
আজ আমার শুটিং জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াবো খুব ভয় ভয় করছে বুকটা দুরু দুরু করছে
মা আমার সাথে শুটিং স্পট এ এসেছেন বাবা তার বন্ধুর সাথে বাহিরে কথা বলছেন তার এই বন্ধু জ্যোতি আঙ্কেল হচ্ছে আমার সিনেমার সহকারী পরিচালক বাবা অনেক কষ্ট করে তার বন্ধুকে ধরে আমার সিনেমায় চান্স করে দিয়েছে
পরিচালক অভিনেতা সবাই বড় মাপের অভিনেতা বর্তমান বাংলাদেশের সুপার হিরো হার্টথ্রব নায়ক সব মেয়ের স্বপ্নের পুরুষ আমাদের ক্লাস এ ঐশী তার প্রেমে পাগল আমি তার নায়িকা হয়েছি বলে তার অটোগ্রাফের জন্য আগে থেকেই বলে রেখেছে
আমার নার্ভসনেস আরো বেড়ে যাচ্ছে আমাকে মেকআপ রুমে বসিয়ে রাখা হয়েছে মেকআপ টেবিলের সামনে অর্ধেক ফাউন্ডেশন করে মেকআপ আরটিস্ট কোথায় গেলো তার আর খবর নেই
চলচিত্রে আসার ফলে আমার লাইফস্টাইল আমল পরিবর্তন হয়েছে এখন আমাকে যেখানেই যাই সাজতে হয় ঠোঁটে লিপস্টিক মুখে পাউডার মাখতে হয় হাত পায়ের নখ বড় বড় রাখতে হয়
বিকেল বেলায় পাড়ার বন্ধুদের সাথে খেলা মা নিষিদ্ধ করে দিয়েছেন বাহিরে গিয়ে খেললে নানা জীবাণু লেগে স্কিন নষ্ট হয়ে যাবে
আমি আর কিছুদিন পর সুপার হিরোইন হবো সিনেমাটা মুক্তি পাওয়ার শুধু অপেক্ষা মুক্তি পেলেই পপি শাবনূরদের মতো আমিও সুপার হিরোইন হয়ে যাবো
তখন আমার জোশ খ্যাতি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে সারাদেশের লোক আমাকে দেখলে হুমড়ি খেয়ে পড়বে যেখানে যাবো আমার সাথে ডজন ডজন লোক ভিড় করে থাকবে
কিন্তু এত খ্যাতির ভিড়েও হারিয়ে যাবে আমার স্বাধীনতা আমার নিজেস্বতা আর হয়তো কোনদিন ডলি মেঘলাদের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া হবেনা
আর কোনদিন রাস্তার টংদোকানের সামনে দাঁড়িয়ে চা খাওয়া হবেনা
বসন্তে কোন নির্জন গাছের তলায় বসে কোকিলের গান শুনা হবেনা আমার কোন নিজেস্বতা থাকবেনা ব্যক্তিগত ভালোলাগা ভালোবাসা থাকবেনা rona
সিনেমার হিরোর সাথে মিথ্যা প্রেমের কাহিনী মিডিয়া তে আসবে বিয়ের গুঞ্জন আসবে সিনেমার প্রচারণা বাড়ানোর জন্য
এরকম মিথ্যা গুজবের সময় আমাকে সাংবাদিকদের বলতে হবে সময় আসলে আপনারা দেখতে পাবেন এখন কিছু বলবোনা
আগুনে ঘি ঢালার মতো মিথ্যা গুজবকে রসিয়ে তোলা নিজের সম্পৃক্ততা থাকার সম্ভবনা তৈরী করা
সিনেমা শেষ প্রেম শেষ বিয়ের গুজব শেষ নতুন সিনেমা নতুন গুজবের জন্য অপেক্ষা
এভাবে আমি একজন নায়িকা নায়কের সাথে মিথ্যা প্রেম গুজব বিয়ের কথা নিয়ে লোকের হাস্যরসের পাত্রী হয়ে নিজের ভাবমূর্তিকে বিসর্জন দেব
হয়তো এক সময় বহুবিবাহের বহু বিচ্ছেদি কোন নায়কের সাথে বিয়ে হবে বিগবাজেটের সিনেমার বিগডিল দুই বছর পাঁচ বছর সংসার চলবে সে তার মতো আমি আমার মতো হয়তো এরই মাঝে কিছু হলে একটা দুইটা বাচ্চা হবে সংসার ভাঙবে
