চাই আজ!

রোকসানা খন্দকার রুকু ১৫ নভেম্বর ২০২০, রবিবার, ১০:২৬:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

জানতামই না পাথর সরালে ঝর্ণা পাওয়া যায়,

স্নানে স্নানে নিজেকে করা যায় পবিত্র।

হেঁটে বেড়িয়েছি  কতশত অমসৃণ পথ;

এলোমেলো, অগোছালো, যেমন-তেমন,

দেখেছি মরা গাছ আর শুকনো পাতার মরমর, শনশন।

শুকিয়ে গেছিল চোখের কোল!

তাই শিশির কণা গুলোকে মনে হত ফোঁটা ফোঁটা চোখের জল।

জানতামও না তার সাথে হতে পারে সূর্যস্নান।

ঘনবনের অন্ধকার পেরিয়েও পাওয়া যায় ছোট ছোট ঘাসফুলের শুভ্রতা।

তুমি এসেছিলে বলেই আশাহত হইনি কখনও, শুধু শোধরাতে চেয়েছি। পূর্ণ করতে চেয়েছি আমার সকল অপূর্নতা।

অতঃপর তুমিই মসৃন পথের বাঁকে তুলে করলে অনন্যা।বদলে গেল আমার ভূষন, চিনল কতজনে বাসলোও ভালো না চাইতেই;

অথচ তুমি আজ বড্ড অচেনা, অন্যকারও।

আজ আমার জীবনের এই ক্ষুদ্র সমারোহে বলতে চাই, পেতে চাই, নিতে চাই।

তোমার হাতে এক গোছা ফুল; বহুবছর সাজাচ্ছ যেগুলো অন্যবাগানে।

তবুও আজ চাই তোমাতে আর একবার পঠিত হোক আমার শুভেচ্ছা বার্তা।

আমার যে শুধু তোমাকেই চাই!!!

 

১৪৯৮জন ১১০১জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