্থ করা হয়নি।
তখন তো পোস্ট করার অপশন ছিলোনা তাই এই বুড়ো বয়সে করতে হলো।
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া।
আপনাকে অনেক ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আগুনের ঝলকানিতে মুগ্ধ হয়ে ঝাঁপ দিলে আপনাকে পুড়তে হবেই। চকচক করলেই সোনা হয় না তাই নিখাদ হলে ও লাভ নেই ধোঁকা খেতেই হবে।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
খাদিজাতুল কুবরা
এটা অনেক আগের লেখা দিদি ভাই।
এখন আর আকর্ষণ বিকর্ষনের সুযোগ নেই।
পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন দিদি ভাই
সাবিনা ইয়াসমিন
আগুনে যার নিয়তি বাধা তার সুখ আগুনে পুড়েই। মরণ যদি হয় অদৃষ্টের লিখন সেই আগুন থেকে দূরে থাকার উপায় নেই। আকর্ষন অথবা বরণ আগুনেই হোক মিলন।
চমৎকার কবিতা 🌹🌹
খাদিজাতুল কুবরা
অসংখ্য ধন্যবাদ আপু। খুব সুন্দর মন্তব্য পেয়ে মন ভরে গেল। আসলে গ্রামের বাড়িতে এক সন্ধ্যায় লিখেছিলাম কবিতাটি।
শব্দ সাজাতে ভালোবাসি!
পড়ে কারুর ভালো লাগলে সেটাই প্রাপ্তি।
রোকসানা খন্দকার রুকু
হোক বারবার সে মরণ। এমন মরণ সবাই চায়॥
শুভ কামনা রইলো কবিতার রাণীর জন্য। শুভ সকাল😍😍
খাদিজাতুল কুবরা
শুভরাত্রি রুকু।
কবিতার হৃদপিণ্ড ছুঁয়ে ফেলার জন্য অসংখ্য ধন্যবাদ।
আরজু মুক্তা
সুন্দর কবিতা। মিলন হোক।
শুভকামনা
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ আপু।
আপনার জন্য ও শুভেচছা অবিরাম