বাচ্চা বাবা মা আলাদা হয়ে বাচ্চা মাদার ডে কেয়ার এ বড় হবে মা বাবা আবার বিয়ে করবে সংসার ভাঙবে এরকম ভাঙা গড়ার খেলা চলতে থাকবে বাচ্চারাও বড় হবে মা বাবার খ্যাতির সুবাদে চিত্রজগৎেতে আসবে তাদের জীবনটাও এরকম হবে
আমি খ্যাতির বিড়ম্বনার জগৎেতে আটকে পড়েছি আমি এখন আর আমার নাই আমি হয়েগেছি সমাজের পাবলিক ফিগার
সমাজের সব শ্রেণী পেশার মানুষের চরিত্র তুলে ধরাই এক এখন আমার কাজ আমার নিজেস্বতা হারিয়ে যাবে
আমার শুটিং এ ডাক পড়েছে আমি আমার ব্যক্তিগত জীবন সাদামাটা জীবন থেকে চলে যাচ্ছি আড়ম্বর জাকজমকপূর্ণ জোশ খ্যাতির যে জমকালো জগৎতে যেখানে খ্যাতির চোখধাঁধানো আলোতে নিজেকে হারিয়ে ফেলবো সবাই কে দেখবো শুধু নিজেকে দেখবোনা
আমার প্রতিটা কথা প্রতিটা ব্যথা কোনটাই আমার না আমার পায়ের নখ থেকে মাথার চুল কোন কিছুই আমার না সবাই মিডিয়া সম্পত্তি যারা যেমন ইচ্ছা তেমন করে প্রকাশ করবে
আমার শট রেডি জোশ খ্যাতির জগৎতে যাত্রা শুরু পিছে ফেলে যাচ্ছি নিজের সব কিছু
১১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ নবাগত নায়িকাদের মনের অনুভূতি গুলো সুন্দর প্রকাশ করলেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ সকাল
ইঞ্জা
চমৎকার পোস্ট, রিয়েল লাইফ ভার্সেস সিনেমাটিক লাইফ, বড়ই কঠিন সে যে।
জিসান শা ইকরাম
সিনেমার নায়ক, নায়িকাদের কোনো সামাজিক জীবন নেই, বৃত্য বন্দী এরা।
অনু গল্প ভালো হয়েছে।
যতিচিহ্ন না থাকায় পড়তে খুব ঝামেলায়ই হয়।
কেন যতিচিহ্ন দিতে পারছেন না, তাই বুঝতে পারছি না।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
আপনার যশ খ্যাতির যে জমকালো জগৎতে যেখানে খ্যাতির চোখধাঁধানো আলোতে নিজেকে হারিয়ে ফেলবো সবাই কে দেখবো শুধু নিজেকে দেখবোনা
এটাই বাস্তবতা পরিপূর্ণতা।
ভাল থাকবেন। শুভ কামনা।
ফয়জুল মহী
মনোমুগ্ধকর লিখনশৈলি ।
সুরাইয়া পারভীন
সুন্দর লিখেছেন অনুগল্প এতে সন্দেহ নেই। কিন্তু পাঠকের কথা বিবেচনা করে যতিচিহ্ন ব্যবহার করা আবশ্যক।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
নুরহোসেন
কখনো মুভি দেখিনা, হাস্যকার হলেও সত্যি আমি একটরদের চিনিনা…
তবে আপনাকে চিনে রাখলাম একজন ব্লগার হিসেবে।
চমৎকার লিখেছেন।
কামাল উদ্দিন
সত্যিই তো তাই, নিজের নিজস্ব জগৎ/স্বাধীনতা না থাকলে যশ/খ্যাতি দিয়া লাভ কি?
হালিম নজরুল
সুন্দর অনুভূতি
তৌহিদ
আসলে ক্যামের সামনে এবং পেছনের কেউই আর নিজেদের মাঝে থাকেনা, অন্যের সম্পদ অথবা সম্পত্তি হয়ে যায়। সুন্দর অনুভূতির প্রকাশ।
মুন
সবাই কে অনেক অনেক ধন্যবাদ