
চিনবে তো আমায়,
২৫ বছর পর ?
চারটে চোখের ঝাপসা চাহনী
মিনিট নীরবতা :
নামবে কি শ্রাবণ ?
বুকে কি বাড়বে ব্যথা ?
সময় বলে, হয়তো কোন
এক বৃদ্ধাশ্রমে দেখা হবে।
চামড়ায় অজস্র ভাঁজ
কালোচুল সাদা কাশফুল।
ঠোঁটের বাঁকা হাসিটা মনে থাকবে ?
হয়তো শতেক তালি দেয়া শাড়িটা,
চোখে পাতার কম্পন
কিংবা নখের দুর্ভিক্ষ দেখে ;
চিনবে তো আমায় ?
…………………………………
আমি ?
আমি তো চিনবোই !
নীল আকাশ কেউ ভুলে ?
শুধু নতুন করে সাজিয়ে নেয়।
২৯টি মন্তব্য
হালিম নজরুল
চিনুক আর না চিনুক দেখা হোক দু’জনের। স্বপ্নময় কবিতা।
আরজু মুক্তা
ভাই, কেমন আছেন? অনেকদিন পর ব্লগে।
সুন্দর কমেন্টে আপ্লুত আমি।
শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
চিনবে, প্রিয়তমের দৃষ্টিতে প্রিয়তমা সব সময়েই নবীণা। কবিতায় ভালো লাগা রইলো।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
কবিতা লিখতে পারিনা। আপনাদের দেখাদেখি চেষ্টা। তবুও ভালো লাগলো জেনে খুশি হলাম।
ভালো থাকুন সবসময়।
স্বপ্নীল মেঘ
চিনুক আর না চিনুক আমি আসবোই
পথ ভুলে।
ভুলে যাওয়া আমার চাহুনিতে নেই।
অসম্ভব সুন্দর। শুভকামনা বুবু।
আরজু মুক্তা
এমন প্রত্যাশাই থাক।
তবে, আপনাদের মতো কবিতা লিখতে পারি না। শুধু তাল মেলানো।
কবিতা ভালো লাগলো জেনে খুশি হলাম।
শুভ কামনা
স্বপ্নীল মেঘ
এভাবে বলবেন নাহ। আপনি লিখেন আমি অনুসরণ করি।
আরো লিখুন। শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
হুম নীল আকাশ কেউ ভোলে না, শুধু নতুন করে সাজিয়ে নেয় আর কি। খুব সুন্দর কবিতা।
আরজু মুক্তা
শুভ কামনা দিদি
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় প্রকাশ কবি আপু—————-
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
মোঃ মজিবর রহমান
দারুন অনুভূতিশীল লিখা, চোখে না চিনলেও কথায় সুরে অন্তর চক্ষুতেই চিনবে!
আরজু মুক্তা
নিশ্চয় চিনতেই হবে।
শুভ কামনা ভাই
শামীনুল হক হীরা
মুগ্ধ। ।আর কিছু বলার নেই। ।শুভেচ্ছা আর দোয়া রইল সম্মানিত। প্রিয়। ।
আরজু মুক্তা
শুভ কামনা ভাই
পপি তালুকদার
পুরানো সেই দিনের কথা, ভুলবি কিরে ও সে চোখের দেখা প্রানের কথা..
সে কি ভোলা যায়…..
না ভালোবাসার সেই মানুষটির সাথে ২৫ কেন হাজার হাজার বছর পর দেখা হলেও চেনা যায়!
আরজু মুক্তা
দিদি আসলেই সেই গানটার মতো।
ভালোবাসাগুলো বাঁচুক।
শুভ কামনা
বোরহানুল ইসলাম লিটন
ভালোবাসার চোখের রঙ যে চির অবিনশ্বর আর
ভুলে যাওয়া তো শুধু মোহের খেলা মাত্র।
মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।
আরজু মুক্তা
ভালো বললেন ভাই। আপনার প্রতিটা কমেন্টেই গভীরতা লুকিয়ে থাকে।
শুভ কামনা। নিরাপদে থাকুন।
জিসান শা ইকরাম
চেনার সম্ভাবনা ক্ষীন,
তবু আশায় থাকে মানুষ।
শুভ কামনা।
আরজু মুক্তা
আশায় ভালোবাসা বেঁচে থাকে। এভাবেই জীবন একদিন শেষ হয়।
ভালো থাকেন সবসময়
হালিমা আক্তার
দৃষ্টি কখনো যায় না হারিয়ে। চিনে নিব এক পলকে। হয়তো ধরা দিব, হয়তো দিব না। তাই বলে ভুলে গেছি একথা ভেবো না। শুভকামনা। ভালো থাকবেন।
আরজু মুক্তা
আসলেই ভোলা যায় না।
নিরাপদে থাকুন
রোকসানা খন্দকার রুকু
চারচোখের অবিরাম প্রেম চলুক—-
আরজু মুক্তা
ভালোবাসা না থাকলে কিছুই থাকে না। মানুষ পাথর হয়ে যায়।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
নিরলস অস্তায়নে
কত কথা গেঁথে আছে মনে
স্থির বিশ্বাসে,
কত কথা আছে মনে
নূতন কিছুই না, নৈঃশব্দে
ঢেকে যাবে, বলা না বলা কথার
প্রগাঢ়তা।
আরজু মুক্তা
থাকনা জমা কথাগিলো সেদিনের জন্য। মিলেমিশে থাকবে রাত আর দিন। ছন্দে ছন্দে দারুণ কমেন্ট। কৃতজ্ঞতা অশেষ।
রেজওয়ানা কবির
তোমাকে চিনতেই হবে কারন তোমার সমস্তজুড়ে আমিইইই ছিলাম তাই ২৫ বছর পড়েও সে যতই চেহারায় ছাপ পড়ুক স্পর্শই মনে করিয়ে দেবে তুমি ইইইই সেই আর আমি সেই তোমারি💙বেশ আবেগ পেলাম আপু।শুভকামনা, ভালো লাগল।
আরজু মুক্তা
এতো সুন্দর করে কমেন্ট করলেন, আমি আপ্লুত। লেখা সার্থক।
ভালোবাসা সবমসময়।