
জানতামই না পাথর সরালে ঝর্ণা পাওয়া যায়,
স্নানে স্নানে নিজেকে করা যায় পবিত্র।
হেঁটে বেড়িয়েছি কতশত অমসৃণ পথ;
এলোমেলো, অগোছালো, যেমন-তেমন,
দেখেছি মরা গাছ আর শুকনো পাতার মরমর, শনশন।
শুকিয়ে গেছিল চোখের কোল!
তাই শিশির কণা গুলোকে মনে হত ফোঁটা ফোঁটা চোখের জল।
জানতামও না তার সাথে হতে পারে সূর্যস্নান।
ঘনবনের অন্ধকার পেরিয়েও পাওয়া যায় ছোট ছোট ঘাসফুলের শুভ্রতা।
তুমি এসেছিলে বলেই আশাহত হইনি কখনও, শুধু শোধরাতে চেয়েছি। পূর্ণ করতে চেয়েছি আমার সকল অপূর্নতা।
অতঃপর তুমিই মসৃন পথের বাঁকে তুলে করলে অনন্যা।বদলে গেল আমার ভূষন, চিনল কতজনে বাসলোও ভালো না চাইতেই;
অথচ তুমি আজ বড্ড অচেনা, অন্যকারও।
আজ আমার জীবনের এই ক্ষুদ্র সমারোহে বলতে চাই, পেতে চাই, নিতে চাই।
তোমার হাতে এক গোছা ফুল; বহুবছর সাজাচ্ছ যেগুলো অন্যবাগানে।
তবুও আজ চাই তোমাতে আর একবার পঠিত হোক আমার শুভেচ্ছা বার্তা।
আমার যে শুধু তোমাকেই চাই!!!
২৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির স্পর্শ ছোঁয়া কবি রুকু আপু অনেক শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া
শুভ কামনা সবসময়।
ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
যে গড়ে সেই-ই একদিন যায় সরে!
কিন্তু সৃষ্টি কভু ভুলে না তারে..
জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা আপনাকে। ভালো থাকুন, আনন্দে থাকুন প্রতিটিক্ষণ।
শুভ জন্মদিন 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
হ্যাঁ সেই চেষ্টা তো করতেই হয় সবার।
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা অবিরাম।🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লেখা। লেখাটি প্রিয়তে নিলাম। জন্মদিনের একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন হাসিখুশি থাকুন এমন করেই। শতায়ু কামনা করছি
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ দিদিভাই। শুভ কামনা রইলো।
ফয়জুল মহী
সুনিপণ প্রকাশ। শুভ হোক জীবন মান।
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা রইলো ভাইয়া।
মোঃ মজিবর রহমান
জলেই জন্ম
জলেই মরণ
জলেই সহমরণ।
জন্মদিনের একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল।
শামীম চৌধুরী
ঝর্নার পানি যেমন পবিত্র তেমনি সে পানিতে স্নান করলেও মনটা পবিত্র হয়ে যায়।
দারুন উপভোগ করলাম কবিতাটি।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা । শুভ সকাল।
ছাইরাছ হেলাল
অনেক অনেক চাওয়ার মধ্যে এই একটি কঠিন চাওয়া, তোমাকে চাই।
চাওয়া-চাওয়ি চালু থাকুক কচ্ছপ-কামড়ে !!
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। শেষ বিকেলে কচ্ছপের ভয়ে হাসতেই হল।
শুভ কামনা রইলো ভাইয়া॥😍😍
খাদিজাতুল কুবরা
“অমন করিয়া মোরে কে ডাকিলো সজনী,
আমাতে থাকিলে আমি ভুলে যাই অবনী”
এতো সুন্দর করে লিখেছেন, কি বলবো হারিয়ে ফেলেছি নিজেকে, কবিতার চরণে।
এমনই হয় যার পরশে মখমলি সুখ,
সেই হারিয়ে যায় অজানায় রেখে যায় সুখের অসুখ।
খুব ভালো লাগলো কবিতা।
রোকসানা খন্দকার রুকু
ও আল্লা মুই মরি যাব। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ভালোবাসা।❤️❤️❤️
আরজু মুক্তা
” নিজেকে হারায়ে খুঁজি ; তারপর একদিন পথের বাঁকে এসে দেখা হয়ে যাবে সময়ের শেষ আলোর সাথে। জীবন তো থেমে থাকে না। তার প্রতিটা বাঁকেই লুকিয়ে থাকে কিছু চাওয়া কিছু পাওয়া, কিছু স্মৃতি!”সুখের স্মৃতি যতোগুলো ততগুলো শুভকামনা!
আমার মনে হয় জন্মদিনে আল্লাহর কাছে চাওয়া ” আপনি সুস্থ থাকুন!”
শুভ হোক জন্মদিন।
🎁🌹🌹
রোকসানা খন্দকার রুকু
বাপরে কি অসাধারন! মন্তব্য। খুবই খুশি হলাম।❤️❤️❤️
তৌহিদ
তোমাকে চাই এটি এক বড্ড কঠিন চাওয়া যা সবসময় অধরা থেকে যায়। আমরা পেয়েও কি বলতে পারি কাউকে শতভাগ পেয়েছি?
সকল ইচ্ছে পূরণ হোক আপু। ভালো থাকুন সবসময়।
রোকসানা খন্দকার রুকু
শতভাগ পাওয়া কখনোই পাওয়া হয়না। শুভ কামনা রইল ভাইয়া।শুভ সকাল।
জিসান শা ইকরাম
যে এখন অন্যের তাকে মনে এনে কি হবে আর?
স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া স্বপ্ন দেখানেওয়ালার কি দরকার এই জীবনে?
কবিতা খুব ভালো হয়েছে।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
এল্লা কয় কি( ইয়া আল্লাহ বলে কি)?
কবিতা ভালো হইলে এমন কবিতায় সোনেলার পাতা ভরায় দিমু কইলাম॥ কই মুঝে রোখ লো,,,,🤪🤪
রেজওয়ানা কবির
আমিও লেখাটি প্রিয়তে নিলাম। লেখার পুনঃআলোচনা কাল লিখব,শরীরটা খারাপ, তাই।”শুভ জন্মদিন “আপু, আর আমার মনে হয় এইটা তোমার সোনেলায় লেখা ৫০ তম পোস্ট যদি ভুল না করি😋।এইজন্য তোমাকে সোনেলা এবং আমার পক্ষ থেকে অভিনন্দন। ভালো থেক সবসময়।
রোকসানা খন্দকার রুকু
আমাকে কেউ ভালোবাসে না। 😭😭😭😭😭
৫০ এর শুভেচ্ছা নাই।
রেজওয়ানা কবির
ক্যা আমি শুভেচ্ছা দিলকম অসুস্থ শরীর নিয়ে তবু তোমার মন ভরে না😭😭😭
তৌহিদ
আপনি ৫০ এ পড়ে আছেন! নিজের ২০০ তম লেখার অনুভূতি নিজেই লিখেছি।
এগ্লা ম্যাটার না!! অকা (ওকে)?
সাখাওয়াত হোসেন
অন্যবাগানে সাজিয়ে ফুল
জীবন করে বাসি
একদিন আসবে ফিরে
আপনারই দোয়ারে ভালোবাসার লাগি!
দারুণ লিখেছেন আপু কবিতাখানি,
শুভেচ্ছা জানাই হৃদয়ের আগল খুলি।