
চাওয়া — পাওয়া — ৭
কোজাগরী পূর্নিমার মত স্বপ্নের অলিন্দে নেমে আসো,
তোমার আভা ও সৌন্দর্য আমায় সুখ স্বপ্নের আবেশে জড়িয়ে রাখো।
সুর লহরী বেজে ওঠে ঝংকারে, তুমি ভেসে ওঠ দু’চোখের তারায়।
তোমার সুরভি পাই,অনুভব করি স্পর্শ, দু’চোখের মমতায়।
স্থির নক্ষত্রের মত চেয়ে থাকো স্পন্দনহীন নয়নে,
আমিও চেয়ে থাকি, বুকের মাঝে জাগ্রত হয় মহাকালের তৃষ্ণা ।
অনুভূতির শিরায় শিরায়, পলকে পলকে বোধশক্তি জাগিয়ে তোলে ভৈরবী চেতনা।
মনের সুগভীর থেকে দৃষ্টি নন্দিত ভেসে ওঠে, মূহুর্তের দৃশ্য — অদৃশ্যের সুন্দরে।
উৎকন্ঠা আর অস্থিরতায় সময় চলে যায়,
চারিদিকের ভূবনে খুঁজি তোমায়।
প্রসন্ন দৃষ্টির মায়া বিলিয়ে যাও ভাবনায়,
স্মৃতির অবগাহনে বিষাদের ছায়া ঘিরে থাকে অযাচিত বেদনায়।
তবুও সবুজ ঘাসের লুটোপুটি খাওয়া মনোরম স্বপ্ন দেখি,
বাকিটা সময় অতিবাহিত করে দিতে চাই, প্রশান্তি খুঁজে পাওয়ার সুখপাখি।
২৭টি মন্তব্য
রেজওয়ানা কবির
দারুণ অনুভূতির প্রকাশ।ভাল লাগল।
উর্বশী
রেজওয়ানা কবির আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার ভাল লাগা আমার পথা চলার শক্তি পাকা পোক্ত হওয়া।অনেক ভাল থাকবেন, শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভুতির প্রকাশ কবি আপু
অনেক শুভেচ্ছা রইল———
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার এমন মন্তব্যই আমার প্রেরণা যোগানো শক্তি। ভাল থাকুন শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি আপু আপনিও
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাইয়া,
শুকরিয়া।ভাল থাকুন।
সুপায়ন বড়ুয়া
“তবুও সবুজ ঘাসের লুটোপুটি খাওয়া মনোরম স্বপ্ন দেখি,
বাকিটা সময় অতিবাহিত করে দিতে চাই,প্রশান্তি খুঁজে পাওয়ার সুখপাখি।”
চাওয়া পাওয়ার আর কি বা থাকে বাকি।
আর সবকিছু যে থাকে ফাঁকি।
ভাল লাগলো। শুভ কামনা।
উর্বশী
সুপায়ন বড়ুয়া দাদা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনার সাথে সহমত পোষণ করছি। তবুও পথ চলতেহয়, আনমনে লিখে যাই।
অনেক ভাল থাকুন শুভ কামনা
ফয়জুল মহী
অনুপম I
চটুল ভাষায় হৃদয়ঙ্গম লেখা ।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তুমিও খুব ভাল লিখো কিন্তু মহী। ভাল থেকো থেকো, শুভ কামনা।
শামীম চৌধুরী
আপনার সবগুলি পর্ব সুন্দর লেগেছে। কবিতাগুলি পড়ে ভাল লাগে।
উর্বশী
শামীম চৌধুরী ভাইয়া,
আপনার ভাল লাগা,আমার চলার পথে লেখার প্রেরণা হিসাবে কাজ করবে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি সব সময় পাশেই থাকবেন। শুভ কামনা সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
আপনার চাওয়া পাওয়া গুলো অনেক সুন্দর আপু। খুব ভালো লাগলো কবিতা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সিরিজ তৈরি করার চিন্তা করেছি,দেখা যাক কতদূর যেতে পারি।” সুখপাখি” ও ” ভালোবাসা” নিয়ে করেছিলাম প্রকাশকের কাছে সব লেখা দেয়ার পরে তিনি গায়েব, তার প্রকাশনা ও নেই তিনিও নেই মানে দেশে নেই। আমার লেখাও দেন নি। আমার কোনো কপিও নেই। ২০২০ সালে একটি কাব্য গ্রন্থ ও গল্পের এক্টি মোট দুটো বই আসার কথা ছিল।আমার ছবি আমার বইয়ের প্রচ্ছদ করে বিজ্ঞাপন দিয়ে তাদের নিজেদের বই কাস্টমারের কাছে ধরিয়ে দিলেন।এই দুজন ও পান্ডুলিপি ফেরত দিচ্ছেন না। আগামী সপ্তাহে ঝামেলা শেষ করবো।
অনেক ভাল থাকুন,ভালোবাসা ও শুভ কামনা রইল।
আরজু মুক্তা
হৃদয় ছুঁয়ে গেলো।
শুভকামনা
উর্বশী
আরজু মুক্তা আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার লেখার প্রেরণা হিসাবে কাজ করবে আপনার মন্তব্য।অনেক ভাল থাকুন,শুভ কামনা সিব সময়।
হালিম নজরুল
কবিতার জয় হোক।
জয় হোক কবিরও।
উর্বশী
হালিম নজরুল ব্যস্তপাখি ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অবশেষে তিনি এলেন, দেখলেন, এবং জয় করলেন।আমিও ধন্য হলাম কৃতজ্ঞতার ডালা সাজিয়ে। আশা করি সব সময় পাশেই পাবো। ভাল থাকুন, অফুরান শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু।
জীবনের সব চাওয়াগুলি পাওয়া হয়না। তারপরও আমাদের সুখ শান্তি সবুজ এগুলো আহরনের নেশায় থাকতে হয়।
শুভ কামনা॥
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু,
আপনার সাথে সহমত । আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব আর সেজন্যই পথ চলতে হয় আগামীর পথে। ভাল থাকুন।শুভ কামনা সব সময় ।
ছাইরাছ হেলাল
ভাবছি এত এত চাওয়া, পাওয়া হয়ে গেলে তখন কী যে হবে!!
উর্বশী
ছাইরাছ হেলাল ভাইয়া,
চাওয়ার তো শেষ নেই। পাওয়া কতটুকু হলো সেটাই দেখার বিষয় হয়ে উঠবে কখনও হয়তো। আর যদি সমানে সমান থাকে তাহলে তো আপনার চিন্তাধারাই সঠিক হবে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। খুব ভাল থাকবেন আপনার কাশ বন,নীল আকাশ,সাদা মেঘমালাদের সাথে।শুভ কামনা রইলো।
মোঃ মজিবর রহমান
বাকিটা সময় অতিবাহিত করে দিতে চাই, প্রশান্তি খুঁজে পাওয়ার সুখপাখি।
শেষ জিবনের চাওয়া। ভাল লাগা রখে নিলাম
উর্বশী
মোঃ মজিবর রহমান ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সঠিক বলেছেন। আপনার ভাল লাগা আমার লেখার প্রেরণা হিসাবে কাজ করবে। ভাল থাকুন,শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ ভাল থাকুন।
সৌবর্ণ বাঁধন
কোজাগরী পূর্নিমার মত স্বপ্নের- প্রথম লাইনেই অসাধারণ করে ফেলেছেন লেখাটা।
উর্বশী
সৌবর্ণ বাঁধন ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার সুন্দর সাবলীল মন্তব্য আমার লেখার প্রেরণা যোগাবে। খুব ভাল থাকুন শুভ কামনা সব সময়।