একজন চিতাবালী
সালটা ৭১ ,
চিতাবালী তার তিন সন্তান নিয়ে ঘরের কাজে ব্যস্ত। ছোট ভাইটি এসে বলল , আপু ,আমাদের পাড়ায় খান সেনারা ডুকেছে। আমি পালিয়ে গেলাম । তুই লুকিয়ে থাকিস। প্রায় এমনটি হচ্ছে। খান সেনারা আসছে আর তখনই বাড়ির ছেলেগুলো পালিয়ে যায়।
দরজায় খুব জোরে বাড়ি দিয়ে ভেঙ্গে ফেলল খান সেনারা দরজা। কিছু বোঝার আগেই ৫ জন খান সেনা আমাকে কোলে করে খাটে শুইয়ে দিল। কোলে ছিল আমার ছোট ছেলেটা । কাঁদছিল আমার ছেলেটা । ওকে ওরা ছুঁড়ে ফেলে দিল। বাচ্চাটা এরপর কাঁদতে ভুলে গেল। ওর সামনে মাটির ঘোড়া ছিল ,তাও ধরল না। পুরোই শান্ত হয়ে গেল আমার চঞ্চল ছেলেটা ।
আমাকে ওরা ৫ জন খামচাচ্ছে, কামড়ে সব গিলে ফেলছে। আমি জানি না আমার নিঃশ্বাস আছে কিনা। পাশবিকতায় আমি নিস্তেজ , আমার দেহ একদলা মাটি হয়ে ওদের স্বাদ দিচ্ছে। হটাত দেখি আমার পিটের নীচটা ভিজে গেছে। আমার তিন মাসের পেটের বাচ্চাটা জল হয়ে আমাকে ভিজিয়ে দিয়েছে। মা, আমি তোমাকে ধুয়ে দিয়েছি ।
ওরা চলে গেল। ভাই এসে আমাকে হাসপাতাল নিয়ে গেল । আমি বেঁচে আছি । চিতাবালী বেঁচে আছে।
আমার ছোট ছেলেটি সেখানেই শান্ত অবস্থায় মারা গেল। কেউ জানাল না, কেউ বুঝল না। বাবা, কি আমার মা ডেকেছিল যাবার সময়?
এত সুন্দর পৃথিবীতে আমার কেন এমন হোল ?
এত ন্যায় চারদিকে তবুও কি আমি বিচার পাব না?
সবার অলক্ষ্যে একটি প্রশ্ন ,
এই আমি, সেই আমি , কে আমি ?
হাঁ , সেই আমি চিতাবালী । আজ তোমাদের ,
বীরাঙ্গনা ।।
বীরাঙ্গনা ।।
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
সেই মহান যুদ্ধের সময় বিনা অপরাধে এমন বীরাঙ্গনা হয়েছেন আমাদেরই কাছের অতি আপনজন মা এবং বোনেরা । তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মান আমরা রাখবোই।
ভালো লিখেছেন ।
শুভ কামনা ।
আততায়ী কলিংবেল
পশুদের বিচার হবে, অবশ্যই হবে।ওদের চামড়া তুলে জুতা বানবো,
টিংটং টিংটং টিংটং
রাতুল
সোনেলায় স্বাগতম। 🙂
জানিনা… …………………… বিচার হবে কি না।
হেনা বিবি
ধন্যবাদ আপনাকে ।
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে এখানে আসার জন্য ।
ত্যাগের প্রকৃত মর্যাদা দিতে পারিনি এখনও ।
আমি আশাবাদী এই মহান ত্যাগ বৃথা যেতে পারে না ।
হেনা বিবি
তাই হোক । জেগে উঠুক আমাদের চেতনা।
স্বপ্ন
আমরা এই অপমানের বিচার করবোই । আজ না হয় কাল । অবশ্যই করবো এর বিচার।
হেনা বিবি
আমাদের এই অপমান শক্তিতে পরিণত হোক ।
আদিব আদ্নান
এ ঋণ আমাদের শোধ করতেই হবে ।
নীলকন্ঠ জয়
সোনেলায় স্বাগতম -{@
এদেশে কুলাঙ্গারদের বিচার হবেই হবে।।
খসড়া
আপনাকে আমার আন্তরিক অভিনন্দন।
ছন্নছাড়া
পাকী দের আমারা উচিৎ শিক্ষা দিয়েছি …………
এখন বাকি পাকীদের চামচা দের বিচার করা ……… একদিন আমাদের বাংলা পাকী চামচা মুক্ত হবে সেদিন বাংলা কলঙ্ক মুক্ত হবে ……………
স্যালুট আপনাকে ………
ছন্নছাড়া
মুক্তুজুদ্ধের অনেক অনেক গল্প শুনতে চাই
ছন্নছাড়া
মুক্তি যুদ্ধের অনেক অনেক গল্প শুনতে চাই
লীলাবতী
অসাধারণ । খুব ভালো লিখেন আপনি আপু।